টেমপ্লেট আলোচনা:হিন্দু দর্শন

সাম্প্রতিক মন্তব্য: Robin Saha কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম পরিবর্তন" অনুচ্ছেদে

শিরোনাম পরিবর্তন সম্পাদনা

হিন্দু শব্দটি যখন একটি সম্প্রদায়কে নির্দেশ করে, তখন হিন্দু দর্শন বলতে কেবল আস্তিক দর্শনসমূহ বা ষড়দর্শন সমূহকে বুঝায়। আবার হিন্দু বলতে ভারতবর্ষকেও বুঝায়। সেক্ষেত্রে নাস্তিক দর্শনসমূহও এর অন্তর্ভুক্ত হয়। তাই বিভ্রান্তি এরাতে টেমপ্লেটটি ভারতীয় দর্শন করা হলো। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১৬:২৩, ৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Robin Saha হিন্দু বলতে ভারতবর্ষকেও বোঝায়? বলা বাহুল্য শিখ, যৈন, বুদ্ধ দর্শনও ভারতবর্ষ হতে উদ্ভুত হলেও তা হিন্দু দর্শন নয় তছাড়া ভারতীয় দর্শনের নামে আলাদা টেমপ্লেট আছে। সুতরাং নাম পরিবর্তন দরকার নেই। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৪:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
হিন্দু#হিন্দু শব্দের ব্যুৎপত্তি নিবন্ধের একটি অংশে যা লিখা আছে::
“বুৎপত্তিগতভাবে হিন্দু শব্দটি দ্বারা সিন্ধু নদের অববাহিকায় বসবাসরত সকলকে বোঝানো হয়। ভারতের সংবিধানে হিন্দু শব্দটি ব্যবহার করে যে কোন ভারতীয় ধর্মবিশ্বাসীকে (হিন্দুধর্ম, জৈনধর্ম, বৌদ্ধধর্ম বা শিখধর্ম) নির্দেশ করা হয়েছে। হিন্দু শব্দটি পরবর্তীতে মাঝে মাঝে ব্যবহার করা হয়েছিল কিছু সংস্কৃত লেখায় যেমন কাশ্মীরের বিখ্যাত লেখক কলহনের লেখা রাজতরঙ্গিনীতে (হিন্দুকা সি. ১৪৫০)। বিভিন্ন কবিরা হিন্দু ধর্মকে আলাদা করে ইসলাম ধর্ম (turaka dharma) থেকে ব্যাখ্যা করেছেন যেমন বিদ্যাপতি, কবির এব একনাথ। ১৬শ থেকে ১৮শ শতাব্দীতে বাংলা গৌড়ীয় বৈষ্ণব লেখায় যাতে চৈতন্যচরিতামৃত এবং চৈতন্যভাগবতেও একই ধরনের তুলনা করা হয়। ১৮শ শতাব্দীর শেষের দিকে, ইউরোপীয় ব্যবসায়ী ও ঔপনিবেশিকরা ভারতীয় ধর্মের অনুসারীদেরকে একত্রে (একক কোন ধর্মকে নয়) হিন্দাস হিসেবে নির্দেশ করে। ঊনবিংশ শতাব্দীতে Hinduism বা হিন্দুধর্ম শব্দটি ইংরেজি ভাষায় সূচিত হয় ভারতীয়দের ধর্ম বিশ্বাস, দর্শন এবং সংস্কৃতিকে বোঝানোর জন্য ।”
লেখাটির রেফারেন্স না থাকলেও লেখাটি সঠিক। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৭:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
[একটু সংশোধন করতে চাই। হিন্দু বলতে ভারতবর্ষ নয়, ভারতবর্ষের জনগোষ্ঠি বুঝায়। হিন্দুস্তান বলতে ভারতবর্ষকে বুঝায়] Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৮:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL ভাই, যদি আলোচনাটি আপনার নজরে এসে থাকে, যদি সঠিক বিবেচনা হয়, তাহলে কি পূর্বের অবস্থায় আনা যাবে?? কারণ এই টেমপ্লেটটা কয়েকটা নিবন্ধে ব্যবহার হয়েছিল। কিন্তু পরিবর্তন করার পর নিবন্ধে এর প্রয়োগ নষ্ট হয়ে গিয়েছে। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ১৭:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"হিন্দু দর্শন" পাতায় ফেরত যান।