জলছত্র বাজার

বাংলাদেশের মানব বসতি

জলছত্র বাজার হচ্ছে বাংলাদেশের মধুপুর উপজেলার আরণখোলা ইউনিয়নের একটি বাজার। এটি টাঙ্গাইল শহর থেকে ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ময়মনসিংহ থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মধুপুর জঙ্গলের অতি সন্নিকটে অবস্থিত।[১]

জলছত্র বাজার
গ্রাম
জলছত্র বাজার বাংলাদেশ-এ অবস্থিত
জলছত্র বাজার
জলছত্র বাজার
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৭′ উত্তর ৯০°১.৫′ পূর্ব / ২৪.৬১৭° উত্তর ৯০.০২৫০° পূর্ব / 24.617; 90.0250
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলামধুপুর উপজেলা
ইউনিয়নআরণখোলা ইউনিয়ন
উচ্চতা৩০ মিটার (১০০ ফুট)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

পরিচিতি সম্পাদনা

কলা এবং আনারস বিক্রির জন্য জলছত্র বিখ্যাত। এটাই অত্র অঞ্চলের সব থেকে বড় আনারস বাজার। মধুপুর অঞ্চলের ভূমি কলা এবং আনারসের চাষের জন্য খুবই উর্বর। বাংলাদেশে মোট উৎপাদিত আনারসের ৮০% জন্মে মধুপুর উপজেলায়। এই সকল আনারস এবং কলা প্রথমে জলছত্র বাজারে আনা হয়, এখান থেকেই সারা বাংলাদেশে পাঠানো হয়। এখানকার আনারস বাংলাদেশ হতে ইউরোপে রপ্তানি করা হয়।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "pineapple growers demand processing centre in Madhupur"। The Daily Independent, Bangladesh। ২০১৫-০৭-২২। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৬