ডিজিটাল বাংলাদেশ দিবস

ডিজিটাল বাংলাদেশ দিবস বাংলাদেশে পালিত একটি দিবস। এটির পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।[১][২]

ডিজিটাল বাংলাদেশ দিবস
আনুষ্ঠানিক নামডিজিটাল বাংলাদেশ দিবস
অন্য নামআইসিটি দিবস
তাৎপর্যরূপকল্প ২০২১ এর পরিকল্পনার দিন
শুরু২৭ নভেম্বর ২০১৭
সমাপ্তি২৬ নভেম্বর ২০১৮
তারিখ১২ ডিসেম্বর
প্রথম বার১২ ডিসেম্বর ২০১৮

প্রেক্ষাপট সম্পাদনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যে রূপকল্প ২০২১ বাস্তবায়নের ঘোষণা দেন তার মূল শিরোনাম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। ১২ ডিসেম্বর ২০০৮ তারিখে ডিজিটাল বিপ্লবের ঘোষণা আসে । এ দিন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করা হয়। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়।[৩]

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস সম্পাদনা

২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১২টি ক্যাটাগরিতে মোট ৯ জন ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান করা হয়।[৪] পুরস্কারপ্রাপ্তরা হলেন:

এছাড়াও দিবসটি উদযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ও ইয়াং বাংলার আয়োজনে অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রোগ্রামিং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[১]

ডিজিটাল বাংলাদেশ দিবস সম্পাদনা

২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে উক্ত দিনকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৮ সাল থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি ডিজিটাল বাংলাদেশ দিবস নামে পালন করে আসছে।

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার সম্পাদনা

প্রতিবছর ডিজিটাল বাংলাদেশ দিবসে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালনের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান করে থাকে। ২০২১ সালে এ পুরস্কার প্রদান শুরু হয়।

কর্মসূচি সম্পাদনা

  • তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা
  • র‌্যালি
  • আলোচনা সভা
  • প্রযুক্তি বিষয়ক কর্মশালা[তথ্যসূত্র প্রয়োজন]

আরো পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর"দৈনিক যুগান্তর। ২৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  2. "ডিজিটাল বাংলাদেশ দিবস"তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  3. "'জাতীয় আইসিটি দিবস' পালনে মন্ত্রিসভার অনুমোদন"চ্যানেল আই। ২৭ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৯ 
  4. "আগামীকাল জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস"ডিএমপি নিউজ। ডিসেম্বর ১১, ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  5. "জাতীয় তথ্য-প্রযুক্তি দিবসে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদককে বিশেষ সম্মাননা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১২ ডিসে ২০১৭। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  6. "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার পেলেন তিন সাংবাদিক"দৈনিক প্রথম আলো। ১২ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