জিনাত কারজাই
জিনাত কোরায়শি কারজাই (জন্ম ১৯৭০) আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের স্ত্রী এবং ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের ফার্স্ট লেডি ছিলেন। কান্দাহার শহরের আদিবাসী হলেও তিনি সেখান থেকে কাবুলে চলে যান যেখানে তিনি তার স্বামীর সাথে রাষ্ট্রপতি প্রাসাদে থাকতেন। তাদের পরিবারে চারটি সন্তান রয়েছে।
জিনাত কারজাই | |
---|---|
আফগানিস্তানের ফার্স্ট লেডি | |
কাজের মেয়াদ ২২ ডিসেম্বর ২০০১ – ২৯ সেপ্টম্বর ২০১৪ | |
রাষ্ট্রপতি | হামিদ কারজাই |
পূর্বসূরী | শূণ্য |
উত্তরসূরী | রুলা গণি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জিনাত কোরায়শি ১৯৭০ (বয়স ৫৩–৫৪) |
জাতীয়তা | আফগানিস্তান |
দাম্পত্য সঙ্গী | হামিদ কারজাব (বিবাহ ১৯৯৯) |
প্রাক্তন শিক্ষার্থী | কাবুল বিশ্ববিদ্যালয় |
ধর্ম | সুন্নী ইসলাম |
প্রাথমিক জীবন
সম্পাদনাতিনি কান্দাহারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন।তার পিতা একজন সরকারি কর্মকর্তা ছিলেন।উচ্চ মাধ্যমিক শেষ করে জিনাত কারজাই কাবুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।জাতিসত্ত্বায় তিনি পশতুন বংশীয়। ১৯৯৩ সালে, তিনি এবং তার পরিবার গৃহযুদ্ধ থেকে বাচঁতে পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায়পালিয়ে যান। পেশায় তিনি একজন স্ত্রীরোগবিশেষজ্ঞ ছিলেন এবং হামিদ কারজাইয়ের সাথে বিয়ের পূর্বে তিনি পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের চিকিৎসার জন্য পাকিস্তানের হাসপাতালে কাজ করতেন।[১]
পারিবারিক জীবন
সম্পাদনাতিনি হামিদ কারজাইয়ের দূর সর্ম্পকের আত্মীয় হন এবং ২০০৭ সালে জন্মগ্রহণকারী তাদের একটি ছেলে, যার নাম মীরওয়াইস এবং মালালাই নামে আরেকটি কন্যা, যে ২০১২ সালে জন্মগ্রহণ করেন।২০১৪ সালের মার্চে , যখন জিনাত কারজাইয়ের বয়স ৪৪, তাদের তৃতীয় সন্তান হওসি ভারতের গুড়গাঁওতে একটি প্রাইভেট হাসপাতালে জন্মগ্রহণ করেন।[২] ২০১৬ সালের ৩ সেপ্টম্বরে তাদের চতুর্থ সন্তান নয়া দিল্লির অ্যাপোলো হাসপাতালে জন্মগ্রহণ করেন। ডা. জিনাত কোরায়শ পরিবারের বংশধর এবং তার স্বামী কারজাই পপালজাই গোত্রের অধিবাসী।
আফগানিস্তানের নারীদের নাগরিক অধিকার অর্জনে সহায়তারজন্য যে রাষ্ট্রপতি সবার দ্বারা প্রশংসিত হয়েছিল, সে হামিদ কারজাইকেই তার স্ত্রী জিনাত কারজাইয়ের প্রতি তার রক্ষণশীল আচরণে জন্য সমালোচনা মুখোমুখি হতে হয়। অনেকেই হামিদ কারজাইকে রক্ষণশীল মোল্লা ও ধর্মীয় নেতাদের সমালোচনার ভয়ে ফার্স্ট লেডিকে মিডিয়ার নাগালের বাইরে রাখার অভিযুক্ত করেছেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Afghan First Lady's quiet public debut"। The Daily Telegraph। ১০ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১১।
- ↑ "Afghan President Hamid Karzai's baby girl born in Gurgaon hospital"। Times of India।
- ↑ "Meeting Afghanistan's 'invisible' first lady"। BBC। ৮ মার্চ ২০১৩।