জিয়ার মিনারটি ইরানের এসফাহন প্রদেশে অবস্থিত একটি ঐতিহাসিক মিনার

জিয়ার মিনার
জিয়ার মিনার
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
প্রদেশএসফাহন
অবস্থান
অবস্থানজিয়ার গ্রাম, ইরান
জিয়ার মিনার ইরান-এ অবস্থিত
জিয়ার মিনার
ইরানে অবস্থান
স্থানাঙ্ক৩২°৩০′৪৬″ উত্তর ৫১°৫৭′২৭″ পূর্ব / ৩২.৫১২৮৫° উত্তর ৫১.৯৫৭৫৮৩° পূর্ব / 32.51285; 51.957583
স্থাপত্য
ধরনমিনার
স্থাপত্য শৈলীরাজি
উচ্চতা (সর্বোচ্চ)৫১ মি (১৬৭ ফু)

অবস্থান সম্পাদনা

মিনারটি এসফাহন শহর থেকে ৩৩ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। জায়ান্দারুদের দক্ষিণে জিয়ার গ্রামের নিকটে মিনারটি অবস্থিত।

স্থাপত্য সম্পাদনা

মিনারটি ৫১ মিটার উঁচু। এসফাহন প্রদেশের সরবান মিনারের পরে দ্বিতীয় সর্বোচ্চ ঐতিহাসিক মিনার। এসফাহন প্রদেশের একমাত্র তিন তলা বিশিষ্ট মিনার। সময়ের পরিক্রমায় মিনারটির উচ্চতা হ্রাস পায়নি। মিনারের কুফিক শিলালিপিতে নির্মাণের কোন তারিখ উল্লেখ করা হয়নি। তবে সেলজুকিড যুগের মিনারগুলির সাথে মিল থাকার কারণে এটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছে বলে অনুমান করা হয়। মিনারের মুকুটে ফিরোজা টাইলস রয়েছে। [১]

মিনারে সর্পিল সিঁড়ি এখনও রয়েছে এবং সেই সিঁড়ি বেয়ে মিনারের চূড়ায় যাওয়া যায়। মিনারের তৃতীয় তলা থেকে বার্সিয়ান মসজিদ এবং মিনার দেখা যায়।

আরও দেখুন সম্পাদনা

  • এসফাহন প্রদেশের ঐতিহাসিক স্থাপত্যের তালিকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Yaghoubi, Hosseyn (২০০৪)। Rāhnamā ye Safar be Ostān e Esfāhān (Persian ভাষায়)। Rouzane। পৃষ্ঠা 146–147। আইএসবিএন 964-334-218-2