সেলজুক রাজবংশ

তুর্কি রাজবংশ
(সেলযুক রাজবংশ থেকে পুনর্নির্দেশিত)

সেলযুক রাজবংশ ছিল একটি তুর্কী সুন্নী মুসলিম রাজবংশ যা কালক্রমে ফার্সি সংস্কৃতি গ্রহণ করে এবং মধ্যযুগের পশ্চিম ও মধ্য এশিয়ার তুর্কী-ফার্সি ঐতিহ্যে বিশাল অবদান রাখে। বিশাল সেলযুক সাম্রাজ্য এবং রুম সুলতানাত এই দুটিই সেলযুকেরা প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্য তার সমৃদ্ধির সবোর্চ্চ শিখরে আনাতোলিয়া থেকে পারস্য পর্যন্ত বিস্তৃত ছিল এবং এটিই ছিল প্রথম ক্রুসেইডের অন্যতম লক্ষ্য।

সেলজুক রাজবংশ
Divrigi02.jpg
Countryসেলজুক সাম্রাজ্য
Sultanate of Rum
Khazar Khaganate[তথ্যসূত্র প্রয়োজন]
Titles
Founding10th century - Seljuq
DissolutionDamascus:
1104 - Baqtash was dethroned by Toghtekin

Great Seljuq:
1194 - Toghrul III was killed in battle with the Tekish

Rum:
1307 - Mesud II died

রাজবংশের শাসকদের তালিকাসম্পাদনা