চিলমারী ইউনিয়ন, দৌলতপুর
চিলমারী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ১২১.৩৪ কিমি২ (৪৬.৮৫ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,০৯৪ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৯টি ও মৌজার সংখ্যা ০৮টি।এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫,৪২৯ জন।[২][৩]
চিলমারী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চিলমারী ইউনিয়ন, দৌলতপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪′৩৮″ উত্তর ৮৮°৪৩′৫৫″ পূর্ব / ২৪.০৭৭২২° উত্তর ৮৮.৭৩১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | কুষ্টিয়া জেলা |
উপজেলা | দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া ![]() |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৩ সাল। |
আয়তন | |
• মোট | ১২১.৩৪ বর্গকিমি (৪৬.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২১,০৯৪ |
• জনঘনত্ব | ১৭০/বর্গকিমি (৪৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭০৫২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা-সম্পাদনা
চিলমারী ইউনিয়ন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি ইউনিয়ন। এটি দৌলতপুর উপজেলার মূলকেন্দ্র থেকে উত্তর-পশ্চিম দিকে অবস্থিত এবং এই ইউনিয়নের একাংশ বাংলাবাজার গ্রাম,ডিগ্রির চর গ্রাম ভারতের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই ইউনিয়ন টির পার্শ্ববর্তী ইউনিয়ন রামকৃষ্ণপুর ইউনিয়ন। এই ইউনিয়নের একটি অংশ মানিকের চর গ্রাম উত্তর দিকে অবস্থিত। দক্ষিণে রয়েছে প্রাগপুর ইউনিয়ন।
ধর্মালম্বীদের এবং বিশেষ বিশেষ স্থানসম্পাদনা
বিশেষ বিশেষ স্থানের সংখ্যা এবং ধর্মালম্বীদের সংখ্যা নিম্নরুপ------ |
---|
১.মসজিদের সংখ্যাঃ---------------৩৬ টি। |
২.মন্দিরের সংখ্যাঃ --------------- নেই। |
৩.মুসলিম ধর্মালম্বীদের সংখ্যা ---(৯৯.৯৩%) |
৪.হিন্দু ধর্মালম্বীদের সংখ্যা ------(০.০৭%) |
৫.কমিউনিটি ক্লিনিক-------------- ০১ টি। |
৬.ভূমি অফিস (অস্থায়ী)---------- ০১ টি। |
৭. নেটওয়ার্ক টাওয়ারের সংখ্যা---২ টা। |
৮.বৈদ্যুতিক সাবস্টেশন------------০১ টি। |
৯. |
১০. |
মৌজা ০৮ টি। যথা-সম্পাদনা
১.উদয়নগর ( হালঃ০১)
২.রামকৃষ্ণপুর (হাল: ৮)
৩.লিপ্ত পয়স্থি রামকৃষ্ণপুর (হাল: ৯ )
৪.চর ভবনন্দদিয়ার (হাল: ১০)
৫. তেমাদিয়া (হাল: ১১)
৬.রাজাপুর (হাল: ১২)
৭.রামকৃষ্ণপুর (হাল: ১৩)
৮.বাজুমারা (হাল: ১৪)
ইতিহাসসম্পাদনা
প্রশাসনিক এলাকাসম্পাদনা
ক্রমিক নং | গ্রামের নাম | ওয়ার্ড নং | মন্তব্য |
১ | জোতাশাহী | ০১ | |
২ | পূর্ব বাজুমারা | ০১ | |
৩ | উত্তর চকরাজাপুর | ০২ | |
৪ | উত্তর উদয়নগর | ০৩ | |
৫ | তেমাদিয়া | ০৩ | |
৬ | মধ্য উদয়নগর | ০৩ | |
৭ | উত্তর খাজিরাথাক | ০৪ | |
৮ | পশ্চিম উদয়নগর | ০৪ | |
৯ | ডিগ্রীর চর | ০৫ | |
১০ | দক্ষিণ খারিজাথাক | ০৫ | |
১১ | চর বাহিরমাদী | ০৬ | |
১২ | দক্ষিণ বাজুমারা | ০৬ | |
১৩ | পুর্ব আমদানীঘাট | ০৭ | |
১৪ | পূর্ব চর রামকৃষ্ণপুর | ০৭ | |
১৫ | পশ্চিম আমদানী ঘাট | ০৮ | |
১৬ | পশ্চিম চর রামকৃষ্ণপুর | ০৮ | |
১৭ | চর সরকার পাড়া | ০৯ | |
১৮ | পশ্চিম চর ভবনন্দদিয়াড় | ০৯ | |
১৯ | পুর্ব চর ভবনন্দদিয়াড় | ০৯ |
আয়তন ও জনসংখ্যাসম্পাদনা
আয়তন ১২১.৩৪ বর্গকিমি।আয়তনের দিক দিয়ে দৌলতপুর উপজেলার মধ্যে দ্বিতীয়।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
- প্রাথমিক বিদ্যালয়ঃ-১৪ টি
- ৪৬ নং জোতাশাহী সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৪৩ সাল)।
- বাজুমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯২২ সাল)।
- ১৬৬ নং তেমাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৯০ সাল)।
- ৪৯ নং উদয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৭৩ সাল)।
- ৪৩ নং চিলমারী ১৭০০ বিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৩২ সাল)।
- নাসির উদ্দিন বিশ্বাস চিলমারী বিডিআর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৯১ সাল)।
- ১০৮ নং পশ্চিম উদয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৬৭ সাল)।
- ১৭১ নং পূর্ব বাজুমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৯০ সাল)।
- চর ভবানন্দদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৯১ সাল)।
- ৪৮ নং চিলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৬৫ সাল)।
- ৪৭ নং চর বাজুমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৪৬ সাল)।
- খাজিরাথাক সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৪০ সাল)।
- ১১৮ নং পূর্ব খাজিরাথাক সরকারী প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত:১৯৭২ সাল)।
- ৪৪ নং সামারভিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়(স্থাপিত: ১৯৩৫ সাল)।
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এন্ড মডেল একাডেমিঃ-০২ টি।
- উদয়নগর সীমান্ত রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। (স্থাপিত:১৯৮৫ সাল)।
- বাহেরমাদি মডেল শিশু একাডেমী এন্ড কোচিং সেন্টার (স্থাপিত:২০২০ সাল)।
- মাধ্যমিক বিদ্যালয়ঃ-০৩ টি
- জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয় -কোডঃ ১১৭৫০৭, -স্থাপিতঃ ১৯৪৩ সাল।
- চিলমারী আবদুল জব্বার হাজী পান্ডব আলী মাধ্যমিক বিদ্যালয় -কোডঃ ১১৭৫২০, -স্থাপিতঃ ০৩ জানুয়ারী, ১৯৭০ সাল।
- খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয় -কোডঃ ১১৭৫৫১, -স্থাপিতঃ ১৯৯৫ সাল।
- মাদ্রাসাঃ-০১ টি
বাজুমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসা। স্থাপিতঃ ১৯৭০ সাল। কোডঃ- ১১৭৫৮৯
হাট-বাজারসম্পাদনা
সরকারী বাজারঃ -------------------০২ টি। |
---|
১.চিলমারী বাজার। |
২.চিলমারী গরুর হাট। |
বেসরকারী বাজারঃ ----------------১০ টি। |
---|
১.সাতের মোড় বাজার। |
২.বাহেরমাদী বাজার। |
৩.বাজুমারা বাজার। |
৪.মানিকের চর বাজার। |
৫.মনছুরের বাজার। |
৬.রাজধানীর মোড় বাজার। |
৭.গোরস্থান বাজার। |
৮.ক্লিক মোড় বাজার। |
৯.আহাদের বাজার। |
১০.বাংলা বাজার। |
নদ-নদীসম্পাদনা
- পদ্মা নদী।
ইউপি চেয়ারম্যানসম্পাদনা
- বর্তমান ইউপি চেয়ারম্যান:
- ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান
- পূর্বতন চেয়ারম্যান গনের পর্যায়ক্রমঃ-
- মরহুম শামসুদ্দিন আহম্মদ
- মরহুম দারোগ আলী সরকার
- মরহুম তোফাজ্জল হোসেন
- মরহুম আব্দুল জব্বার দেওয়ান
- মরহুম.আব্দুল আওয়াল মৌলবী
- মরহুম মোজাম্মেল হোসেন
- ডি.এম.সাইফুল ইসলাম শেলী দেওয়ান
=>১৯৯১ সাল-১৯৯৭ সাল।
- মরহুম নওয়াব আলী মোল্লা
- ডি.এম.সাইফুল ইসলাম শেলী দেওয়ান
=>২০০৩ সাল-২০১১সাল।
- সৈয়দ আহম্মদ
=> ০৪ জুন,২০১১ সাল-২০১৬ সাল।
- সৈয়দ আহম্মদ
=> ৩১ মার্চ,২০১৬ সাল-২০২১ সাল।
- ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান
=> ২৮ নভেঃ,২০২১ইং-বর্তমান।
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ↑ "মরিচা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "চিলমারী ইউনিয়ন"। http://bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০২।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)