জেমস ক্রোনিন
মার্কিন পদার্থবিজ্ঞানী
জেমস ওয়াটসন ক্রোনিন (২৯শে সেপ্টেম্বর, ১৯৩১ - ২৫ আগস্ট, ২০১৬[১]) একজন মার্কিন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। [২][৩] তার জন্ম ইলিনয়ের শিকাগো শহরে। ক্রোনিন ১৯৮০ সালে সহ গবেষক ভ্যাল লজ্স্ডন ফিচের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রাপ্তির কারণ ১৯৬৪ সালের একটি পরীক্ষণমূলক আবিষ্কার। তাদের সে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছিল, নির্দিষ্ট কিছু অতিপারমনবিক বিক্রিয়া মৌলিক প্রতিসাম্য নীতি লঙ্ঘন করে। আরো পরিষ্কার করে বললে, কেওন ক্ষয় বিষয়ক পরীক্ষণের মাধ্যমে তারা দেখিয়েছিলেন, একটি বিক্রিয়াকে উল্টোদিকে পরিচালিত করলে তারা মূল বিক্রিয়ার পথ যে হুবহু অনুসরণ করে কেবল তা-ই নয়, অতিপারমানবিক কণাগুলোর এ ধরনের মিথস্ক্রিয়া সময় নিরপেক্ষও বটে। এই প্রমাণের কারণেই সিপি লঙ্ঘন আবিষ্কৃত হয়।
জেমস ওয়াটসন ক্রোনিন | |
---|---|
![]() Cronin at the 2010 Lindau Nobel Laureate Meeting | |
জন্ম | |
মৃত্যু | ২৫ আগস্ট ২০১৬ সেন্ট পল, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৪)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | Southern Methodist University শিকাগো বিশ্ববিদ্যালয় (Ph.D.) |
পরিচিতির কারণ | Nuclear physics |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৮০ John Price Wetherill Medal ন্যাশনাল মেডেল অব সায়েন্স |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | শিকাগো বিশ্ববিদ্যালয় |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Nobel laureate, U of C professor emeritus James Cronin dead at 84"। ২০১৬-০৮-২৮।
- ↑ Watson, Alan (২০১৬)। "James Cronin (1931–2016) Particle physicist who helped to explain the dominance of matter in the Universe"। Nature। London: Springer Nature। 537 (7621): 489। ডিওআই:10.1038/537489a । পিএমআইডি 27652559। বিবকোড:2016Natur.537..489W।
- ↑ Watson, Alan (২০১৮)। "James Watson Cronin. 29 September 1931 — 25 August 2016"। Biographical Memoirs of Fellows of the Royal Society। 65: 47–70। আইএসএসএন 0080-4606। ডিওআই:10.1098/rsbm.2018.0021 ।
বহিঃসংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |