ডিজনি চ্যানেল (ফ্রান্স)
ডিজনি চ্যানেল দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার এক ইউরোপীয় বিভাগ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ফ্রান্স (লা সোসিয়েতে ওয়াল্ট ডিজনি) মালিকানাধীন একটি ফরাসি বেসরকারি বিশেষত্ব টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি সম্প্রচার শুরু করে ১৯৯৭ সালের ২২ মার্চে, এবং ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত এটি আইএসপি সহ মুক্ত ছিল।
ডিজনি চ্যানেল ফ্রান্স | |
---|---|
উদ্বোধন |
|
বন্ধ | ৩১ ডিসেম্বর ১৯৮৮(আনুষ্ঠানিক ব্লক) |
মালিকানা | দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ফ্রান্স (দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইএমইএ এর বিভাগ) |
চিত্রের বিন্যাস | |
দেশ | ফ্রান্স |
ভাষা | |
প্রধান কার্যালয় | প্যারিস |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | ডিজনি জুনিয়র |
টাইমশিফ্ট সার্ভিস | ডিজনি চ্যানেল +১ |
ওয়েবসাইট | tv |
২০১৩ সালে ফ্রান্সে বিশেষত্ব পে টেলিভিশন চ্যানেলের মধ্যে ডিজনি চ্যানেলের কাছে সবচেয়ে বৃহত্তম দর্শক ভাগ ছিল (০.৮%), মেদিয়ামেত্রি দ্বারা একটি গবেষণা অনুযায়ী।[১]
ইতিহাস
সম্পাদনা১৯৯৭ সালের ২২ মার্চে চ্যানেলটি সম্প্রচার শুরু করে প্যারিস সময়ের সন্ধ্যা ৬টায়।[২] উদ্বোধনে এটি ৩৫ ফ্রাঙ্কের মুল্যে (প্রায় ৫ ইউরো) কানাল স্যাটেলাইটে উপলব্ধ, এবং তখন থেকে এটি বিজ্ঞাপন-মুক্ত ছিল।[৩]
২০০২ সালের ২ নভেম্বরে ফ্রান্সে টুন ডিজনি, প্লেহাউজ ডিজনি (বর্তমানে ডিজনি জুনিয়র), এবং ডিজনি চ্যানেল +১ এর উদ্বোধনের সাথে ফ্রান্স ডিজনি ব্র্যান্ড করা চ্যানেলের দফতর এক থেকে চারটি চ্যানেলে বেড়ে যায়। ২০০৭ সালের সেপ্টেম্বরে চলচ্চিত্রের চ্যানেল ডিজনি সিনেম্যাজিক (বর্তমানে ডিজনি সিনেমা) সম্প্রচার শুরু করে।[৪]
২০০৭ সালের ২৩ অক্টোবরে কোঁসেইল স্যুপেরিয়র দ অদিওভিজুয়েল (অর্থ উচ্চতর অডিওভিজ্যুয়াল পরিষদ) ২০০৬ সালে সেগুলোর অনুষ্ঠানসমূহের জন্য ফ্রান্সে ডিজনির বিভিন্ন চ্যানেল পিন করে। সিএসএ প্লেহাউস ডিজনিকে ফরাসি এবং স্বাধীন অডিওভিজ্যুয়াল প্রযোজনে বিনিয়োগের অভাব সম্পর্কে সতর্ক করে। ডিজনি চ্যানেলের জন্য, সিএসএ চ্যানেলটিকে স্বতন্ত্র ব্যক্তিগত উৎপাদনে বিনিয়োগের অভাবের জন্য সতর্ক করে এবং এটিকে তার প্রাইম-টাইম সম্প্রচার কোটা সংক্রান্ত নোটিশে রাখে।
২০০৯ সালের ১৩ জুলাইতে ওয়াল্ট ডিজনি টেলিভিশন এবং এনআরজে ১২ ২০০৯ সালের ২৪ আগস্ট থেকে এনআরজে ১২ চ্যানেলে ডিজনি চ্যানেলের অনুষ্ঠানসমূহ প্রচারিত করার জন্য একটি চুক্তি ঘোষণা করে।[৫] এনআরজে ১২ ওয়াল্ট ডিজনি টেলিভিশন দ্বারা প্রযোজিত অনুষ্ঠান টেরেস্ট্রিয়ালে সম্প্রচার করবে, সাথে ডিজনি চ্যানেলে সম্প্রচারের পর দ্য সুইট লাইফ অফ জ্যাক অ্যান্ড কোডি, উইজার্ডজ অফ ওয়েভার্লি প্লেস, এবং সনি উইথ আ চান্স এর মতো ধারাবাহিক পুনঃপ্রচারও করতে পারবে।
২০১১ সালের ১ এপ্রিলে চ্যানেলটি আইপিটিভি প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করে। ১৯ এপ্রিলে ডিজনি এবং ফ্রি আইএসপি ডিজনিটেক নামের ফ্রিবক্সে একটি ভিওডি সার্ভিস চালু করে।[৬] ২০১১ সালের ১ মেতে চ্যানেলটি এর গ্র্যাফিক্স প্যাকেজ পরিবর্তন করে। সেই সালের ২৪ আগস্টে ডিজনি চ্যানেল এবং ডিজনি চ্যানেল +১ ১৬:৯ বিন্যাসে সম্প্রচারে স্থানান্তর হয়, এবং একটি নতুন লোগো ব্যবহার করা শুরু করে। ২০১১ সালের ২০ সেপ্টেম্বরে ডিজনি চ্যানেল এর হাই-ডেফিনিশন সংস্করণ চালু করে।
২০১৫ সালের ২৯ জুনে চ্যানেলটি বেলজিয়ামে সম্প্রচার বন্ধ করে, এবং একটি নতুন বেলজীয় সংস্করণ এটিকে প্রতিস্থাপন করে, যেটির কাছে একটি ফরাসি এবং ওলন্দাজ সংস্করণ আছে।
চ্যানেলটির কাছে দুটি আনুষ্ঠানিক ব্লক ছিল, ডিজনি জুনিয়রের অনুষ্ঠানের জন্য ল গ্রাঁদ হিসতোয়ার দ ডিজনি জুনিয়র (অর্থ ডিজনি জুনিয়রের বড় গল্প), এবং ২০১৫ সাল থেকে ডিজনি এক্সডির অনুষ্ঠানের জন্য ডিজনি এক্সডি জোন। এই দুটি চ্যানেলের অনুষ্ঠান শুধু এগুলোর ব্লকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ২০১৬ সালের জুনে আনুষ্ঠানিক ব্লকগুলি বন্ধ হয়।
২০১৭ সালের জানুয়ারি থেকে মার্চে ফ্রান্সে ডিজনি চ্যানেল এর ২০তম বার্ষিকী পালন করে, উল্লেখিত ফরাসি ডিজনি চ্যানেল মূল চলচ্চিত্র, মের এ ফিল: ক্যালিফোর্নিয়া ড্রিম দিয়ে।
২০২০ সালের ২৪ মার্চে তালিকাভুক্ত ডিজনি+ এর ফরাসি উদ্বোধনের সাথে,[৭] যা ৭ এপ্রিলে পিছিয়ে দেওয়া হয়,[৮] ডিজনি এক্সডি, ডিজনি সিনেমা, এবং তিনটি সার্ভিস (ডিজনি চ্যানেল পপ পিক, ডিজনি ইংলিশ এবং হোলা ডিজনি) কার্যক্রম বন্ধ করে, এবং ৩০ মার্চে বুইগ টেলিকমে, ২ এপ্রিলে ফ্রিতে, ৯ এপ্রিলে অরেঞ্জে, এবং ৩০ জুনে এসএফআরে অপসারণ হওয়ার পর ডিজনি চ্যানেল একটি শুধু কানাল+ চ্যানেলের রূপে ফিরে আসে।[৯][১০]
লোগো
সম্পাদনা-
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যবহৃত সাবেক লোগো
-
২০১৭ সাল থেকে ব্যবহৃত বর্তমান লোগো
স্লোগানসমূহ
সম্পাদনা- « La télé bien allumée » (টিভিতে কি আছে) (১৯৯৭–১৯৯৯)
- « L'Imaginachaine » (কল্পনার চ্যানেল) (১৯৯৯–২০০৩)
- « Fais le plein de fun, fais le plein de Disney Channel » (মজায় ভরুন, ডিজনি চ্যানেলে ভরুন) (২০১৩–২০১৬)
- « Les émotions sont faites pour être partagées, partages les sur Disney Channel » (আবেগগুলো বলার জন্য, ডিজনি চ্যানেলে বলুন) (২০১৬ সাল থেকে)
অনুষ্ঠানসমূহ
সম্পাদনাচ্যানেলটি সকাল ৬টার থেকে রাত ১১টার পর্যন্ত ডিজনির চলচ্চিত্র এবং ধারাবাহিক প্রচারিত করে, এবং বছরে বেশ কয়েক বার পুনঃপ্রচারিত করে।
চ্যানেলের অনুষ্ঠানমালা ডিজনি লাইভ-অ্যাকশন চলচ্চিত্র এবং ধারাবাহিক এবং ডিজনি অ্যানিমেটেড চলচ্চিত্র এবং ধারাবাহিকের মধ্যে প্রায়ই বৈচিত্র্যময়, কিন্তু সাধারণত মঙ্গলবার সন্ধ্যা, বুধবার, এবং সপ্তাহান্তে সেই অনুষ্ঠানগুলোকে আরও জোর দেওয়া হয়।
আনুষ্ঠানিক ব্লকসমূহ
সম্পাদনাবর্তমান আনুষ্ঠানিক ব্লকসমূহ
সম্পাদনা- ল নুভেল হেরোইন (নতুন হিরোইন) (২০১৭ সাল থেকে)
- টুন স্টোরি (২০১৭ সাল থেকে)
- উই লাভ ফ্যামিলি (২০১৯ সাল থেকে)
- ত্রপ স্কুল (অনেক বেশি স্কুল) (২০২০ সাল থেকে)
