গ্র্যাভিটন
তাত্ত্বিক মৌলিক কণা যা মহাকর্ষ বলের জন্য দায়ী
প্রমিত মডেল অনুযায়ী মহাবিশ্বের সকল কণাকে ২ ভাগে ভাগ করা হয়। ১.ফার্মিয়ন এবং ২.বোসন। ফার্মিয়ন শ্রেণীতে থাকে মৌলিক কণিকা, যা দিয়ে সাধারনত বস্তু তৈরী হয়। যেমনঃ ইলেকট্রন, প্রোটন ইত্যাদি। আর বোসন শ্রেণীতে থাকে সেসব কণিকা, যাদের আদান প্রদানের মাধ্যমে মহাবিশ্বের মৌলিক বলগুলো টিকে থাকে। যেমনঃ তাড়িতচৌম্বক বল এর বাহক ফোটন, গ্লুয়ন দ্বারা সবল এবং W এবং Z বোসনের দুর্বল নিউক্লিয় বলের বাহক। এসব মৌলিক বলগুলোর প্রায় সবগুলোরই বাহক কণা আবিষ্কৃত হয়েছে, একটি বাদে। আর তা হল মহাকর্ষ এর বাহক। মহাকর্ষ বলের বাহক আজ পর্যন্ত পাওয়া যায়নি। এর কাল্পনিক বাহক কণাটির নাম দেয়া হয়েছে গ্র্যাভিটন।[৪][৫][৬]
গঠন | মৌলিক কণা |
---|---|
পরিসংখ্যান | বসু-আইনস্টাইন পরিসংখ্যান |
মিথষ্ক্রিয়া | মহাকর্ষ |
অবস্থা | অনুমান প্রকল্পিত |
প্রতীক | G[১] |
প্রতিকণা | নিজ |
তত্ত্ব | ১৯৩০ এর দশক[২] দিমিত্রি ব্লকহিন্টসেভ ও এফ এম গালপেরিন এর নাম আরোপিত হয়, ১৯৩৪ সালে[৩] |
ভর | 0 |
জীবনকাল গড় | স্থিতিশীল |
ইলেকট্রিক চার্জ | 0 e |
স্পিন | ২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ G is used to avoid confusion with gluons (symbol g)
- ↑ Rovelli, C. (২০০১)। "Notes for a brief history of quantum gravity"। arXiv:gr-qc/0006061 ।
- ↑ Blokhintsev, D. I.; Gal'perin, F. M. (১৯৩৪)। "Гипотеза нейтрино и закон сохранения энергии" [Neutrino hypothesis and conservation of energy]। Pod Znamenem Marxisma (রুশ ভাষায়)। 6: 147–157। আইএসবিএন 9785040089567।
- ↑ Feynman, Richard P. (Richard Phillips), 1918-1988. (১৯৯৫)। Feynman lectures on gravitation। Reading, Mass.: Addison-Wesley। আইএসবিএন 0-201-62734-5। ওসিএলসি 32509962।
- ↑ Zee, A. (২০০৩)। Quantum field theory in a nutshell। Princeton, N.J.: Princeton University Press। আইএসবিএন 0-691-01019-6। ওসিএলসি 50479292।
- ↑ Randall, Lisa. (২০০৫)। Warped passages : unraveling the mysteries of the Universe's hidden dimensions (1st ed সংস্করণ)। New York: Ecco। আইএসবিএন 0-06-053108-8। ওসিএলসি 56592353।