জাতীয় জুট মিলস লিমিটেড

জাতীয় জুট মিলস লিমিটেড বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[১] এটি রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে ঢাকা অঞ্চলের অধীনে থাকা ৭টি প্রতিষ্ঠানের[২] মধ্যে অন্যতম প্রধান পাটকল।[৩] প্রতিষ্ঠাকালীন সময় এটির নাম ছিলো কওমী জুট মিলস লিমিটেড যা পরবর্তীতে বন্ধ হয় যায় এবং ২০১১ সালে পুনরায় এটিকে বর্তমান নামে চালু করা হয়।[১]

জাতীয় জুট মিলস লিমিটেড
(সাবেকঃ কাওমী জুট মিলস লিমিটেড)
Jatio Jute Mills Ltd.
স্থানীয় নাম
জাতীয় জুট মিল
কওমী জুট মিল
ধরনসরকারি
শিল্পপাট শিল্প
বস্ত্র শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৬০; ৬৪ বছর আগে (1960)
সদরদপ্তর
রায়পুর, সিরাজগঞ্জ
,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহকাপড়, থলে, দড়ি
মালিকবাংলাদেশ পাটকল করপোরেশন

অবস্থান সম্পাদনা

বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার রায়পুরে এই শিল্প প্রতিষ্ঠানটি অবস্থিত।[৪]

ইতিহাস সম্পাদনা

এই শিল্প প্রতিষ্ঠানটি কওমী জুট মিল নামে ১৯৬০ সালে স্থাপিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়।[৪] ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেয়; পরবর্তীতে, ২০১১ সালে পুনরায় সরকারি অর্থায়নে এটিকে নতুন নামে চালু করা হয়।[১]

অবকাঠামো সম্পাদনা

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি ৭৫.২১ একর জায়গা জুড়ে অবস্থিত।[৪]

কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা সম্পাদনা

এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনস্থ হওয়ায় এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং ২৭, ১৯৭২ অনুযায়ী অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ জন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমযাদার অনূর্ধ্ব ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।[৫] বর্তমানে এখানে ৪ হাজার কর্মী কাজ করতে পারে।[১]

উৎপাদন ক্ষমতা সম্পাদনা

এই মিলে রয়েছে ২৫২ হেসিয়ান, ২৪৮ সেকিং, ৩২ সিবিসি ও ৫৮০ স্পিন্ডেল লুম এবং গড়ে এর মাসিক উৎপাদন ক্ষমতা ১০.৫৬ মেট্রিক টন হেসিয়ান, ৩৪.৫৬ মেট্রিক টন সেকিং ও ২.৮৮ মেট্রিক টন সিবিসি লুম।[৪]

উৎপাদিত পণ্য সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hasina reopens jute mill in Sirajganj"ডেইলি স্টার। ১০ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  2. "জনবল সংকটে চট্টগ্রামের ১০ রাষ্ট্রায়ত্ত পাটকল"দৈনিক যুগান্তর। ৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  3. "রাষ্ট্রায়ত্ত ২৬ পাটকল আধুনিকায়ন করবে চীন"দৈনিক বণিক বার্তা। ২০ আগস্ট ২০১৪। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  4. "জাতীয় জুট মিলস্ লিঃ"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 
  5. "বাংলাদেশ পাটকল করপোরেশন"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯ 

বহি:সংযোগ সম্পাদনা