জয়পুরহাট পৌরসভা

জয়পুরহাট জেলার একটি পৌরসভা

জয়পুরহাট সদর পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[২]

জয়পুরহাট সদর পৌরসভা
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাজয়পুরহাট জেলা
উপজেলাজয়পুরহাট সদর উপজেলা
প্রতিষ্ঠা১৯৭৫
সরকার
 • মেয়রমোঃ মোস্তাফিজুর রহমান[১]
আয়তন
 • মোট২০.৭২ বর্গকিমি (৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,০৬,৭২৯[২]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৯০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

প্রাচীর ভারত বর্ষের বিখ্যাত একটি হাটের নাম গোপেন্দ্রগঞ্জহাট। আর গোপেন্দ্রগঞ্জ হাটের পশ্চিম দিকে অবস্থিত বর্তমান খঞ্জনপুর অঞ্চলে রাজা জয়পাল বাস করতেন। তার নামানুসারে তখন ঐ অঞ্চলের নাম করণ জয়পুর করা হয়। ব্রিটিশ আমলে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত যে রেল যোগাযোগ স্থাপিত হয়, তা জয়পুরহাটের উপর দিয়েই হয়। ফলে সে সময় জয়পুরহাট রেল স্টেশন অনেক গুরুত্ব লাভ করে। কালের বিবর্তনে গোপেন্দ্রগঞ্জহাট এক সময়ে জয়পুরহাট নামে পরিচিত লাভ করে। এই জয়পুরহাট অবিভূক্ত ভারত বর্ষের বৃহত্তর দিনাজপুর জেলার পাঁচবিবি থানার বগুড়া জেলার অন্তর্ভুক্ত ছিলো। এলাকার গুরুত্ব এবং সমগ্র দেশের সাথে যোগাযোগের সুবিধার্থে এক সময় পাঁচবিবি থানাকে বগুড়া জেলার অন্তর্ভুক্ত এবং জয়পুরহাটকে নতুন থানা হিসাবে স্বীকৃতি দিয়ে বগুড়া জেলার অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে জয়পুরহাট থানার গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বগুড়া জেলার একটি মহকুমা হিসাবে জয়পুরহাট থানাকে মান উন্নীত করা হয়। দেশ স্বাধীনের পর নগরায়ণ ও ব্যবসায়িক কেন্দ্র হিসাবে জয়পুরহাটের গুরুত্ব বেড়ে গেলে ১৯৭৫ সালের ৮ই জানুয়ারী ২০.৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে জয়পুরহাট পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে পৌরসভার গুরুত্ব অনুধাবন করে ১৯ শে জুন ১৯৯১ সালে জয়পুরহাট পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে ৯টি ওয়ার্ড এবং ১,০৬,৭২৯ জন জনগোষ্ঠি নিয়ে এই প্রতিষ্ঠান।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ওয়ার্ডঃ ০৯ টি[২]

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

  • মোট আয়তনঃ ২০.৭২ বর্গ কি.মি.
  • মোট জনসংখ্যাঃ ১,০৬,৭২৯ জন[২]

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • শিক্ষার হারঃ ***%
  • শিক্ষা প্রতিষ্ঠানঃ

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়রঃ মোঃ মোস্তাফিজুর রহমান[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পৌরসভাসমূহের মেয়র-কাউন্সিলরবৃন্দ"joypurhat.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  2. "জয়পুরহাট পৌরসভার সংক্ষিপ্ত ইতিহাস"joypurhatpourashava.org। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  3. "এক নজরে জয়পুরহাট সদর পৌরসভা"joypurhatsadar.joypurhat.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০