জিব্রাল্টারে হিন্দুধর্ম

জিব্রাল্টারে হিন্দুধর্মের সংক্ষিপ্ত বিবরণ

হিন্দুধর্ম হল জিব্রাল্টারের একটি সংখ্যালঘু ধর্ম। এই ধর্মের অনুসারীদের সংখ্যা ১০১২ সালে জিব্রাল্টারেরের মোট জনসংখ্যার মাত্র ২% ছিল। জিব্রাল্টারের অধিকাংশ হিন্দুই সিন্ধি বংশোদ্ভূত।[১] [২]

জিব্রাল্টারিয়ান হিন্দু
Om symbol.svg
মোট জনসংখ্যা
৬২৮ (২০১২)
মোট জনসংখ্যার ২%
ধর্ম
হিন্দুধর্ম
ধর্মগ্রন্থ
ভগবদ্গীতা, বেদ
ভাষা
সংস্কৃত (পবিত্র)
ইংরেজি, স্পেনীয়, ল্যানিটো

ইতিহাস ও ঐতিহ্যসম্পাদনা

ধারণা করা হয়, ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদের আশেপাশের এলাকা থেকে ১৮৭০ সালে জিব্রাল্টারে প্রথম হিন্দুদের আগমন ঘটে।

দীপাবলির দিনে ১৯৯৩ সালে ধর্মীয় সম্প্রদায়টি জিব্রাল্টার হিন্দু মন্দির করা ব্যবহার শুরু হয়। মন্দিরের সাজসজ্জা ১৯৯৯ সাল নাগাদ সম্পূর্ণ হয় এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পুরোহিত দ্বারা সম্পাদিত হয়। জিব্রাল্টারের গভর্নর রিচার্ড লুস ২০০০ সালের ১লা মার্চ আনুষ্ঠানিকভাবে মন্দিরটি উদ্বোধন করেন।

জনসংখ্যাসম্পাদনা

হিন্দুদের সংখ্যা ২০০০ সালের আদমশুমারি অনুসারে ৪৯১ জন ছিল, যা জিব্রাল্টারের মওত জনসংখ্যার ১.৮% ছিল।[৩] এটি হিন্দুধর্ম অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১২ সালে ২% হয়।[২]

হিন্দুদের জনসংখ্যা ১৯৭০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত:[১]

বছর হিন্দুদের জনসংখ্যা শতকরা হিন্দু শতাংশ বৃদ্ধি
১৯৭০ ২৩৮ ১.০%
১৯৮১ ৩৯৩ ১.৫% +০.৫%
১৯৯১ ৫৫৫ ২.১% +০.৬%
২০০১ ৪৯১ ১.৮% -০.৩%
২০১২ ৬২৮ ২.০% +০.২%

হিন্দু মন্দিরসম্পাদনা

বিশিষ্ট জিব্রাল্টারিয়ান হিন্দুসম্পাদনা

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. https://www.gibraltar.gov.gi/new/sites/default/files/HMGoG_Documents/Full%20Census%20Report%202012%20FINAL.pdf [অনাবৃত ইউআরএল পিডিএফ]
  2. "Gibraltar", The World Factbook (ইংরেজি ভাষায়), Central Intelligence Agency, ২০২২-০৬-২১, সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৭ 
  3. "Flag of Gibraltar"। GeoNova Flags via HighBeam Research। ১ আগস্ট ২০০৭। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১২ (সদস্যতা প্রয়োজনীয়)

বহিঃসংযোগসম্পাদনা