জমিয়ত উলামায়ে হিন্দের ব্যক্তিত্বের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

জমিয়ত উলামায়ে হিন্দ ভারতীয় সুন্নি আলেমদের একটি সংগঠন। আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লী, আহমদ সাইদ দেহলভী এবং কেফায়াতুল্লাহ দেহলভী সহ একাধিক পণ্ডিত ১৯১৯ সালের নভেম্বরে এটি প্রতিষ্ঠা করেছিলেন। নীচে এই সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিদের একটি তালিকা রয়েছে।

উসমান মনসুরপুরীর নেতৃত্বে জমিয়ত উলামায়ে হিন্দের মাহমুদ মাদানি অংশের আলেমদের একটি প্রতিনিধি দল ২০১৭ সালের ৯ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেছেন।

প্রতিষ্ঠাতাদের তালিকা সম্পাদনা

সভাপতিদের তালিকা সম্পাদনা

নং নাম কার্যকাল রেফারেন্স
কেফায়াতুল্লাহ দেহলভি নভেম্বর ১৯২০ ১২ জুলাই ১৯৪০ [৫]
হুসাইন আহমদ মাদানি ১৩ জুলাই ১৯৪০ ৫ ডিসেম্বর ১৯৫৭
আহমদ সাইদ দেহলভী ডিসেম্বর ১৯৫৭ ৪ ডিসেম্বর ১৯৫৯ [৬][৭]
সৈয়দ ফখরুদ্দিন আহমদ ডিসেম্বর ১৯৫৯ ৫ এপ্রিল ১৯৭২ [৮]
আসআদ মাদানি ১১ আগস্ট ১৯৭৩ ৬ ফেব্রুয়ারি ২০০৬ [৯]
আরশাদ মাদানি ৭ ফেব্রুয়ারি ২০০৬ ৫ মার্চ ২০০৮ (জমিয়ত উলামায়ে হিন্দ দ্বিখণ্ডিত) [১০][১১][১২]

সাধারণ সম্পাদকদের তালিকা সম্পাদনা

নং নাম কার্যকাল রেফারেন্স
আহমদ সাইদ দেহলভী নভেম্বর ১৯২০ ১২ জুলাই ১৯৪০ [৫][১৩]
আবুল মুহাসিন মুহাম্মদ সাজ্জাদ ১৩ জুলাই ১৯৪০ ২৩ নভেম্বর ১৯৪০ [১৪]
আবদুল হালিম সিদ্দিকী নভেম্বর ১৯৪০ ১৯৪২ [১৫]
হিফজুর রহমান সিওহারভি ১৯৪২ ২ আগস্ট ১৯৬২ [১৫]
মুহাম্মদ মিয়া দেওবন্দি ১৯৬২ আগস্ট ১৯৬৩
আসআদ মাদানি ৯ আগস্ট ১৯৬৩ ১০ আগস্ট ১৯৭৩ [৯]
সৈয়দ আহমদ হাশমি ১১ আগস্ট ১৯৭৩ ২৮ জানুয়ারি ১৯৮০ [৯]
আসরারুল হক কাসেমি ২৯ জানুয়ারি ১৯৮০ ১১ অক্টোবর ১৯৯১ [৯]
মুফতি আব্দুল রাজ্জাক ১২ অক্টোবর ১৯৯১ ২২ জানুয়ারি ১৯৯৫ [৯]
১০ আবদুল আলেম ফারুকী ২৩ জানুয়ারি ১৯৯৫ ২০০১ [৯]
১১ মাহমুদ মাদানি ২০০১ ৫ মার্চ ২০০৮ (জমিয়ত উলামায়ে হিন্দ দ্বিখণ্ডিত)

জমিয়ত উলামায়ে হিন্দ (আরশাদ) সম্পাদনা

সভাপতিবৃন্দ সম্পাদনা

নং নাম কার্যকাল রেফারেন্স
আরশাদ মাদানি ৪ এপ্রিল ২০০৮ অফিসে

সাধারণ সম্পাদকবৃন্দ সম্পাদনা

নং নাম কার্যকাল রেফারেন্স
আবদুল আলেম ফারুকী ৫ এপ্রিল ২০০৮
মাসুম সাকিব কাসেমি ডিসেম্বর ২০২০ অফিসে [১৬]

