বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

(জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশের ঢাকায় অবস্থিত সরকারি কমিশন। বিচার বিভাগের যেকোন পদে নিয়োগ দানের ব্যাপারে এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্নের উদ্ভব হয় সে ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া উক্ত কমিশনের দায়িত্ব।[][][][] ২০০৭ সালের ১লা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে সৃষ্টি হয়। এর মাধ্যমে "বিচার" ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে আলাদা হয়ে যায়। জুডিসিয়াল সার্ভিস কমিশন বিচার বিভাগীয় কর্মকর্তাদের (জুডিসিয়াল অফিসার) নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন।

জুডিসিয়াল সার্ভিস কমিশন
গঠিত২০০৭
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bjsc.gov.bd

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিগণ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ হিসেবে যোগদান করেন। পূর্বে সহকারী জজদের "মুন্সেফ" নামে অভিহিত করা হতো। আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন না করলে বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না।

ইতিহাস

সম্পাদনা

কমিশনটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের একজন বিচারপতি নির্বাচিত হয়ে থাকেন। [] চেয়ারম্যান এবং ১০ সদস্য পরিচালনা কমিটি পরিচালনা করে। উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগের ক্ষেত্রে </ref> ট্যাগ যোগ করা হয়নি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কাজী এবাদুল হক (২০১২)। "জুডিশিয়াল সার্ভিস কমিশন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Judicial Service Commission brings change to recruitment test system"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৬ 
  3. "Chittagong University wins Henry Dunant moot"Dhaka Tribune। ২৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৬ 
  4. "সহকারী জজ হতে চাইলে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২ 
  5. কাজী এবাদুল হক (২০১২)। "জুডিশিয়াল সার্ভিস কমিশন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

সম্পাদনা