জিয়াউল হক (দ্ব্যর্থতা নিরসন)
(জিয়াউল হক থেকে পুনর্নির্দেশিত)
জিয়াউল হক নামে যাদেরকে বোঝানো হতে পারে -
- মুহাম্মদ জিয়া-উল-হক - পাকিস্তানের ষষ্ঠ রাষ্ট্রপতি ও সাবেক জেনারেল।
- জিয়াউল হক (সমাজসেবক) - ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি সমাজসেবক।
- জিয়াউল হক (গবেষক) - অর্থনৈতিক ইতিহাস ও ইসলাম শিক্ষা বিষয়ের একজন পণ্ডিত ছিলেন।
- জিয়াউল হক মৃধা - বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য।
- জিয়াউল হক জিয়া - বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী।
- জিয়াউল হক মোল্লা - বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ।
- সৈয়দ জিয়াউল হক - মাইজভান্ডারী তরীকার একজন সুফি সাধক।
- খান বাহাদুর জিয়াউল হক - শিক্ষাবিদ, ঢাকার মাদ্রাসা-ই-আলিয়ার প্রথম অধ্যক্ষ ছিলেন।
- সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক - সবেক সেনা কর্মকর্তা এবং সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক প্রধান।
- জিয়াউল হক পলাশ - বাংলাদেশী টেলিভিশন অভিনেতা।