তড়িৎচুম্বকীয় ক্ষেত্র

সঞ্চরণশীল আধানযুক্ত পদার্থসৃষ্ট তড়িৎ ও চৌম্বকক্ষেত্র

চিরায়ত পদার্থবিদ্যা অনুসারে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র হলো শূন্যে বিস্তৃত একধরনের প্রভাব। ইহা কোন আহিত বস্তুর আন্দোলনের কারণে সৃষ্ট এক ধরনের চিরায়ত (অর্থাৎ কোয়ান্টাম নয়) ক্ষেত্র। যে কোন আহিত বস্তুর চারপাশে এ প্রভাব অনভূত হয়।[১] কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাখ্যা অনুসারে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র দুটি কণার মধ্যে ভার্চুয়াল ফোটন বিনিময় ছাড়া আর কিছু নয়।[২][৩]

তড়িৎচুম্বকীয় ক্ষেত্র

ক্ষেত্রের বৈশিষ্টসম্পাদনা

চার্জ বা প্রবাহের অনুপস্থিতিতে ক্ষেত্রের আচরণসম্পাদনা

 
 

জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সরণ প্রবাহের সাথে অম্পেয়্যারের বর্তনী সূত্র ব্যবহার করে ম্যাক্সওয়েলের সমীকরণসমূহ সম্পন্ন করে প্রথম এই সম্পর্কের ধারণা দেন।

তড়িৎচুম্বকীয় ও মহাকর্ষীয় ক্ষেত্রসম্পাদনা

চারটি মিথষ্ক্রিয়া ও অন্যান্য তথ্যের মিথষ্ক্রিয়া ও পরিসর নিচে দেওয়া হল:

তত্ত্ব মিথষ্ক্রিয়া মাধ্যম সম্পর্কিত চুম্বকত্ব আচরণ পরিসর
ক্রোমোডাইনামিক্স সবল মিথষ্ক্রিয়া গ্লুয়ন ১০৩৮ ১০−১৫ m
চিরায়ত তড়িৎচুম্বকত্ব তড়িৎচুম্বকত্ব ফোটন ১০৩৬ ১/r অসীম
ফ্লেভারডাইনামিক্স দুর্বল মিথষ্ক্রিয়া ডব্লিউ ও জেড বোসন ১০২৫ ১/r থেকে ১/r ১০−১৬ m
জিওথার্মোডাইনামিক্স মহাকর্ষ গ্র্যাভিটন (অনুসিদ্ধান্ত) ১০ ১/r অসীম

তথ্যসূত্রসম্পাদনা

  1. Richard Feynman (১৯৭০)। The Feynman Lectures on Physics Vol II। Addison Wesley Longman। আইএসবিএন 978-0-201-02115-8A “field” is any physical quantity which takes on different values at different points in space. 
  2. Purcell. p5-11;p61;p277-296
  3. Purcell, p235: We then calculate the electric field due to a charge moving with constant velocity; it does not equal the spherically symmetric Coulomb field.

বহিঃসংযোগসম্পাদনা