ভ্যাল লজ্স্ডন ফিচ
মার্কিন পদার্থবিজ্ঞানী
ভ্যাল লজ্স্ডন ফিচ (১০ই মার্চ, ১৯২৩ - ৫ ফেব্রুয়ারি, ২০১৫) একজন মার্কিন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। নেব্রাস্কা অঙ্গরাজ্যের মেরিম্যানে তার জন্ম এবং সেখানেই শৈশবকাল কেটেছে। তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৪৮ সালে, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ১৯৫৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পে কাজ করেছেন। ১৯৮০ সালে জেমস ক্রোনিনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কারণ ছিল, "নিরপেক্ষ কে-মেসন-এর ভাঙনের ক্ষেত্রে মৌলিক প্রতিসাম্য নীতির লঙ্ঘন আবিষ্কার।"
ভ্যাল লজ্স্ডন ফিচ | |
---|---|
![]() | |
জন্ম | মেরিম্যান, নেব্রাস্কা | ১০ মার্চ ১৯২৩
মৃত্যু | ফেব্রুয়ারি ৫, ২০১৫ প্রিন্সটন, নিউ জার্সি | (বয়স ৯১)
কর্মক্ষেত্র | কণা পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | কলাম্বিয়া ইউনিভার্সিটি ম্যাকগিল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Discovery of CP-violation |
উল্লেখযোগ্য পুরস্কার | আর্নেস্ট অর্লান্ডো লরেন্স অ্যাওয়ার্ড (১৯৬৮) John Price Wetherill Medal (1976) ![]() ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৩) |