Robin Saha:🎙
| ||
রাজর্ষি নিবন্ধ সম্পর্কে সম্পাদনা
দাদা "রাজর্ষি নিবন্ধের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু পুনঃনির্দেশ বাদ দিতে হবে। তানাহলে রাজর্ষি পাতা ঠিক করা যাচ্ছে না। Gc Ray (আলাপ) ১৩:০৫, ২১ মে ২০২৩ (ইউটিসি)
চিত্র প্রদর্শিত হচ্ছে না সম্পাদনা
পুনর্জন্ম#হিন্দুধর্ম নিবন্ধে একটি চিত্র প্রদর্শিত হচ্ছে না। দয়াকরে সাহায্য করুন। Gc Ray (আলাপ) ১৩:৪৫, ২১ মে ২০২৩ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ৩০ জুন ২০২৩ সম্পাদনা
~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৬, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)
- @FaysaLBinDaruL ভাই, আজাকিটি সম্পূর্ণ সঠিক নয়। এর দ্বিমত আছে। নিবন্ধের ভূমিকার শেষের দিক থেকে দ্বিতীয় অনুচ্ছদে কারণ দেওয়া আছে। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৮:২৬, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)
উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১) সম্পাদনা
প্রিয় Robin Saha, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।
বি.দ্র.
- আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
- কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
- আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন।
শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
পাণিনি সম্পাদনা
সূধি, শারদীয় এডিটাথনে আপনি (Pāṇini = পাণিনি) নামক নিবন্ধটি অনুবাদ ও মান উন্নয়ন করার ইচ্ছা পোষণ করেছিলেন । আগামী ৩১ তারিখে এডিটাথন শেষ হয়ে যাবে। এর আগে আপনার অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করে জমা দানের অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১১:৩৮, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন! সম্পাদনা
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।
কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৮, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)