জামাই মেলা, গাজীপুর
জামাই মেলা বা জামাই মৎস মেলা বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত বার্ষিক গ্রাম্য মেলা।[১] মেলাটি প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অর্থাৎ বাংলা পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়।[২][৩]
জামাই মেলা, গাজীপুর | |
---|---|
অবস্থা | বাৎসরিক (পৌষ সংক্রান্তিতে) |
ধরণ | গ্রামীণ মেলা |
অবস্থান (সমূহ) | বিনিরাইল, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর জেলা |
দেশ | বাংলাদেশ |
প্রবর্তিত | ১৮০০ বা ১৯১০ |
অতি সাম্প্রতিক | ২০১৯ |
ইতিহাসসম্পাদনা
অনেকের মতে পৌষ সংক্রান্তি উপলক্ষে ১৯১০ সাল থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।[৪][৫] আবার অনেকের মতে, ১৮’শতকে মেলাটির প্রচলন হয়।[৬][৭] মূলত মৎস মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা নামে পরিচিতি পায়। প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরের কয়েকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ জানায়। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে মেলা উপলক্ষে তাদের পিতা-মাতার বাড়িতে আসেন। জামাতাগণ মেলা থেকে মৎস ক্রয় করে থাকেন যার ফলে এটি জামাই মেলা নামে পরিচিতি পায়।[৬] গাজীপুর ছাড়াও আশেপাশের জেলা থেকেও অনেকে মেলাটিতে আসেন।[৮]
মেলায় মৎস ছাড়া স্থানীয় বিক্রেতাগণ বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার যেমন, চমচম, রসগোল্লা, সন্দেশসহ আসবাবপত্র, খেলনা ইত্যাদি বিক্রি করেন। মেলায় কেনাকাটার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য অনুসারে বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা ও লাঠি খেলা ইত্যাদির আয়োজন করা হয়।[৯]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "শুধুই মাছের মেলা নয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "কালীগঞ্জে জামাই মেলা"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "কালীগঞ্জে মাছের মেলায় জামাই-শ্বশুরের প্রতিযোগিতা"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জামাই মৎস্য মেলা অনুষ্ঠিত"। ডিবিসি নিউজ টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "গাজীপুরে শতবর্ষের জামাই মৎস্য মেলা"। ঢাকাটাইমস২৪.কম। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ ক খ "জামাই মেলা"। সমকাল। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "জামাই মেলায় মানুষের ঢল"। বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "কালীগঞ্জে জামাই মেলা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "জামাই মেলায় উঠল মাছ, দাম ৬৫ হাজার টাকা!"। এনটিভি। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]