জেটিক্স (ইংরেজি: Jetix) ছিলো একটি আন্তর্জাতিক শিশুতোষ বিনোদন ব্র্যান্ড যেটার মালিক ছিলো দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। জেটিক্স ব্র্যান্ডটি বিভিন্ন প্রোগ্রামিং ব্লক এবং টেলিভিশন চ্যানেলে ব্যবহার করা হয়েছিলো, যেগুলিতে অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার বিষয়ক অনুষ্ঠান প্রচারিত করতো।

জেটিক্স
উদ্বোধন১৪ ফেব্রুয়ারি ২০০৪; ২০ বছর আগে (2004-02-14) (একটি প্রোগ্রামিং ব্লক হিসেবে)
আগস্ট ২০০৪; ২০ বছর আগে (2004-08) (as a channel)
বন্ধ১৩ ফেব্রুয়ারি ২০০৯; ১৫ বছর আগে (2009-02-13)
(যুক্তরাষ্ট্রভিত্তিক প্রোগ্রামিং ব্লক)
১০ আগস্ট ২০১০; ১৪ বছর আগে (2010-08-10) (চ্যানেল)
১২ মার্চ ২০১১; ১৩ বছর আগে (2011-03-12)
(জেটিক্স প্লে)
মালিকানাএবিসি কেবল নেটওয়ার্কস গ্রুপ (উত্তর আমেরিকা)
দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি (লাতিন আমেরিকা)
জেটিক্স ইউরোপ এনভি (ইউরোপ, মধ্যপ্রাচ্য)
চিত্রের বিন্যাস৫৭৬আই (এসডিটিভি)
দেশযুক্তরাষ্ট্র
নেদারল্যান্ডস
আর্জেন্টিনা[]
ভাষা২০টির বেশি ভাষায় উপলব্ধ
প্রচারের স্থানবিশ্বব্যপি
প্রধান কার্যালয়বারব্যাঙ্ক, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক ব্লক)
বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা (লাতিন আমেরিকা চ্যানেল)[]
হিলভার্সাম, নেদারল্যান্ডস (ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা চ্যানেলসমূহ)
পূর্বতন নামফক্স কিডস (ইউরোপ, লাতিন আমেরিকা, এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
জেটিক্স প্লে (মধ্য ও পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা)
জিএক্সটি (ইতালি)
কে২ (ইতালি)
টাইমশিফ্‌ট সার্ভিসজেটিক্স +১ (যুক্তরাষ্ট্র ও ইতালি)
ওয়েবসাইটjetix.net (ইউরোপ)
jetixtv.com (লাতিন আমেরিকা)

জেটিক্স প্রথমত যুক্তরাষ্ট্রভিত্তিক টুন ডিজনিতে একটি প্রোগ্রামিং ব্লক হিসেবে চালু হয় ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে[] এবং ইউরোপে জেটিক্স চালু হয় সেই সালের এপ্রিল মাসে।[] ২০০৪ এর শেষ দিকে ফক্স কিডস এর নামে বিশ্বের সমস্ত চ্যানেল জেটিক্সের পরিবর্তন করা হয়েছিলো, প্রথমত ফ্রান্সের ফক্স কিডস বন্ধ হওয়ার পর এর যায়গায় জেটিক্সের সম্প্রচার শুরু হয় সেই সালের আগস্ট মাসে।[] এবং জার্মানির ফক্স কিডস ছিলো সবচেয়ে শেষটি যেটা জেটিক্সের পরিবর্তন করা হয়েছে ২০০৫ সালের জুনে।[]

এটি প্রচুর জনপ্রিয়তা পেতেও[] জেটিক্স ব্র্যান্ডটি পরে বাতিল করা হয় এবং ২০০৯ থেকে বিশ্বের সমস্ত জেটিক্স চ্যানেলসমূহ ডিজনি এক্সডি অথবা ডিজনি চ্যানেলের পরিবর্তন করা হয়েছে, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির ডিজনি, এবিসি, এবং ইএসপিএন ব্র্যান্ডের মনোনিবেশের কারণে।[][]

রাশিয়ায় সবচেয়ে শেষ জেটিক্স চ্যানেল, যেটা ডিজনি চ্যানেলের পরিবর্তন করা হয় ২০১০ সালের ১০ আগস্টে, এবং সেই সালের ১ সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের জেটিক্স প্লের বন্ধের পর[] জেটিক্স ব্র্যান্ডটি বিলুপ্ত হয়ে যায়।

ইতিহাস

সম্পাদনা

ব্র্যান্ডের উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে উদ্বোধন

সম্পাদনা

২০০৪ সালের জানুয়ারিতে ফক্স কিডস ইউরোপ, ফক্স কিডস লাতিন আমেরিকা, এবং এবিসি কেবল নেটওয়ার্কস গ্রুপ তাদের তখন বর্তমান কার্যক্রম একটি একক ব্র্যান্ড জেটিক্সের নামে পরিবর্তন করার রাজি হয়।[১০][১১] এটি তাদের তখন বর্তমান কার্যক্রম একটি একক সংস্থা হওয়ার সাহায্য করে। জেটিক্স নামটি এবিসি ফ্যামিলি এবং টুন ডিজনিতে প্রচারিত আনুষ্ঠানিক ব্লক, ইউরোপ এবং লাতিন আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেলসমূহ, এবং এটির আনুষ্ঠানিক লাইব্রেরী এবং মার্চেন্ডাইসিং এ ব্যবহার করা হয়েছে।[১০] যুক্তরাষ্ট্রের ফক্স কিডসের বন্ধের পর চ্যানেলে যা প্রচারিত হয়েছিলো বেশিরভাগ এবিসি ফ্যামিলি এবং টুন ডিজনিতে সম্প্রচার হওয়া শুরু হয়, তা হলেও আন্তর্জাতিক ফক্স কিডস চ্যানেলগুলো চলতে থাকলো।

