ডিজনি চ্যানেল
ডিজনি চ্যানেল (উন্মুক্তভাবে দ্যা ডিজনি চ্যানেল ১৯৮৩ থেকে ১৯৯৭ পর্যন্ত এবং ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত ডিজনি) হলো আমেরিকান টেলিভিশন, যা ফ্লাগশিপ এর অধীনে ডিজনি চ্যানেল ওয়ার্ল্ডওওয়াইড দ্বারা পরিচালিত ওয়াল্ট ডিজনি টেলিভিশন হতে দ্যা ওয়াল্ট ডিজনি কোম্পানির একটি অঙ্গপ্রতিষ্ঠান।
ডিজনি চ্যানেল | |
---|---|
উদ্বোধন | ১৮ এপ্রিল ১৯৮৩ |
মালিকানা | ডিজনি চ্যানেল ওয়ার্ল্ডওয়াইড (ওয়াল্ট ডিজনি টেলিভিশন) |
চিত্রের বিন্যাস | ৭২০পি এইছডিটিভি এসডিটিভির জন্য ৪৮০আই |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | বারব্যাংক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
পূর্বতন নাম | দ্যা ডিজনি চ্যানেল (১৯৮৩-৯৭) |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) |
|
টাইমশিফ্ট সার্ভিস | ডিজনি চ্যানেল পূর্ব ডিজনি চ্যানেল পশ্চিম |
ওয়েবসাইট | disneychannel |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ডিরেক্টটিভি | চ্যানেল ২৯০ (পূর্ব; এইছডি) চ্যানেল ২৯১ (পশ্চিম; এসডি) চ্যানেল ১২৯০ (ভিডিও অন ডিমান্ড) |
ডিশ নেটওয়ার্ক | চ্যানেল ১৭২ (পূর্ব; এইছডি) চ্যানেল ১৭৩ (পশ্চিম; এসডি) |
সি-ব্যান্ড | গ্যালাক্সি ১৪ – চ্যানেল ১০৭ (এইছটুএইছ ফোরডিটিভি) গ্যালাক্সি ১৫ – চ্যানেল ৬ (ফোরডিটিভি ডিজিটাল) |
ক্যাবল | |
সকল আমেরিকান ক্যাবল ব্যাবসায়িদের এর জন্য উন্মুক্ত | চ্যানেল স্লট ভেরি |
আইপিটিভি | |
এটিএন্ডটি টিভি | চ্যানেল ২৯৯ (এইছডি)
|
ভেরিজন ফিওস | চ্যানেল ২৫০ (এসডি) চ্যানেল ৭৮০ (এইছডি) |
এটিএন্ডটি ইউভার্স | চ্যানেল ৩০২ (এসডি) চ্যানেল ১৩০২ (এইছডি) |
গুগল ফাইবার | চ্যানেল ৪২৭ (এইছডি) |
স্ট্রিমিং মিডিয়া | |
ইউটিউব টিভি | ইন্টারনেট প্রোটকল টেলিভিশন |
স্লিং টিভি | আইপিটিভি |
হুলু লাইভ টিভি | আইপিটিভি |
ডিজনি নাউ | Watch live |
ডিজনি চ্যানেলই সর্বপ্রথম শিশুদের জন্য টেলিভিশন সিরিজ, অরিজিনাল টেলিভিশন চলচ্চিত্র এবং আরো তৃতিয় পক্ষযুক্ত অনুষ্ঠান তৈরি এবং প্রচার করে। ১৯৮০ এর দিকে ডিজনি চ্যানেল তাদের পারিবারিক চ্যানেলকে প্রথম প্রিমিয়ার সার্ভিসের আওতায় নিয়ে আসে এবং ২০০০ সালের দিকে তাদের শিশুতোষ চ্যানেলকেও এর আওতায় নিয়ে আসে। ডিজনি চ্যানেল এর বেশিরভাগ অনুষ্ঠান প্রচার হয় ৬-১৬ বছরের বাচ্চাদের জন্য, যেখানে ডিজনি জুনিয়র চ্যানেল ৭ বছরের মধ্যে শিশুদের জন্য অনুষ্ঠান তৈরি এবং প্রচার করে।
জানুয়ারি ২০১৬ সালের হিসাব অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০.৬% জনগণ ডিজনি চ্যানেল দেখে, যেখানে ৯৩.৯ মিলিয়ন প্রিমিয়ার সার্ভিস এর আওতায় ডিজনি চ্যানেল দেখে থাকে।[১]
