চোখ (১৯৮৩-এর চলচ্চিত্র)
উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত বাংলা চলচ্চিত্র
চোখ ১৯৮২ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র যা উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত এবং এখানে প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন ওম পুরী, অনিল চ্যাটার্জি, শ্যামানন্দ জালান ও শ্রীলা মজুমদার। ১৯৭৫ সালে কলকাতার পাট মিলের শ্রমিকদের নিপীড়ন ও অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে। [১] [২]
চোখ | |
---|---|
পরিচালক | উৎপলেন্দু চক্রবর্তী |
প্রযোজক | তথ্য ও সংস্কৃতি বিভাগ,পশ্চিমবঙ্গ সরকার |
রচয়িতা | উৎপলেন্দু চক্রবর্তী অক্ষয় উপাধ্যায় (হিন্দি সংলাপ) |
কাহিনিকার | উৎপলেন্দু চক্রবর্তী |
শ্রেষ্ঠাংশে | ওম পুরী অনিল চ্যাটার্জি শ্যামানন্দ জালান শ্রীলা মজুমদার |
সুরকার | উৎপলেন্দু চক্রবর্তী |
চিত্রগ্রাহক | শক্তি ব্যানার্জি |
সম্পাদক | বুলু ঘোষ |
মুক্তি | ১৯৮২ (ভারত) ফেব্রুয়ারী ২৩, ১৯৮৩ (বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) |
স্থিতিকাল | ৯৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
৩০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সেরা ফিচার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন। [৩] [৪]
অভিনয়
সম্পাদনা- ওম পুরী - যদুনাথের চরিত্রে
- অনিল চট্টোপাধ্যায়- ডাঃ মুখার্জির চরিত্রে
- শ্যামানন্দ জালান- কারখানার মালিক
- শ্রীলা মজুমদার যদুনাথের বিধবা চরিত্রে
- মাধবী মুখার্জি (অতিথি উপস্থিতি)
- অশোক ব্যানার্জি
- বৈদ্যনাথ ব্যানার্জী
- গৌতম ব্যানার্জি
- মঞ্জু ব্যানার্জী
- নেপাল বণিক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chokh"। Upperstall.com। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৪।
- ↑ Chaudhuri, Sukanta (১৯৯০)। Calcutta, the Living City: The present and future। Oxford University Press। পৃষ্ঠা 313। আইএসবিএন 9780195625868।
- ↑ "30th National Film Awards"। International Film Festival of India। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১১।
- ↑ "30th National Film Awards (PDF)" (পিডিএফ)। Directorate of Film Festivals। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১১।