কোম্পানিটি শিশুতোষ লক্ষ্য বিভাগের মধ্যে আন্তর্জাতিক গবেষণা করার পর জেটিক্স নামটি নির্বাচন করা হয়েছিলো। অনেকগুলো শিশুরা এই নামটি নির্বাচন করে যেহেতু এটি অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার বোঝায়, এবং এটির অস্পষ্টতার কারণে কোম্পানিটি এই নামটি আন্তর্জাতিকভাবে ব্যবহার করতে পেরেছে। ব্রুস স্টাইনবার্গ, ফক্স কিডস ইউরোপের চেয়ারম্যান এবং সিইও, বুঝিয়েছেন যে জেটিক্স ফক্স কিডস ইউরোপের ডিজনির সাথে অংশীদারত্ব অভেদ্য করতে সাহায্য করতে পারবে, সাথে তাদের আনুষ্ঠানিক লাইব্রেরী এবং ডিস্ট্রিবিউশন উদ্দেশ্যসাধন করতে থাকার জন্য আরও নতুন জোট বানাবে।[১২][১৩]

২০০৪ সালের ভালোবাসা দিবসে টুন ডিজনি এবং এবিসি ফ্যামিলি জেটিক্স এর উদ্বোধন করে, বিশ্বের প্রথম একইসঙ্গে অনলাইন এবং সম্প্রচার করা ট্রেডিং কার্ড গেম, জেটিক্স কার্ডস লাইভ, এর সাথে।[] এবিসি ফ্যামিলিতে জেটিক্স সপ্তাহের দিনে ইটি/পিটি সকাল ৭টা থেকে ৯টার পর্যন্ত এবং সপ্তাহান্তে সকাল ৭টার থেকে দুপুর ১২টার পর্যন্ত সম্প্রচার করেছিলো, এবং টুন ডিজনিতে প্রতিদিন ইটি/পিটি সন্ধ্যা ৭টার থেকে রাত ৯টার পর্যন্ত সম্প্রচার হতো।[১৪]

আন্তর্জাতিক বিস্তার এবং ফক্স কিডস থেকে জেটিক্সের পরিবর্তন

সম্পাদনা

যুক্তরাষ্ট্রের বাহিরে জেটিক্স একটি আনুষ্ঠানিক ব্লক হিসেবে ইউরোপভিত্তিক ফক্স কিডস চ্যানেলে প্রচারিত করা শুরু করে ২০০৪ সালের এপ্রিলে,[] সম্প্রচার করে সকাল এবং সন্ধ্যাবেলায়।[১৫]

জেটিক্স ব্র্যান্ডে রুপান্তর ২০০৪ সালের আগস্টে শুরু হয়, যখন ফক্স কিডসের ফরাসি চ্যানেলটির প্রতিস্থাপন করা হয়।[] সেই মাসে লাতিন আমেরিকায় জেটিক্স চালু হয়।[১৬] সেই সালের অক্টোবর মাসে জেটিক্স স্ক্যান্ডিনেভিয়ায় চালু হয়, এবং ২০০৫ সালের জানুয়ারিতে বেশিরভাগ ইউরোপীয় দেশে জেটিক্স স্থাপিত হয়। সেই সালের ফেব্রুয়ারিতে জেটিক্স নেদারল্যান্ডসে চালু হয়, এবং মার্চ মাসে ইতালি এবং ইসরায়েলে চালু হয়। ফক্স কিডস থেকে জেটিক্সে রুপান্তর শেষ হয় ২০০৫ সালের জুনে, যখন জার্মানির ফক্স কিডস জেটিক্সের রুপে পরিবর্তন করা হয়।[১৭]

এছাড়াও, মধ্য পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ফক্স কিডস প্লে চ্যানেলগুলো জেটিক্স প্লের পরিবর্তন করা হয় ২০০৫ সালের ১ জানুয়ারিতে।[১৮]

নতুন জেটিক্স ব্র্যান্ডটি এবিসির স্থানীয় কেবল নেটওয়ার্কের শিশুতোষ অনুষ্ঠান বিভাগ, ফক্স কিডস ইউরোপ, এবং ফক্স কিডস লাতিন আমেরিকাকে একটি আনুষ্ঠানিক জোটের হিসেবে একসাথে এনেছে। জেটিক্স ইউরোপের প্রথম কো-প্রোডাকশন ছিলো ২০০৫ সালের উইচ এবং সুপার রোবট মাঙ্কি টিম হাইপারফোর্স গো, এবং পরের সালে গেট এড এবং ইন ইয়াং ইও

জেটিক্সের ভাগ্য

সম্পাদনা

২০০৬ সালের শরৎকালে এবিসি ফ্যামিলিতে জেটিক্স ব্লক বন্ধ হওয়ার পর টুন ডিজনি হয়ে গেল জেটিক্স একমাত্র জায়গা।[১৯] কিন্ত, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ডিজনি এক্সডির উদ্বোধন হওয়ার পর্যন্ত জেটিক্স টুন ডিজনির উল্লেখযোগ্য সময় নিয়ে প্রচারিত করতে থাকলো।[২০]