জমিয়ত উলামায়ে হিন্দ (মাহমুদ) সম্পাদনা

সভাপতিবৃন্দ সম্পাদনা

নং নাম কার্যকাল রেফারেন্স
উসমান মনসুরপুরী ৫ এপ্রিল ২০০৮ ২১ মে ২০২১
মাহমুদ মাদানি ২৭ মে ২০২১ অন্তর্বর্তীকালীন সভাপতি [১৭]

সাধারণ সম্পাদকবৃন্দ সম্পাদনা

নং নাম কার্যকাল রেফারেন্স
মাহমুদ মাদানি ৫ এপ্রিল ২০০৮ ২৭ মে ২০২১ [১৮]
হাকিমুদ্দিন কাসেমি ২৭ মে ২০২১ অফিসে [১৮]

অন্যান্য সম্পাদনা

যেসকল ব্যক্তিরা জমিয়ত উলামায়ে হিন্দের কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অথবা অন্য যেকোনো দায়িত্ব পালন করেছেন, যেমন: কোনো রাজ্যের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. আসির আদ্রাভি ২০১৬, পৃ. ১৪৭।
  2. আসির আদ্রাভি ২০১৬, পৃ. ১৩।
  3. ওয়াসিফ দেহলভি ১৯৭০, পৃ. ১১৮-১১৯।
  4. আসির আদ্রাভি ২০১৬, পৃ. ১২৭।
  5. ওয়াসিফ দেহলভি ১৯৭০, পৃ. ৭৪।
  6. আসির আদ্রাভি ২০১৬, পৃ. ২১।
  7. মনসুরপুরী ২০১৪, পৃ. ১৯৪।
  8. মনসুরপুরী ২০১৪, পৃ. ১৯৮।
  9. জামি ১৯৯৫, পৃ. ৪৮০।
  10. "জমিয়ত উলামায়ে হিন্দ এবং আসআদ মাদানি"ইন্ডিয়াকানুন.অর্গ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 
  11. "জমিয়ত উলামায়ে হিন্দের ১০০ বছর"ইটিভি ভারত নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 
  12. "জমিয়ত উলামায়ে হিন্দ বিভক্ত"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 
  13. মনসুরপুরী ২০১৪, পৃ. ১৯৩।
  14. মনসুরপুরী ২০১৪, পৃ. ১৯৪-১৯৬।
  15. মনসুরপুরী ২০১৪, পৃ. ১৯৩, ১৯৭।
  16. "জমিয়ত উলামায়ে হিন্দের নাজিমে ওমুমি নির্বাচিত হওয়ার জন্য মুফতি মাসুম সাকিব কাসেমির অভিনন্দন"বাসিরাত অনলাইন (উর্দু ভাষায়)। ২০২০-১২-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 
  17. "মাওলানা মাহমুদ মাদানি জমিয়ত উলামায়ে হিন্দের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচিত হন"আউটলুকইন্ডিয়া.কম। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 
  18. "মাওলানা মাহমুদ মাদানি জমিয়ত উলামায়ে হিন্দের (এম) জাতীয় প্রধান নির্বাচিত"কিন্দিল (উর্দু ভাষায়)। ২০২১-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • ওয়াসিফ দেহলভি, হাফিজুর রহমান (১৯৭০)। জমিয়ত উলামা পার এক তারিখি তাবসিরাহ (উর্দু ভাষায়)। ওসিএলসি 16907808 
  • জামি, মুহাম্মদ সালিম, সম্পাদক (২৭ অক্টোবর ১৯৯৫)। "জমিয়ত উলামা সংখ্যা"। সাপ্তাহিক আল জমিয়ত (উর্দু ভাষায়)। জমিয়ত উলামায়ে হিন্দ। (৪৩)। 
  • মনসুরপুরী, সালমান (২০১৪)। তেহরিকে আজাদি হিন্দ মে মুসলিম উলামা আওর আওয়াম কা কিরদার (উর্দু ভাষায়)। দেওবন্দ: দ্বীনি কিতাব ঘর। 
  • আসির আদ্রাভি, নিজামুদ্দিন (এপ্রিল ২০১৬)। কারওয়ানে রাফতা : তাজকেরায়ে মাশাহিরে হিন্দ (উর্দু ভাষায়) (২ সংস্করণ)। দেওবন্দ: দারুল মুআল্লিফীন।