জারকা (চলচ্চিত্র)
জারকা ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী লোকজ নাট্ট্য পটভূমির ফোক ফ্যান্টাসি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল খায়ের বুলবুল। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সোহেল রানা, রোজিনা, মান্না ও রাজীব সহ আরও অনেকে।[১][২][৩][৪][৫][৬]
জারকা | |
---|---|
![]() জারকা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | আবুল খায়ের বুলবুল |
প্রযোজক | প্রডাকশন |
চিত্রনাট্যকার | আবুল খায়ের বুলবুল |
কাহিনিকার | সাইদুর রহমান কুটু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | আখতার হোসেন |
সম্পাদক | আনোয়ার হোসেন মন্টু |
মুক্তি | ৬ জুন ১৯৮৬ |
দৈর্ঘ্য | ২ ঘণ্টা |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮৬ সালে বাংলাদেশে মুক্তি পায়।মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।
কাহিনি সংক্ষেপসম্পাদনা
এলাকার সর্দার তার এলাকায় কেউ ইসলাম প্রচার বা গ্রহণ করলে গর্দান কর্তন করে ফেলে। তবে তােই স্বীয় কন্যা মুসলিমধর্মে আকৃষ্ট হয়ে এক তরুণের প্রেমে পড়ে তাকে তাকে ঘিরে দুই গোত্রের মাঝে বিবাদ শুরু হয়।
অভিনয়েসম্পাদনা
- সোহেল রানা
- রোজিনা
- মান্না
- দিলারা
- ইমরান
- রাজীব
- রাজ
- আনোয়ার হোসেন
- আনোয়ারা
- প্রবীর মিত্র
- মিনু রহমান
- জাহারারা ভূইয়া
- ফারজানা ববি
- শেলী কাদের
- আমীর সিরাজী
সঙ্গীতসম্পাদনা
জারকা চলচ্চিত্রের গান রচনা করেছন মনিরুজ্জামান মনির, জাহানারা ভূইয়া ও আবুল খায়ের বুলবুল সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলম খান এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম ও এন্ড্রু কিশোর।
পুরস্কার ও মনোনয়নসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "আজকের ছবি"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নায়ক হয়ে এসে ভিলেন হিসেবে দেশ কাঁপিয়েছিলেন রাজীব"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০।
- ↑ "বাংলাদেশি ফোক ও ফ্যান্টাসি চলচ্চিত্র"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "একজন ও অনেক মান্নার গল্প"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০।
- ↑ "সোনালী প্রজন্মের শেষ মহানায়ক"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শুভ জন্মদিন মাসুদ পারভেজ"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০।