ডিজনি এক্সডি জেটিক্সের থেকে একটু আলাদা হওয়ার কথা ছিলো; চ্যানেলটি বেশিরভাগ ছেলেদের লক্ষ্য করেই সম্প্রচার করবে, কিন্ত এটিতে আরও ডিজনির ব্যানারে লাইভ-অ্যাকশন অনুষ্ঠান এবং ছেলেদের এবং মেয়েদের জন্য ডিজনির অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত করবে, এবং কার্যকরভাবে টুন ডিজনিকে স্থানান্তর করবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে এই নতুন ব্র্যান্ডটি "৬ থেকে ১৪ বছরের ছেলেদের লক্ষ্য করে অ্যাডভেঞ্চার, গেমিং, সংগীত, ক্রিড়াসহ নানা রকমের অনুষ্ঠান প্রচারিত করবে।"

২০০৮ সালের ৮ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ডিজনি এক্সডির উদ্বোধনের কিছু মাস আগে, ডিজনি জেটিক্স ইউরোপে এটির ভাগ ৯৬ শতাংশে বাড়ানোর ঘোষণা দেন, পুরো কোম্পানি কিনে নেওয়ার উদ্দেশ্যে, কার্যকরভাবে শেষ হয় জেটিক্স ইউরোপের স্বশাসন।[২১] ডিজনি এই কোম্পানিটির পুরো নিয়ন্ত্রণ এবং সমস্ত ইউরোপীয় জেটিক্স চ্যানেলগুলো ডিজনির অংশ বানাতে চেয়েছিলো, বিশেষভাবে যে এটি ডিজনিকে এটির চ্যানেলের জন্য একক সংস্থা রাখতে ক্ষমতা দেয়। জেটিক্স ব্র্যান্ডটি বন্ধ হওয়ার কারণে জেটিক্স ইউরোপের সিইও, পল টেলর, পদত্যাগ করেন। ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারিতে জন হার্ডি, ডিজনি চ্যানেলস ইএমইএ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জেটিক্স ইউরোপের সিইও হন, তারপরে সেই সালের জুন মাসে তিনি আইটিএনের জন্যে ডিজনির থেকে চলে যান, এবং তাঁর যায়গায় জোর্জিও স্টক সিইও হন, যিনি তারপরে টার্নার ব্রডকাস্টিং সিস্টেম ইউরোপ এর হেড হন।[২২]

২০০৮ সালের জুন মাসে, ডিজনি ফ্রান্স ঘোষণা দেন যে ডিজনি চ্যানেল এবং জেটিক্সের ফরাসি চ্যানেলগুলোর কার্যক্রম একত্রিত হবে। ওই সময়ে জেটিক্স পতনশীল ক্যারিয়েজ রেটস সহ্য করছিলো এবং দীর্ঘস্থায়ী আলোচনার পর কানালস্যাট থেকে চলে যাওয়ার কাছাকাছি ছিলো। ২০০৯ সালের ১ এপ্রিলে জেটিক্স ফ্রান্স হয়ে গেলো ডিজনি এক্সডির পরিবর্তন হওয়ার প্রথম ইউরোপীয় জেটিক্স চ্যানেল।[২৩][২৪]

যে দেশগুলিতে যেখানে ডিজনি চ্যানেল নেই, সে দেশগুলোর জেটিক্স চ্যানেলগুলো ডিজনি চ্যানেলের পরিবর্তন হয় (যেমন মধ্য পূর্ব ইউরোপ এবং হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, ও স্লোভাকিয়ার চ্যানেলগুলো)। বিশ্বের সবচেয়ে শেষ মূল জেটিক্স চ্যানেল, জেটিক্স রাশিয়া, ডিজনি চ্যানেলের পরিবর্তন করা হয় ২০১০ সালের ১০ আগস্টে। যে দেশগুলিতে যেখানে জেটিক্স প্লে সম্প্রচার হয়েছিলো, সেখানে জেটিক্স প্লে প্লেহাউজ ডিজনির পরিবর্তন করা হয়েছে। কিন্ত এটির সাথে মূল জেটিক্স চ্যানেলগুলি পরিবর্তন হয়নি, সেটা ২০১০ এবং ২০১১ সালের মাঝখানে হয়েছিলো, এক সময়ে এক জায়গায়।[১৮][২৫]

ইতালিতে ফ্রাঞ্চেস্কো নেসপেগা, জেটিক্স ইতালির ম্যানেজিং ডিরেক্টর, একটি ব্যবস্থাপনা খরচে নেতৃত্ব করেছিলেন, এবং জেটিক্স ইতালির নাম সুইচওভার মিডিয়ায় পরিবর্তন করা হয়। সেটা এখন যে দুটি চ্যানেল চালায় যেগুলো জেটিক্স ইতালি চালাতো, কে২ এবং জিএক্সটি। কিন্ত মূল জেটিক্স ইতালি চ্যানেলটি ডিজনির অংশ রয়ে গেলো, এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে এটিকে ডিজনি এক্সডির পরিবর্তন করা হয়।[২৬]

চ্যানেলসমূহ

সম্পাদনা
মার্কেট ধরন পূর্বে (ফক্স কিডস) স্থাপনের তারিখ[২৭] প্রতিস্থাপন প্রতিস্থাপনের তারিখ
কানাডা ফ্যামিলি চ্যানেলে ব্লক পাওয়ার বক্স ১০ সেপ্টেম্বর ২০০৬[২৮] বিলুপ্ত ১ আগস্ট ২০০৯
যুক্তরাষ্ট্র এবিসি ফ্যামিলিতে সকাল বেলার ব্লক নামহীন শিশুতোষ অ্যাকশন/অ্যাডভেঞ্চার ব্লক (এবিসি ফ্যামিলি অ্যাকশন ব্লক নামে পরিচিত) ১৪ ফেব্রুয়ারি ২০০৪[] বিলুপ্ত শরৎকাল ২০০৬[২৯]
টুন ডিজনিতে প্রাইম টাইম ব্লক নেই ১৪ ফেব্রুয়ারি ২০০৪[] টুন ডিজনির সাথে যোগ হয়ে ডিজনি এক্সডি হয়ে যায় ১৩ ফেব্রুয়ারি ২০০৯[৩০]
ইতালি চ্যানেল ফক্স কিডস (এপ্রিল ২০০০)[২৭] মার্চ ২০০৫[৩১] ডিজনি এক্সডি সেপ্টেম্বর ২০০৯[৩২]
লাতিন আমেরিকা (নভেম্বর ১৯৯৬)[৩৩]
আগস্ট ২০০৪[১৬]
৩ জুলাই ২০০৯[৩৪]
জাপান টুন ডিজনি জাপানে ব্লক নেই ডিসেম্বর ২০০৫[৩৫] ৯ আগস্ট ২০০৯[৩৬]
ভারত স্টার ওয়ানে সপ্তাহান্তের ব্লক ২ জুলাই ২০০৫[৩৭] ডিজনি এক্সডি শরৎকাল ২০০৯
মধ্য এবং পূর্ব ইউরোপ চ্যানেল ফক্স কিডস (১ এপ্রিল ১৯৯৯)
১ জানুয়ারি ২০০৫[৩১]
ডিজনি চ্যানেল ১৯ সেপ্টেম্বর ২০০৯[৩৮]
যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড (১৯ অক্টোবর ১৯৯৬)[৩৯]
জানুয়ারি ২০০৫[১২]
ডিজনি এক্সডি শরৎকাল ২০০৯[৪০]
ফক্স কিডসে ব্লক এপ্রিল ২০০৪[৪০] জেটিক্স জানুয়ারি ২০০৫[১২]
নেদারল্যান্ডস চ্যানেল ফেব্রুয়ারি ২০০৫[৩১] ডিজনি এক্সডি ১ জানুয়ারি ২০১০[৪১]
ফ্রান্স (নভেম্বর ১৯৯৭)
আগস্ট ২০০৪[]
১ এপ্রিল ২০০৯[৪২]
পোল্যান্ড (১৮ এপ্রিল ১৯৯৮[৪৩])
জানুয়ারি ২০০৫[৩১]
১৮ সেপ্টেম্বর ২০০৯[৪৪][৪৫]
পোলস্যাটে ব্লক (মে ১৯৯৮[৪৬]) নেই
হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া চ্যানেল (সেপ্টেম্বর ২০০০)
জানুয়ারি ২০০৫[৩১]
ডিজনি চ্যানেল (হাঙ্গেরি), ডিজনি চ্যানেল (চেক প্রজাতন্ত্র), ডিজনি চ্যানেল স্লোভাকিয়া সেপ্টেম্বর ২০০৯[৪৭][৪৮][৪৯]
ফক্স কিডসে ব্লক এপ্রিল ২০০৪ নেই জানুয়ারি ২০০৫
হাঙ্গেরি টিভি২তে ব্লক নেই (২০০৩[৫০])
মাজ্যার টিভিতে ব্লক (২০০০[৫১])
অস্ট্রেলিয়া ডিজনি চ্যানেলে ব্লক সেপ্টেম্বর ২০০৪ বিলুপ্ত মার্চ ২০০৯
স্ক্যান্ডিনেভিয়া ব্লক ফক্স কিডস (মে ১৯৯৮[৪৬] ) নেই ১২ সেপ্টেম্বর ২০০৯
চ্যানেল (১২ ফেব্রুয়ারি ১৯৯৮[৪৩]) অক্টোবর ২০০৪[৩১] ডিজনি এক্সডি ১২ সেপ্টেম্বর ২০০৯[৫২]
স্পেন ব্লক (মে ১৯৯৮[৪৬]) নেই
চ্যানেল (ডিসেম্বর ১৯৯৮) জানুয়ারি ২০০৫[৩১] ডিজনি এক্সডি সেপ্টেম্বর ২০০৯[৫৩]
দক্ষিণ কোরিয়া চ্যাম্পে ব্লক মে ২০০৫[৫৪] নেই ২০০৯
জার্মানি চ্যানেল ফক্স কিডস (অক্টোবর ২০০০)[৫৫]
১০ জুন ২০০৫[৫৬]
ডিজনি এক্সডি অক্টোবর ২০০৯[৫৭]
কাবেল ১ এ শনিবার সকালে প্রচারিত ব্লক নেই ৩০ অক্টোবর ২০০৪[৫৮] নেই
তুরস্ক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা চ্যানেল ফক্স কিডস (নভেম্বর ২০০০[৫৫])
জানুয়ারি ২০০৫[৩১]
ডিজনি এক্সডি অক্টোবর ২০১০[৫৯]
তুরস্ক শো টিভিতে ব্লক নেই (২০০০[৫১]) নেই
বুলগেরিয়া বালকান নিউজে ব্লক (২০০০[৫১])
চ্যানেল ফক্স কিডস ২০০৩ ডিজনি চ্যানেল (বুলগেরিয়া) সেপ্টেম্বর ২০০৯[৬০]
ইসরায়েল (ফেব্রুয়ারি ২০১১[৫৫])
মার্চ ২০০৫[৩১]
ডিজনি চ্যানেল (ইসরায়েল) ৯ সেপ্টেম্বর ২০০৯
গ্রিস (অক্টোবর ২০১১)
জানুয়ারি ২০০৫[৩১]
ডিজনি এক্সডি ২০০৯[৬১]
রাশিয়া চ্যানেল এবং রেন টিভিতে ব্লক (২০০১, চ্যানেল; ২০০২, ব্লক)[৫০]
২০০৫
ডিজনি চ্যানেল (রাশিয়া) ১০ আগস্ট ২০১০[]
ভিয়েতনাম ভিটিভিতে ব্লক নেই নভেম্বর ২০০৫[৬২] বিলুপ্ত
কাজাখস্তান কেটিকেতে ব্লক 2006[৬৩]