ইতিহাস
সম্পাদনা১৯৭৭ সালে ওয়াল্ট ডিজনি প্রোডাকশনস এর নির্বাহী কর্মকর্তা জিম জিমিররো একটি বুদ্ধি বের করেন টেলিভিশন নেটওয়ার্ক এর যা তাদের স্টুডিওর বিভিন্ন চিত্র প্রচার করবে।[২] ডিজনির চেয়ারম্যান কার্ড ওয়াকার প্রস্তাবটি নাকোচ করে দেন এবং ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড এর এপকট সেন্টার এর দিকে অধিক মনোযোগ দেন।[৩][৪] বুদ্ধটি ১৯৮১ সালের নভেম্বর এর দিকে গ্রহণ করা হয়, যেখানে ডিজনি গ্রুপ ডাব্লিউ স্যাটেলাইট কমিউনিকেশনস এর সাথে মিলে চ্যানেলটি শুরু করেন। সেপ্টেম্বর ১৯৮২ সালে গ্রুপ ডাব্লিউ বিভিন্ন অর্থনৈতিক কারণ দেখিয়ে প্রজেক্টটি থেকে বেড়িয়ে আসে।[৫][৪] কিন্তু ওয়াল্ট ডিজনি প্রোডাকশনস প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এলান ওয়াগনার এর সহায়তায় প্রজেক্টটি চালিয়ে যেতে থাকেন এবং ১৯৮৩ সালের শুরুতেই পূর্ব ঘোষণা অনুযায়ী একটি ফ্যামিলি-ওরিয়েন্টেড ক্যাবল চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে।
এপ্রিল ১৮, ১৯৮৩ সালে স্থানীয় সময় সকাল ০৭:০০ টায় দ্যা ডিজনি চ্যানেল জাতীয় প্রিমিয়াম চ্যানেল (প্রত্যেক গ্রাহককে অর্থ দিয়ে চিত্র দেখাকে প্রিমিয়াম চ্যানেল বলে যাতে কোনো বিজ্ঞাপন দেখায় না) হিসেবে যাত্রা শুরু করে।[৬][৭] সেপ্টেম্বর ১৯৮৩ সালে চ্যানেলটি নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টিরও বেশি রাজ্যে স্থানীয় সময়ানুযায়ী সকাল ০৭:০০টা থেকে রাত ১১:০০ পর্যন্ত মোট ১৬ ঘণ্টা প্রচার হতো এবং ঐ বছরি ৬১১,০০০ হাজারেরোও বেশি গ্রাহক চ্যানেলটি নিয়মিত দেখেছে।;[৬][৮][৯] অক্টোবর ১৯৮৩ সালে চ্যানেলটি তাদের প্রথম টেলিভিশন চলচ্চিত্র টাইগার টাউন তৈরি করে, চলচ্চিত্রটি ক্যাবলএইসি পুরস্কার জিতে নেয়।[৯] চ্যানেলটি জানুয়ারি ১৯৮৫ সাল থেকে অধিক আয় করা শুরু করে, এর সঙ্গে এর তৈরি প্রত্যেকটি অনুষ্ঠান ১.৭৫মিলিয়নেরও বেশি গ্রাহক দেখতে থাকে।
সেপ্টেম্বর ১৯৯০ সালে টিসিআই এর মোন্টগমেরি, আলাবামা সিস্টেম সর্বপ্রথম কোনো ক্যাবল প্রোবাইডার হিসেবে আত্মপ্রকাশ করে যারা কোনো চ্যানেলকে ব্যাসিক ক্যাবল সার্ভিস হিসেবে পরিচালনা করে।[৯] ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে অনেক ক্যাবল প্রোবাইডার ডিসনি চ্যানেলকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তাদের এড়িয়ায় চ্যানেলটি প্রচার করা শুরু করে, কিন্তু ওয়াল্ট ডিজনি কোম্পানির নির্বাহী কর্মকর্তা অন্য পরিকল্পনা করা শুরু করেন চ্যানেলটি পূর্ণ সময় প্রচার করার জন্য।[১০][১১][১১][১২]
