জায়েদা খাতুন
জায়েদা খাতুন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩য় মেয়র। ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র।[১] তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর মা।[২][৩][৪]
জায়েদা খাতুন | |
---|---|
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩য় মেয়র | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ জুলাই ২০২৩ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | আসাদুর রহমান কিরণ (ভারপ্রাপ্ত) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | গাজীপুর, বাংলাদেশ | ১০ ফেব্রুয়ারি ১৯৬২
নাগরিকত্ব | বাংলাদেশ |
রাজনৈতিক দল | স্বতন্ত্র |
সন্তান | জাহাঙ্গীর আলম (ছেলে) সাবেক মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন। |
পেশা | ব্যবসা ও রাজনীতি |
প্রাথমিক জীবন সম্পাদনা
জায়েদা গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার স্বামী মিজানুর রহমান ২০১৮ সালে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।[৫]
রাজনীতি জীবন সম্পাদনা
জায়েদার রাজনীতিতে প্রবেশ তার ছেলে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার পর থেকে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন- ২০২৩ সাধারণ ভোটারদের মধ্যে সহানুভূতি সৃষ্টি করেছিল। তার নির্বাচনী প্রচারণার মূল কথা ছিলো তার ছেলের মেয়র থাকাকালীন তার অ-সমাপ্ত উন্নয়ন কাজের পরিপূর্ণ রুপে প্রকাশ করা
সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ সম্পাদনা
জায়েদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করে গাজীপুরের নগরমাতা হন। ৪৮০টি কেন্দ্রের ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) পান ২ লক্ষ ২২ হাজার ৭৩৭ ভোট ও জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) পান ২ লক্ষ ৩৮ হাজার ৯৩৪ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে এগিয়ে থেকে জায়েদা খাতুন বিজয়ী হন।[৬]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ FNS24। "গাজীপুর সিটির প্রথম নারী মেয়র জায়েদা খাতুন"। Fns24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৬।
- ↑ "গাজীপুরে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়"। চ্যানেল ২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫।
- ↑ "গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫।
- ↑ Desk, Dhaka Post। "গৃহিণী থেকে নগরমাতা, কে এই জায়েদা খাতুন?"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১০।
- ↑ "জায়েদা খাতুনের বাজিমাত"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫।
- ↑ "গাজীপুরের নতুন মেয়র জায়েদা খাতুন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫।