জামিয়া-তুল-মদিনা ( উর্দু : جامعۃ المدینہ ) দাওয়াতে ইসলামী কর্তৃক ভারতে, পাকিস্তানে এবং ইউরোপে এবং অন্যান্য দেশে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়গুলির একটি ধারা। জামিয়া-তুল-মদিনা ফয়জান-ই-মদিনা নামেও পরিচিত। দাওয়াত-ই-ইসলামী পাকিস্তান থেকে ইউরোপ পর্যন্ত স্থাপিত মাদ্রাসাগুলোর একটি বন্ধন।

জামিয়া-তুল-মদিনা
جامعۃ المدینہ
নীতিবাক্যمجھے اپنی اور ساری دنیا کے لوگوں کی اصلاح کی کوشش کرنی ہے، انشاء اللہ عزوجل (উর্দু)
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৯৫
অধিভুক্তিইসলাম
আচার্যমুহাম্মদ ইলিয়াছ কাদরী
উপাচার্যমুফতি মুহাম্মদ কাসিম কাদরী আতারি
শিক্ষার্থী৩০০০০+
অবস্থান,
পোশাকের রঙ     সবুজ
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

শাখার তালিকা সম্পাদনা

পাকিস্তানে জামিয়া-তুল-মদিনার ১০১৯ টি শাখা, ভারতে ২৩২ টি এবং অন্যান্য দেশে ৬৮ টি শাখা রয়েছে।

[১]

কার্যাবলী সম্পাদনা

প্রত্যেক জামিয়া-তুল-মদিনায় প্রতি সপ্তাহে ধর্মসভা অনুষ্ঠিত হয়।[২]

পাকিস্তানে সম্পাদনা

পাকিস্তানের করাচির জামিয়া-তুল-মদিনায় শিক্ষার্থীর সংখ্যা ১১৭১৯ জন।[৩]

ভারতে সম্পাদনা

মুম্বইের মোহাম্মদ আলী রোডে জামিয়া তুল মদিনা ফাইজানে কানজুল ইমান অবস্থিত ।

নং জামিয়া তুল মদিনা
(স্থানীয় নাম)
শহর, রাজ্য
ফয়জান-ই-মুজাহিদ-ই-মিলাত গোপীগঞ্জ, উত্তর প্রদেশ
ফাইজান-ই-আউলিয়া আহমেদাবাদ, গুজরাত
ফাইজান-ই-হুজুর সদরুল শরিয়া বারাণসী, উত্তরপ্রদেশ
ফয়জান-ই-রাজা আততার বাঘ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
ফাইজান-ই-সিদ্দিক ই আকবর তাজগঞ্জ, আগ্র, উত্তর প্রদেশ

অন্যান্য দেশগুলোতে সম্পাদনা

ইসলামিক শিক্ষার ফয়জান-এ-মদিনা ইনস্টিটিউট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে।[৪]

নং দেশের নাম জামিয়া তুল মদিনা
(স্থানীয় নাম)
ঠিকানা
বাংলাদেশ জামিয়া-তুল-মদিনা ঢাকা
বাংলাদেশ জামিয়া-তুল-মদিনা মুন্সীগঞ্জ
নেপাল জামিয়া-তুল-মদিনা নেপালগঞ্জ
কেনিয়া ফাইজান-ই-মদিনা কানজুল manমান মোম্বাসা, গঞ্জনি
ইংল্যান্ড ফয়জান-ই-মদিনা বার্মিংহাম

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. John L. Esposito; John Voll (১২ নভেম্বর ২০০৭)। Asian Islam in the 21st Century। Oxford University Press, USA। পৃষ্ঠা 59–। আইএসবিএন 978-0-19-804421-5 
  2. FORTY SPIRITUAL CURES (Including Medical Treatments): 40 Ruhani ilaj। IT Department Dawateislami। ২ এপ্রিল ২০১৫। পৃষ্ঠা 23–। GGKEY:B78F96Q4BYR। 
  3. "Pakistan - Jamia Tul Madina"dawateislami.net 
  4. Rafiq-ul-Haramayn। DawateIslami। পৃষ্ঠা 3–। আইএসবিএন 978-969-579-469-2 
  5. Francis Pryor (৩ জুন ২০১০)। The Making of the British Landscape: How We Have Transformed the Land, from Prehistory to Today। Penguin Books Limited। পৃষ্ঠা 508–। আইএসবিএন 978-0-14-194336-7