হরেশ বুধরানী

ব্রিটিশ কুইনস কাউন্সেল, ব্যারিস্টার ও সংসদ স্পিকার

হরেশ কিশিনচাঁদ বুধরানি বা হরেশ বুধরানী কিউসি (জন্ম ৩০ জুন ১৯৫২) একজন ভারতীয় বংশোদ্ভূত জিব্রাল্টারীয় ব্যারিস্টার। তিনি ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১১ সালের অক্টোবর মাস পর্যন্ত জিব্রাল্টার সংসদের স্পিকার হিসাবে দবায়িতব দায়িত্ব পালন করেছিলেন।[১]

মাননীয়
হরেশ কিশীনচাঁদ বুধরানী
জিব্রাল্টার হাউস অফ অ্যাসেম্বলির স্পিকার
কাজের মেয়াদ
২০০৪ – ২০০৭
জিব্রাল্টার পার্লামেন্টের ১ম স্পিকার
কাজের মেয়াদ
২০০৭ – ২০১২
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫২-০৬-৩০)৩০ জুন ১৯৫২
মুম্বাই, ভারত
জাতীয়তাব্রিটিশ (জিব্রাল্টারিয়ান)
বাসস্থানজিব্রাল্টার
প্রাক্তন শিক্ষার্থীকিংস কলেজ লন্ডন
ইউনিভার্সিটি অফ ল
পেশাব্যারিস্টার
ব্যবসায়ী
রাজনীতিবিদ
দফতরহিন্দু বণিক সমিতির চেয়ারম্যান
জিব্রাল্টার সংসদের স্পিকার
ধর্মহিন্দুধর্ম

জীবনী সম্পাদনা

বুধরানি ১৯৫২ সালের জুন মাসে ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিনি সিন্ধি বংশোদ্ভূত।[২] তিনি ডার্বিশায়ার ও পরে গিল্ডফোর্ডের আইন কলেজ থেকে শিক্ষা লাভ করেন।

তিনি কিংস কলেজ লন্ডন থেকে ১৯৭৪ সালে আইনে স্নাতক সন্মান অর্জন করেন।[৩] পরে ইনস অফ কোর্ট স্কুল অফ ল-এ যোগ দেন এবং ১৯৭৫ সালের আগস্ট মাসে ব্যারিস্টার হন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Hon. Haresh K. Budhrani, QC | Corporate, Commercial and Property Law"Triay Lawyers (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৭ 
  2. Alfonso, Carolin; Kokot, Waltraud; Tölölyan, Khachig (২০০৪)। Diaspora, Identity and Religion: New Directions in Theory and Research। Routledge। পৃষ্ঠা 198। আইএসবিএন 9781134390359 
  3. LinkedIn (সম্পাদক)। "Haresh K. Budhrani"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২ 
  4. Panorama, সম্পাদক (১৩ সেপ্টেম্বর ২০০৪)। "Budhrani named Speaker – without Opposition support"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা