সরবান মিনার (ফার্সি: مناره ساربان) ইরানের ইসফাহানে অবস্থিত একটি ঐতিহাসিক মিনারমিনারটি সেলযুক রাজবংশ রাজত্বকালে নির্মাণ করা হয়েছে।

সরবান মিনার
প্রদেশএসফাহন
অবস্থান
অবস্থানজয়বাড়হ জেলা, এসফাহন, ইরান
পৌরসভাএসফাহন
সরবান মিনার ইরান-এ অবস্থিত
সরবান মিনার
ইরানে অবস্থান
স্থানাঙ্ক৩২°৪০′০৭″ উত্তর ৫১°৪১′৩৫″ পূর্ব / ৩২.৬৬৮৬১১° উত্তর ৫১.৬৯৩০৫৬° পূর্ব / 32.668611; 51.693056
স্থাপত্য
ধরনমিনার
স্থাপত্য শৈলীরাজি
উপাদানসমূহইট এবং টাইলস

অবস্থান

সম্পাদনা

সরবান মিনারটি জয়বাড়হ জেলার উত্তর দিকে অবস্থিত। চেহেল দোখতারান মিনারের নিকটেই এই মিনারটি অবস্থিত। অতীতে এই মিনারের পাশে একটি মসজিদ ছিল তবে বর্তমানে মসজিদটি নেই।

কাঠামো

সম্পাদনা

মিনারটি সাতটি বিভিন্ন বিভিন্ন অংশ নিয়ে গঠিত। প্রথম অংশে ইটের খাঁজকাটা কাজ রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় অংশে ইটের সুনিপুণ সাজসজ্জা রয়েছে। চতুর্থ অংশটি মিনারের প্রথম মুকুট, এতে ফিরোজা টালিসহ ইটের মুকার্নাস(ইট কেটে কারুকার্য) রয়েছে। পঞ্চম অংশে আলংকারিক ইট রয়েছে। ষষ্ঠ অংশটি মিনারের দ্বিতীয় মুকুট। সপ্তম অংশটি মিনারটির সর্বোচ্চ চূড়া।

মিনারটি ৫৪ মিটার উঁচু। মিনারটি এসফাহন প্রদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক মিনার। [১]

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Hosseyn Yaghoubi (২০০৪)। Rāhnamā ye Safar be Ostān e Esfāhān(Travel Guide for the Province Isfahan) (Persian ভাষায়)। Rouzane। পৃষ্ঠা 113। আইএসবিএন 964-334-218-2