এপ্রিল ৬, ১৯৯৭ সালে চ্যানেল কর্তৃপক্ষ অফিশিয়ালভাবে তাদের চ্যানেলটির নতুন নাম ডিজনি চ্যানেল রাখে এবং সেপ্টেম্বর ২০০২ সালের পূর্ব পর্যন্ত সাধারণ "ডিজনি" নামে প্রচার শুরু করে এবং লি হান্ট এসোসিয়েট মিকিরা কান সংবলিত ডিজনি চ্যানেল এর নতুন লোগো উন্মোচন করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Cable Network Coverage Area Household Universe Estimates: January 2016"। Broadcasting & Cable। NewBay Media। জানুয়ারি ৩১, ২০১৬। অক্টোবর ১৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩, ২০১৭।
- ↑ Flower ১৯৯১, পৃ. ৮৭।
- ↑ Grover ১৯৯১, পৃ. ১৫।
- ↑ ক খ Grover ১৯৯১, পৃ. ১৪৭।
- ↑ "Group W, Disney latest cable joint venturers" (পিডিএফ)। Broadcasting (English ভাষায়) (Vol 101, No 19)। Washington, D.C.: Broadcasting Publications, Inc.। ৯ নভেম্বর ১৯৮১। পৃষ্ঠা 62। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ Vernon Scott (এপ্রিল ১৯, ১৯৮৩)। "Disney invades cable TV"। TimesDaily। United Press International। পৃষ্ঠা 8। সংগ্রহের তারিখ অক্টোবর ৩১, ২০১০।
- ↑ Win Fanning (এপ্রিল ৫, ১৯৮৩)। "Mickey to star on Disney Channel"। Pittsburgh Post-Gazette। Cox Enterprises। পৃষ্ঠা 31। সংগ্রহের তারিখ অক্টোবর ৩১, ২০১০।
- ↑ Grover ১৯৯১, পৃ. ১৪৮।
- ↑ ক খ গ Kidscreen Staff (এপ্রিল ১, ১৯৯৮)। "A Salute to Disney Channel: Disney Channel time line"। KidScreen.com। সংগ্রহের তারিখ এপ্রিল ১২, ২০১৪।
- ↑ "Jones to offer Disney on basic tier in Fla."। Multichannel News। Cahners Business Information। ফেব্রুয়ারি ২৫, ১৯৯১। জুন ২৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা – HighBeam Research-এর মাধ্যমে।
- ↑ ক খ "More systems trying Disney on expanded basic"। Multichannel News। Cahners Business Information। সেপ্টেম্বর ৩০, ১৯৯১। জুন ২৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা – HighBeam Research-এর মাধ্যমে।
- ↑ "Marcus moves Disney; Marcus Cable makes The Disney Channel part of its basic service; analysts wonder if Disney is planning major changes"। Broadcasting & Cable। Cahners Business Information। মে ২৭, ১৯৯৬। জুন ২৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা – HighBeam Research-এর মাধ্যমে।
সংযোগ চিত্র
সম্পাদনা- Flower, Joe (১৯৯১)। Prince of the Magic Kingdom: Michael Eisner and the Re-Making of Disney। John Wiley & Sons। আইএসবিএন 0-471-52465-4।
- Grover, Ron (১৯৯১)। The Disney Touch: How a Daring Management Team Revived an Entertainment Empire । Business One Irwin। আইএসবিএন 1-55623-385-X।