- ডিজনি চ্যানেল পার্টি (২০২০ সাল থেকে)
- তুস আভেক মির্যাকিউলাস (মির্যাকিউলাসের সঙ্গে সব) (২০২০ সাল থেকে)
সাবেক আনুষ্ঠানিক ব্লকসমূহ
সম্পাদনা- আর্ট অ্যাটাক (১৯৯৭–২০০৬, বর্তমানে ডিজনি জুনিয়রে সম্প্রচারিত)
- ব্রায়ান ও'ব্রায়ান (২০০৮–২০০৯)
- ডিসি স্পট (২০১৬–২০১৯)
- ডিজনি চ্যানেল গেমস (২০০৬–২০০৮)
- ডিজনি চ্যানেল ট্যালেন্টস (২০০৬–২০১৭)
- ডিজনি এক্সডি জোন (২০১৫–২০১৬)
- "এক্সট্রাসনস", "ওয়াজাকিড" এ "তুসকিসর" (২০০৬–২০০৭)
- লা নুইত দ্যু কুর্ত (আদালতের রাত)
- ল ল্যাবো দ ব্লুজ (ল্যাব কোট) (২০০১–২০০৩)
- ল গ্রাঁদ হিসতোয়ার দ ডিজনি জুনিয়র (ডিজনি জুনিয়রের বড় গল্প) (২০১৫–২০১৬)
- ল ত্রেজর দ্যু সিজিয়েম সাঁস (ষষ্ঠ ইন্দ্রিয়র ধন) (২০০৩–২০০৪)
- শেক ইট আপ ডান্স ট্যালেন্টস (২০১১–২০১২)
- ডিজনি ডান্স ট্যালেন্টস (২০১৩–২০১৯)
- মাক্সি সেরি
- স্টার বাজ
- সোয় লুনা: ল মাগ (২০১৬)
- স্পট মাগ
- টপ গ্যাগ (২০১২–২০১৩) (আমেরিকা'স ফানিয়েস্ট হোম ভিডিওস এর ফরাসি সংস্করণ)
- উই লাভ ফ্যামিলি, লা কোম্পিল দ সাতিন (২০১৯–২০২০)
- জ্যাপিং জোন (১৯৯৭–২০০৫)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Le classement des chaînes thématiques payantes en France"। চ্যালেঞ্জেস (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ "Mickey grimpe sur le satellite"। ল মোঁদ (ফরাসি ভাষায়)। ২২ মার্চ ১৯৯৭। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ DASSONVILLE, Aude। "Les petites chaînes qui poussent (25): Disney Channel. La souris se fait les dents. Mickey et ses amis, en version française, ont déjà conquis 500 000 foyers."। লিবেরাসিওঁ (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ "CanalSat : lancera une nouvelle chaîne Disney à la rentrée"। বুরসিয়ের। ২৯ মে ২০০৭। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ "NRJ 12 acquiert l'exclusivité des séries Disney pour les "Tweens""। উনিভের্স ফ্রিবক্স (ফরাসি ভাষায়)। ২০ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ "Tutoriel : Télécharger une vidéo Disney ou abc sur votre ordinateur"। ১৯ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ "Disney+ confirme son lancement le 24 mars"। ল মোঁদ (ফরাসি ভাষায়)। ১৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ "Coronavirus: Netflix dégradé, Disney + menacé"। ল একো (ফরাসি ভাষায়)। ১৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ মিহু, ফ্লোরিয়ান (৫ মার্চ ২০২০)। "Disney Channel devient une exclusivité CANAL"। ডিজনিফাইল (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
- ↑ মিহু, ফ্লোরিয়ান (২৬ মে ২০২১)। "Disney prévoit de fermer une centaine de chaînes dans le monde en 2021"। ডিজনিফাইল (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইউটিউবে ডিজনি চ্যানেল
- টুইটারে ডিজনি চ্যানেল
- ইনস্টাগ্রামে ডিজনি চ্যানেল