উৎপলেন্দু চক্রবর্তী

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

উৎপলেন্দু চক্রবর্তী (জন্ম ১৯৪৮ - ২০ আগস্ট ২০২৪)[] ছিলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক, লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব।

উৎপলেন্দু চক্রবর্তী
জন্ম১৯৪৮ (1948)
মৃত্যু (বয়স ৭৬)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র নির্মাতা
উল্লেখযোগ্য কর্ম
চোখ
ময়না তদন্ত
দাম্পত্য সঙ্গীইন্দ্রানী চক্রবর্তী (বিচ্ছেদ)[]
শতরূপা সান্যাল (আলাদা)
সন্তান৩, ঋতাভরী চক্রবর্তী সহ

জীবন ও কর্মজীবন

সম্পাদনা

উৎপলেন্দু চক্রবর্তী ১৯৪৮ সালে অধুনা বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এম এ পাশ করেন।[] 

চক্রবর্তী ছাত্রজীবনে বাম রাজনীতিতে জড়িত ছিলেন এবং আদিবাসীদের মধ্যে সময় কাটাতেন। যদিও তিনি শিক্ষক হিসাবে জীবন শুরু করেছিলেন, তবে তার আবেগ ছিল চলচ্চিত্র। তিনি বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তারমধ্যে ময়না তদন্ত, চোখ এবং দেবশিশু উল্লেখযোগ্য। তিনি চলচ্চিত্র পরিচালনায় রাষ্ট্রপতি পুরস্কার এবং জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আমার সঙ্গে মেয়েদেরও মেরেই ফেলত উৎপলেন্দু 
  2. "Breaking:প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী"aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০ 
  3. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008, page 591
  4. "বাবাকে হারালেন ঋতাভরী, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী"News18 বাংলা। ২০২৪-০৮-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০ 
  5. "প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী"sangbadpratidin.in। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২০