জন স্টোনস (ইংরেজি: John Stones; জন্ম: ২৮ মে ১৯৯৪) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

জন স্টোনস
২০১৫ সালে এভার্টনের হয়ে স্টোনস
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-05-28) ২৮ মে ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান বার্নজলি, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০২, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩ সালে, স্টোনস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৬ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জন স্টোনস ১৯৯৪ সালের ২৮শে মে তারিখে ইংল্যান্ডের বার্নজলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

ক্লাব ফুটবল সম্পাদনা

স্টোনস ২০১১ সালে বার্নজলি যোগদান করেছিলেন।[৩] ২০১২ সালের ১৭ই মার্চ তারিখে, বার্নজলির হয়ে তিনি অভিষেক করেছেন।[৪]

২০১৩ সালের ৩১শে জানুয়ারি তারিখে, স্টোনস ৩ মিলিয়ন ইউরোর বিনিময় বার্নজলি হতে এভার্টনে যোগদান করেছিলেন;[৫] এভার্টনের সাথে তিনি ৫ বছরের চুক্তি করেছিলেন। ১০ই ফেব্রুয়ারি তারিখে, ম্যানচেস্টার ইউনাইটেডর বিরুদ্ধে ম্যাচে তিনি এভার্টনের হয়ে অভিষেক করেছেন।[৬]

২০১৬ সালের ৯ই আগস্ট তারিখে, তৎকালীন সময়ে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে ৪৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময় এভার্টন হতে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছিলেন।[৭][৮][৯][১০] ম্যানচেস্টার সিটির সাথে তিনি ৬ বছরের চুক্তি করেছিলেন। ২০১৬–১৭ মৌসুমে ২৪ নম্বর জার্সি পরে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

স্টোনস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮ ১৫
২০১৯
২০২১ ১৬
২০২২
২০২৩
সর্বমোট ৬৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Manchester City Squad Players" [ম্যানচেস্টার সিটির খেলোয়াড়]। mancity.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার: ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 
  2. "Manchester City FC Squad Information 2022/2023 – Premier League" [ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২০২৩ – প্রিমিয়ার লিগ]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ২৬ এপ্রিল ২০২৩। ২৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৩ 
  3. "জন স্টোনস"ব্যারি হাগম্যান'স ফুটবলার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  4. "Barnsley 0–4 Reading"BBC Sport। ১৭ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১২ 
  5. "Everton sign defender John Stones from Barnsley"BBC Sport। ১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৪ 
  6. McNulty, Phil (১০ ফেব্রুয়ারি ২০১৩)। "Man Utd 2–0 Everton"BBC Sport। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৫ 
  7. "John Stones joins Manchester City in £47.5m deal"Sky Sports। ৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  8. "Manchester City complete £47.5m signing of John Stones from Everton"The Guardian। London। ৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  9. "John Stones: Manchester City sign Everton defender for £47.5m"BBC Sport। ৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 
  10. "Manchester City sign John Stones for £47.5m on a six-year deal"SoccerTransfers.net। ৯ আগস্ট ২০১৬। ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা