জাতীয় সড়ক ৩১এ (ভারত)

এই মহাসড়কটি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে দিয়ে গেছে। এর মোট দৈর্ঘ্য ৯১ কিলোমিটার। এটি সেভোকের কাছে ৩১ নং জাতীয় সড়ক থেকে শুরু হয়ে হয়ে সিকিমে প্রবেশ করে সিকিমের রাজধানী শহর গ্যাংটক পর্যন্ত গেছে।

জাতীয় সড়ক ৩১A shield}}
জাতীয় সড়ক ৩১A
পথের তথ্য
দৈর্ঘ্য৯১ কিমি (৫৭ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:সেভোক
প্রধান সংযোগস্থলএন এস ৩১
পর্যন্ত:গ্যাংটক
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ,সিকিম
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ৩১ এনএইচ ৩১B

গুরুত্ব সম্পাদনা

এই মহাসড়ক দ্বারা সিকিম পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষের সঙ্গে যুক্ত। সিকিমে রেলপথ নেই ফলে এই মহকসড়কটি যোগাযোগের একমাত্র মাধ্যম। সিকিমের সমস্ত ব্যবসা বাণিজ্য এই মহাসড়কের মাধ্যমে হয়।

পথ সম্পাদনা

পদটীকা সম্পাদনা