মুহম্মদ খান
মুহম্মদ খান (১৪ সেপ্টেম্বর ১৯৮০) বাংলাদেশের একজন সাংবাদিক এবং উদ্যোক্তা। তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭ পেয়েছেন। [১][২][৩]
মুহম্মদ খান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সাংবাদিকতা |
পরিচিতির কারণ | সাংবাদিক |
অফিস | কালের কন্ঠ |
দাম্পত্য সঙ্গী | সাবেরা সাদাত সুরভী |
সন্তান | মানহা জুনাইরাহ খান |
পুরস্কার | জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার, ২০১৭ |
জন্ম ও পারিবারিক পরিচয়
সম্পাদনামুহম্মদ খানের জন্ম ১৯৮০ সালের ১৪ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলায়। পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চারিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম খান এবং মায়ের নাম হালিমা খাতুন। তিন বোন আর এক ভাই হিসেবে তিনি সর্বকনিষ্ঠ।
শিক্ষাজীবন
সম্পাদনামুন্সীগঞ্জ জেলার বিএইচএল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি পাশ করেন মুহম্মদ খান। পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
কর্মজীবন
সম্পাদনামুহম্মদ খান ১৯৯৯ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রদায়ক হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালের মার্চে দৈনিক আজকের কাগজের সহ-সম্পাদক এবং তথপ্রযুক্তি পাতার ইনচার্জ হিসেবে চাকুরি জীবন শুরু করেন তিনি। ২০০৫ সালের মার্চ থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত দৈনিক যায় যায় দিনের জ্যৈষ্ঠ সহ-সম্পাদক এবং তথ্যপ্রযুক্তি পাতার ইনচার্জ হিসেবে চাকুরি করেন মুহম্মদ খান। ২০০৬ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ জ্যৈষ্ঠ সহ-সম্পাদক এবং তথ্যপ্রযুক্তি পাতার ইনচার্জ হিসেবে চাকুরি শেষে ২০০৯ সালের জুলাই থেকে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কর্মরত আছেন। বর্তমানে তিনি এ পত্রিকার সহকারী ফিচার সম্পাদক এবং তথ্যপ্রযুক্তি ও টেলিকমসহ চারটি পাতা পরিচালনার দায়িত্ব পালন করছেন।[৪]
সাংবাদিক সংগঠন
সম্পাদনামুহম্মদ খান তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) প্রতিষ্ঠাতা সদস্য এবং একাধিকবারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। [৫]
প্রকাশিত গ্রন্থ
সম্পাদনাপারিবারিক জীবন
সম্পাদনামুহম্মদ খানের স্ত্রী প্রকৌশলী সাবেরা সাদাত সুরভী। এ দম্পতির একমাত্র সন্তান মানহা জুনাইরাহ খান।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার পেলেন তিন সাংবাদিক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ jugantor.com। "তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় পুরস্কৃত | আইটি বিশ্ব | Jugantor"। jugantor.com। ২০১৮-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার পেলেন তিন সাংবাদিক | daily nayadiganta" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "'জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার' পেল ৯ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠান | আইটি কর্ণার | The Daily Ittefaq"। ২০১৮-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "মুহম্মদ খান-সভাপতি, ওয়াশিকুর রহমান-সাধারণ সম্পাদক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৪।
- ↑ "জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার পেলেন মুহম্মদ খান" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "জাতীয় তথ্য-প্রযুক্তি দিবসে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদককে বিশেষ সম্মাননা"। ১২ ডিসেম্বর ২০১৭। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।