জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম

ঢাকা জেলার একটি কওমি মাদ্রাসা

জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম ঢাকার বৃহত্তর মিরপুরের ১৩ নং সেকশন টিনশেড কলোনী এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ১৯৮৫ সালে মোহাম্মদুল্লাহ হাফেজ্জী এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) খোলা হয়। ২০২৩ সালে মাদ্রাসার ছাত্র সংখ্যা ৬২৯ ও শিক্ষক ও স্টাফ ৪৭ জন। প্রতি বছর হাদিসের গড় ছাত্র প্রায় ৫০ জন।

জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম
মাদ্রাসার লোগো
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৮৫ ইং
প্রতিষ্ঠাতামোহাম্মদুল্লাহ হাফেজ্জী[]
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪০ (২০২১)
শিক্ষার্থী৪০০ (২০২১)[]
অবস্থান
১৩, টিনশেড কলোনী, মিরপুর, ঢাকা
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটwww.jakhibd.com

বর্তমানে ইফতা বিভাগ তথা উচ্চতর ইসলামি আইন ও ফারায়েজ বিভাগ এবং তাফসির কোর্স চালু করা হয়েছে। মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল মাওলানা শহীদুল্লাহ কাসেমী।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আলম, মো. মোরশেদ (২০১৪)। হাদীস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান (১৯৭১-২০১২)বাংলাদেশ: ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২২৪। 
  2. "আমাদের সম্পর্কে"জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১