অন্যান্য

সম্পাদনা
মার্কেট নাম ধরন পূর্বে স্থাপনের তারিখ[২৭] প্রতিস্থাপন প্রতিস্থাপনের তারিখ
মধ্য পূর্ব ইউরোপ জেটিক্স প্লে চ্যানেল ফক্স কিডস প্লে অক্টোবর ২০০৩[২৭] প্লেহাউজ ডিজনি ১ আগস্ট ২০১০ (রোমানিয়া ছাড়া বাকি সব দেশে)
১২ মার্চ ২০১১ (রোমানিয়া)
ভারত জেটিক্স অ্যাকশন স্টেশন টুন ডিজনি ভারতে সপ্তাহান্তের ব্লক ডিসেম্বর ২০০৪[৩৭] ডিজনি এক্সডি (ভারত) ১৪ নভেম্বর ২০০৯[৬৪]
ইতালি জিএক্সটি চ্যানেল মে ২০০৫[৬৫] বিক্রীত জুন ২০০৯[৬৬]
কে২ সিন্ডিকেটেড ব্লক / চ্যানেল ফক্স কিডস ২০০২[৫০]/২০০৯[৬৭]
পোল্যান্ড জেটিক্স প্লে চ্যানেল ফক্স কিডস প্লে নভেম্বর ২০০৩ প্লেহাউজ ডিজনি ৩১ জুলাই ২০১০[১৮]
চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া ২০১০[১৮]
তুরস্ক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ২০০৪ ডিজনি জুনিয়র ১ জুন ২০১১[৬৮]
যুক্তরাজ্য ১ জানুয়ারি ২০০৫ ১ আগস্ট ২০১০[৬৮]
জেটিক্স +১ টাইমশিফ্ট সার্ভিস ফক্স কিডস +১ জেটিক্স ইউকের মত ডিজনি এক্সডি +১ জেটিক্স ইউকের মত
রাশিয়া জেটিক্স প্লে চ্যানেল বিলুপ্ত ২০১০[৬৮]
স্পেন জেটিক্স ম্যাক্স জেটিক্সে সপ্তাহের দিনের সন্ধ্যাবেলায় প্রচারিত করা ব্লক[৬৯]
+১ টাইমশিফ্ট সার্ভিস জুন ২০০৬ ডিজনি এক্সডি +১ জেটিক্স স্পেনের মত
মধ্য এবং পূর্ব ইউরোপ জেটিক্স ম্যাক্স জেটিক্সে ব্লক[৭০]

জেটিক্স প্লে

সম্পাদনা
জেটিক্স প্লে
 
উদ্বোধনজানুয়ারি ২০০৩ (পোল্যান্ড)
অক্টোবর ২০০৩ (মধ্য ও পূর্ব ইউরোপ এবং তুরস্ক, তারপরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়)
বন্ধ৩১ জুলাই ২০১০ (মধ্য ও পূর্ব ইউরোপ)
১ সেপ্টেম্বর ২০১০ (তুরস্ক)
১২ মার্চ ২০১১ (রোমানিয়া)
নেটওয়ার্কজেটিক্স
মালিকানাজেটিক্স ইউরোপ
চিত্রের বিন্যাস৫৭৬আই (এসডিটিভি)
দেশযুক্তরাজ্য[৭১][৭২]
ভাষাইংরেজি, পোলীয়, রোমানীয়[৭৩] (কিছু সময়ের জন্য), তুর্কি, রুশ
প্রচারের স্থানসিইই এবং মেনা
প্রধান কার্যালয়৩৩৮ ইউস্টন রোড, লন্ডন, যুক্তরাজ্য[৭১][৭২]
পূর্বতন নামফক্স কিডস প্লে
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
জেটিক্স
ওয়েবসাইটweb.archive.org/web/20090117151205/http://jetixplay.tv (আর্কাইভ করা)

জেটিক্স প্লে (পূর্বে ফক্স কিডস প্লে) ছিলো একটি জেটিক্স ইউরোপের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত শিশুতোষ ব্র্যান্ড। এটি বেশিরভাগ জেটিক্সের ভ্রাতৃপ্রতিম চ্যানেল হিসেবে চলতো।

চ্যানেল হিসেবে

সম্পাদনা

সিইই এবং মেনার দেশসমূহে জেটিক্স প্লে জেটিক্সের ভ্রাতৃপ্রতিম চ্যানেল হিসেবে চলতো। চ্যানেলটি পোল্যান্ডে ২০০৩ সালের জানুয়ারিতে উদ্বোধন হয় ফক্স কিডস প্লের নামে,[৭৪] এবং সেই সালের অক্টোবর মাসে সিইই (রাশিয়া সহ) এবং মেনা (তুরস্ক সহ) দেশগুলিতে চ্যানেলটির উদ্বোধন হয়। ২০০৫ সালের ১ জানুয়ারিতে ফক্স কিডস প্লে জেটিক্স প্লের পরিবর্তন করা হয়।[৭৫]

ফক্স কিডস প্লে এবং জেটিক্স প্লে প্রতিদিন ১২ ঘণ্টার জন্য সকাল ৬টার থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত সম্প্রচার করতো। ২০০৮ সালের ১ নভেম্বরে জেটিক্স প্লের সম্প্রচারের সময় ১৭ ঘণ্টার কাছাকাছি বাড়ানো হয়, সকাল ৬টার থেকে রাত পৌনে এগারোটার পর্যন্ত।[৭৬]

জেটিক্স প্লে জেটিক্সের থেকে আরও ছোট বয়সের ছেলেমেয়েদের লক্ষ্য করে সম্প্রচার করতো এবং সাবান এন্টারটেইনমেন্ট/এবিসি ফ্যামিলি ওয়ার্ল্ডওয়াইডের থেকে পুরোনো কার্টুন এবং অন্যান্য অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত করতো, সাথে কিছু ডিক এন্টারটেইনমেন্টের থেকে অনুষ্ঠান প্রচারিত করতো।

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি জেটিক্স ইউরোপের মালিকানা বাড়ানোর পরে জেটিক্স প্লে চ্যানেলগুলোকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। ২০১০ সালের ১ আগস্টে সিইই এবং পোলীয় ফিডগুলি বন্ধ হয়ে যায়, সেই সালের ১ সেপ্টেম্বরে তুরস্কতেও বন্ধ হয়, এবং শেষে রোমানিয়ায় জেটিক্স প্লে বন্ধ করা হয় ২০১০ সালের ১২ মার্চে।[১৮][৬৮][৭৭] বেশিরভাগ অঞ্চলে চ্যানেলটি প্লেহাউজ ডিজনি/ডিজনি জুনিয়রের পরিবর্তন করা হয়।

ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস হিসেবে

সম্পাদনা

২০০৩ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে ফক্স কিডস ইউরোপ ফক্স কিডস প্লের নামে টেলিওয়েস্ট একটি ইন্টারঅ্যাক্টিভ ভিডিও অন ডিম্যান্ড সার্ভিস উদ্বোধন করে।[৭৮] সার্ভিসটি স্কাই ডিজিটালে চালু হয় ২০০৪ সালের মার্চে।

আনুষ্ঠানিক ব্লক হিসেবে

সম্পাদনা

নেদারল্যান্ডসে জেটিক্স প্লে ছিলো একটি জেটিক্সে প্রচারিত সকাল বেলার ব্লক যেটা ছোট বয়সের শিশুদের লক্ষ্য করে সম্প্রচার করতো।[৭৯] ২০০৬ থেকে ২০০৭ সালের পর্যন্ত রোমানিয়া এবং অন্যান্য সিইই দেশগুলিতে জেটিক্স প্লে ছিলো একটি আনুষ্ঠানিক ব্লক যেটায় সাবান/এবিসি ফ্যামিলির থেকে পুরোনো অ্যানিমেটেড অনুষ্ঠান প্রচারিত হতো।[৮০][৮১][৮২]

অনুষ্ঠানসমূহ

সম্পাদনা

জেটিক্স বেশিরভাগ ডিজনির সাবান এন্টারটেইনমেন্টের অনুষ্ঠানসমূহের মালিকানায় নির্মাণ করা হয়েছিলো, যেটায় মার্ভেল প্রোডাকশনসের অনুষ্ঠানসমূহ অন্তর্ভুক্ত ছিলো। বেশিরভাগ অ্যাকশন-অ্যাডভেঞ্চার অনুষ্ঠান প্রচারিত করতেও জেটিক্সের চ্যানেলসমূহ এবং ব্লকসমূহ শুধু এই বিভাগ থেকে অনুষ্ঠান প্রচারিত করেনি। অধিকন্তে জেটিক্স অন্যান্য পরিচালক এবং ডিস্ট্রিবিউটর থেকে অনুষ্ঠান প্রচারিত করেছে।[৮৩]

জেটিক্স অ্যানিমেশন কনসেপ্টস ছিলো এবিসি নেটওয়ার্কস গ্রুপ এবং জেটিক্স বিশ্বব্যপি গ্রুপের জেটিক্স জন্য তৈরি করা অ্যানিমেশনের একটি ব্র্যান্ড।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Archived copy"www.jetixtv.com। ১৪ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  2. বল, রায়ান (১৩ ফেব্রুয়ারি ২০০৪)। "Toon Disney Launches Jetix, Live Card Game"অ্যানিমেশন ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  3. "Postul TV Fox Kids Romania a devenit Jetix Romania" 
  4. campaignlive.co.uk. (২০ আগস্ট ২০০৪) Fox Kids Europe becomes Jetix to appeal to boys. ব্র্যান্ড রিপাবলিক.
  5. "Archived copy" (পিডিএফ)www.jetixeurope.com। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  6. "ANNUAL RESULTS 2008" (পিডিএফ)। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  7. "The Walt Disney Company To Acquire Outstanding Shares Of Jetix Europe"। ৭ ডিসেম্বর ২০০৮। 
  8. "Disney moves for Jetix Europe takeover"মিডিয়া উইক ইউকে। ৮ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  9. "TV Channel: Disney Channel (Russia)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ১২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  10. এডমান্ডস, মার্লিন (৯ জানুয়ারি ২০০৪)। "Fox Kids, ABC cable jet to int'l Jetix kidvid pact"ডেলি ভ্যারাইটি। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২ 
  11. ডেরিক, স্টুয়ার্ট (২২ মার্চ ২০০৪)। "Licensing: Fox Kids readies a European shake-up"মার্কেটিং ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  12. ওয়েলশ, জেমস (৯ জানুয়ারি ২০০৪)। "Fox Kids to be rebranded as Jetix"ডিজিটাল স্পাই। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২ 
  13. বল, রায়ান (৯ জানুয়ারি ২০০৪)। "ABC, Fox Kids Launch Action Blocks"অ্যানিমেশন ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২ 
  14. Umstead, R. Thomas (১৯ মার্চ ২০০৪)। "Disney Nets Bolster 'Jetix' Block"মাল্টিচ্যানেল নিউজ। ৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২ 
  15. "Fox Kids UK to change its name to Jetix"Marketingweek.com। ২৫ মার্চ ২০০৪। 
  16. এস্পোসিতো, মারিয়া (১৫ জুলাই ২০০৪)। "Fox Kids Europe becomes Jetix"সি২১মিডিয়া। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  17. "Wayback Machine" (পিডিএফ)। ১৯ অক্টোবর ২০১৪। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  18. শেভচিক, লুকাশ (১৩ জুলাই ২০১০)। "Soon, a new Disney channel in Poland"media2.pl (পোলিশ ভাষায়)। ২৩ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  19. "Disney ABC Kids Networks Unveils 2006-7 Programming Slate"অ্যানিমেশন ওয়ার্ল্ড নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  20. "Disney XD Unwraps On Friday The 13 th - 2009-01-07 09:10:00 | Multichannel News"। ১৬ জুন ২০১১। ১৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  21. "Disney moves for Jetix Europe takeover"ক্যামপেইন লাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  22. "John Hardie CEO ::: Jetix"web.archive.org। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  23. "Jetix and Disney integrate French operations"ব্রডব্যান্ড টিভি নিউজ (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  24. "French Jetix becomes Disney XD"ব্রডব্যান্ড টিভি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  25. "Disney replaces Jetix in Russia, Ukraine and Belarus"ডিজিটাল টিভি ইউরোপ (ইংরেজি ভাষায়)। ১১ আগস্ট ২০১০। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  26. "Jetix Italy Announces Management Buyout"অ্যানিমেশন ওয়ার্ল্ড নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  27. "2008" (পিডিএফ)অ্যানুয়াল রিপোর্টস। জেটিক্স ইউরোপ এনভি। পৃষ্ঠা ১৬। ২০১৪-১০-১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  28. "Disney"Channels in portofolio। ইনার কনসাল্টিং গ্রুপ। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  29. Baisley, Sarah (৯ ফেব্রুয়ারি ২০০৬)। "Disney ABC Kids Networks Unveils 2006-7 Programming Slate"অ্যানিমেশন ওয়ার্ল্ড নেটওয়ার্ক। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  30. Haugsted, Linda (৭ জানুয়ারি ২০০৯)। "Disney XD Unwraps on Friday the 13th (Archive)"মাল্টিচ্যানেল নিউজ। ১৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  31. "Financial Results –Six Months to March 31, 2005" (পিডিএফ)। জেটিক্স ইউরোপ এনভি। ৯ জুন ২০০৫। পৃষ্ঠা ৫। এপ্রিল ২৬, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  32. "TV Channel: Disney XD (Italy)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  33. "Company Town Annex: Fox to Launch Kids Channel in Latin America"লস অ্যাঞ্জেলেস টাইমস। ২ অক্টোবর ১৯৯৬। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  34. "Disney XD arrives and bring you all programming"anmtv (স্পেনীয় ভাষায়)। জুন ২০০৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২  অনুবাদ.
  35. Lees, Nancy (১ নভেম্বর ২০০৫)। "Sav! and Jetix move to the Far East with Oban"। কিড স্ক্রিন। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  36. শিলিং, মার্ক (৭ জুন ২০০৯)। "Disney XD to launch in Japan"ভ্যারাইটি। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  37. "Buena Vista inks deal with Star One for 'Jetix' block"। ইন্ডিয়ান টেলিভিশন। ৬ জুন ২০০৫। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  38. "TV Channel: Disney Channel (version in Romanian)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  39. "Fox kids network launches its first-ever european children's channel" (সংবাদ বিজ্ঞপ্তি)। ফক্স ব্রডকাস্টিং। 2013 PR Newswire। ৫ সেপ্টেম্বর ১৯৯৬। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  40. ওয়েলশ, জেমস (৫ মার্চ ২০০৯)। "Jetix to become Disney XD"ভিজিটার স্পাই। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  41. Briel, Robert (২৫ নভেম্বর ২০০৯)। "January launch for Dutch Disney XD"ব্রডব্যান্ড টিভি নিউজ। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  42. "French Jetix becomes Disney XD"। ব্রডব্যান্ড টিভি নিউজ। ১৬ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  43. "Six European language strands for Fox Kids"স্ক্রিন ডাইজেস্ট। ১ মার্চ ১৯৯৮। ১১ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  44. "TV Channel: Disney XD (version in Polish)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ১৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  45. "Disney XD po wakacjach"Media2.pl (পোলিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  46. "News From MIP"অ্যানিমেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন। মে ১৯৯৮। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  47. "TV Channel: Disney Channel (version in Hungarian)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  48. "TV Channel: Disney Channel (version in Slovak)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  49. "TV Channel: Disney Channel (version in Czech)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  50. "Our History"অ্যানুয়াল রিপোর্ট ২০০৪। জেটিক্স ইউরোপ। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  51. "Operating Review: Programme Distribution"অ্যানুয়াল রিপোর্ট ২০০০। ফক্স কিডস ইউরোপ। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  52. "TV Channel: Disney XD (version in Norwegian)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  53. "Nuevo Canal DISNEY XD"। ocioyviajes.net। ১ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  54. Baisley, Sarah (২১ এপ্রিল ২০০৫)। "Jetix Block To Premiere On New Animation Channel In South Korea"অ্যানিমেশন ওয়ার্ল্ড নেটওয়ার্ক। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  55. "Channels"অ্যানুয়াল রিপোর্ট ২০০১। ফক্স কিডস ইউরোপ এনভি। ১২ ডিসেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  56. মেজা, এড (২৯ এপ্রিল ২০০৫)। "Jetix brand rolls on"ডেলি ভ্যারাইটি। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  57. Briel, Robert (১০ জুন ২০০৯)। "October launch for German Disney XD"। ব্রডব্যান্ড টিভি নিউজ। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  58. বল, রায়ান (১৯ জানুয়ারি ২০০৫)। "BVITV, ProSieben Sign New Licensing Pact"অ্যানিমেশন ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  59. "TV Channel: Disney XD (version in Turkish)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  60. "TV Channel: Disney Channel (version in Bulgarian)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  61. "TV Channel: Disney XD (version in Greek)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  62. "Disney's BVITV-AP brings 'Toon Disney' block to Vietnam"। ইন্ডিয়ান টেলিভিশন। ১ ফেব্রুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  63. "KTK Kazakhstan, BVITV ink deal for 'Desperate Housewives'"। ইন্ডিয়ান টেলিভিশন। ৫ এপ্রিল ২০০৬। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  64. "Jetix rebrands to Disney XD in India"। ইন্ডিয়ান টেলিভিশন। ১২ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  65. Lees, Nancy (১ অক্টোবর ২০০৫)। "Got it Need it: Jetix tests the waters beyond boys action with a pilot teen channel in Italy"। কিড স্ক্রিন। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  66. "Jetix Italy bosses buy GXT and K2 channels"। ডিজিটাল টিভি ইউরোপ। ১৬ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  67. "TV Channel: K2 (Italy)"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  68. "Jetix Play"মাভিসে। ইউরপীয় অডিওভিজ্যুয়াল মানমন্দির। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  69. Mayorga, Emilio (১৯ সেপ্টেম্বর ২০০৬)। "Cuatro buys Japanese toon 'Pretty Cure'"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  70. Loveday, Samantha (৪ নভেম্বর ২০০৮)। "Jetix CEE scoops gold at Promax Awards"Licensing.biz। ২৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২ 
  71. "Archived copy"www.port.ro। ৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  72. "Archived copy"www.foxkidseurope.com। ২৭ নভেম্বর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  73. "Media & Marketing: Postul TV Jetix Play lanseaza anul viitor varianta in limba romana" 
  74. https://web.archive.org/web/20070330105233mp_/http://www.jetixeurope.com/site/investor_relations/annual_report/2006/pdf/JETIXRA2006web.pdf
  75. মারৎসিন, শুমিখোরা। ""Jetix" zamiast Fox Kids"virtualnemedia 
  76. "Jetix Play [18.09.2009] - Start of broadcasting [English audio]"ইউটিউব। ১২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  77. "Change Log - KingOfSat" 
  78. "Fox Kids Europe launches iTV games channel on Telewest"নিউ মিডিয়া এজ। ১৭ জুলাই ২০০৩। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  79. গোস্টআর্কাইভ এবং ওয়েব্যাক মেশিনে আর্কাইভ করা: "[ARCHIEF] Jetix Nederland - Jetix Play Promo"ইউটিউব 
  80. "Jetix Romania a lansat blocul Jetix Play pentru cei mai mici telespectatori"সিনেমাজিয়া। ৭ এপ্রিল ২০০৬। 
  81. "Élt 4 évet: JETIX, a Fox Kids rövid életű utódja"টুনস্ফিয়ার। ১ জানুয়ারি ২০১৫। ১২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  82. "Jetix lanseaza Jetix Play in Romania"Money.ro। ১১ নভেম্বর ২০০৭। 
  83. ডিওরিও, কার্ল (২৪ অক্টোবর ২০০১)। "Fox Family costs Mouse less cheese in final deal"ভ্যারাইটি। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা