ডুমুরিয়া ইউনিয়ন, ডুমুরিয়া

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি ইউনিয়ন

ডুমুরিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১]

ডুমুরিয়া ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাডুমুরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

একনজরে সম্পাদনা

  • নাম – ১১নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ।
  • আয়তন – ১৮.৭১ (বর্গ কিঃ মিঃ)
  • লোকসংখ্যা – ২৯২০৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
  • গ্রামের সংখ্যা – ০৯ টি।
  • মৌজার সংখ্যা – ০৯ টি।
  • হাট/বাজার সংখ্যা -০২ টি।
  • উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম -ভ্যান/রিক্সা।
  • শিক্ষার হার –৫২.৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
    • উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,(১টি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩টি বে-সরকারি উচ্চ বিদ্যালয়)
    • মাদ্রাসা- ০৫টি।
  • দায়িত্বরত চেয়ারম্যান –জনাব গাজী মোঃ হুমায়ুন কবির বুলু
  • গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি। (সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসা এবং জোয়ার্দ্দার বাড়ি জামে মসজিদ)
  • গ্রাম সমূহের নাম – গোলনা, হাজিডাংগা, খলশী, খাজুরা, সাজিয়াড়া, মির্জাপুর, আরাজি ডুমুরিয়া, আরাজি সাজিয়াড়া, ডুমুরিয়া।

নদনদী সম্পাদনা

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

  • ডুমুরিয়া মহাবিদ্যালয়
  • ডুমুরিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়নের তালিকা - ডুমুরিয়া উপজেলা"। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯ 
  3. >%20মাধ্যমিক%20বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় - ডুমুরিয়া ইউনিয়ন