জ্যাকপট (চলচ্চিত্র)
জ্যাকপট ২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতের পশ্চিমবঙ্গের একটি চলচ্চিত্র।এটি পরিচালনা করেন কৌশিক গাঙ্গুলি।চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেন হিরণ চট্টোপাধ্যায়,কোয়েল মল্লিক,রাহুল ব্যানার্জি এবং সুহিনি পল। [১][২][৩][৪] এটা ছিলো সুহিনি পলের চলচ্চিত্রে অভিষেকের পর তার দ্বিতীয় চলচ্চিত্র।[৫]
জ্যাকপট | |
---|---|
![]() জ্যাকপট চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | কৌশিক গাঙ্গুলি |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা,মাহেন্দ্র সনি |
শ্রেষ্ঠাংশে | হিরণ চট্টোপাধ্যায় কোয়েল মল্লিক রাহুল ব্যানার্জি সুহিনি পল |
সুরকার | জিৎ গাঙ্গুলি |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৮.৫ মিলিয়ন |
আয় | ₹ ৪.৭ মিলিয়ন |
কাহিনী সংক্ষেপসম্পাদনা
চলচ্চিত্রটি মূলত আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান,যেটি স্টার আনন্দ কর্তৃক আয়োজন করা হয়।এতে দু'জন ফাইনালিস্ট অর্ক(হিরণ চট্টোপাধ্যায়) ও ডুডো (রাহুল ব্যানার্জি) উভয়কে সাজনেকালি দুটি কাজ দিয়েছিলেন সম্পন্ন করতে।ডুডো পেয়েছিলেন ভাওয়ানিপুর পুলিশ স্টেশনের পুলিশ কনস্টেবল এর দায়িত্ব, অন্যদিকে অর্ক পেয়েছেন একজন গাড়ী চালকের দায়িত্ব। তাদের উভয়কেই দেওয়া হয়েছিল তিনদিন ও দুই রাত সময় তাদের দায়িত্ব পালন করে পুরস্কার হিসেবে ১ মিলিয়ন রুপি জিতে নেওয়ার জন্য।ঘটনাচক্রের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন শেষে উভয়েই ৫০ লাখ রুপি করে অর্জন করে এবং সেই অর্থগুলো দুজনেই মানসিক রোগী পিয়ুর চিকিৎসার জন্য দান করে দেয়।
কুশীলবসম্পাদনা
- হিরণ চট্টোপাধ্যায় - অর্ক চরিত্র
- কোয়েল মল্লিক - পিয়ু চরিত্র
- রাহুল ব্যানার্জি - ডুডো চরিত্র।
- সুহিনি পল - মিথু চরিত্র
- বিশ্বজিত চক্রবর্তী - পুলিশ ইন্সপেক্টর চরিত্র
- দেব - "জীবনে কি পাবো না" গানের নাচের দৃশ্যে
গানসম্পাদনা
সবগুলি গানের সুরকার জিৎ গাঙ্গুলি।
নং. | শিরোনাম | গান | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "জীবনে কি পাবো না" | শান | |
২. | "সেলিব্রিটি" | জুঁজো | |
৩. | "ভোলা যায় না" | নাচিকেতা চক্রবর্তী | |
৪. | "আড়াআড়ি" | শ্রেয়া ঘোষাল |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Hitting a jackpot? - ScreenIndia.Com"। www.screenindia.com। ২০১৩-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০।
- ↑ "TNZBlog"। blog.tollynewz.com। ২০০৯-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০।
- ↑ Nag, Kushali (১৬ জানুয়ারি ২০০৯)। "Reality on road"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০।
- ↑ "Road Romeo"। The Telegraph India। Calcutta (Kolkata)। ১৮ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০।
- ↑ "Kaushik Ganguly hits Jackpot"। www.kolkatablog.org। ২০০৯-০২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০।