চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ফরিদগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। []

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
ঠিকানা
১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন, চান্দ্রা বাজার


তথ্য
ধরনআধাসরকারী
প্রতিষ্ঠাকাল১৯১৮
প্রতিষ্ঠাতাকরিমবক্স পাটওয়ারী
বিদ্যালয় জেলাচাঁদপুর
অধ্যক্ষমকবুল আহম্মেদ
শ্রেণিষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যাসহস্রাধিক
ভাষাবাংলা ও ইংরেজি

অবস্থান

সম্পাদনা

এই বিদ্যালয়টি ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের চান্দ্রা বাজারের দক্ষিণ পাশের প্রবেশমুখে মদনেরগাঁও গ্রামে অবস্থিত। []

ইতিহাস

সম্পাদনা

এটি উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসেবে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হলেও মূলত ১৮৮২ সালে বর্তমান ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের জমিদার পরিবারের সন্তান করিমবক্স পাটওয়ারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নিজের জমি দান করেন এবং পিতার নামে ঐ বিদ্যালয়ের নাম ইমাম আলী প্রাথমিক বিদ্যালয় রাখেন। পরবর্তীতে ইংরেজি স্কুল হিসেবে এটি ১৯০২ সালে উন্নিত হয়। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে এটি ১৯২৫ সালে মেট্রিক পর্যন্ত অন্তর্ভুক্ত হয়। []

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

এখানে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাধারণ, কমার্স ও বিজ্ঞান বিভাগ রয়েছে।

বিদ্যালয়ের অবকাঠামো

সম্পাদনা

বিদ্যালয়টি প্রায় ১.৫২ একর জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির তিনটি ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে ১নং ভবনটি উত্তরমুখী এবং কক্ষ সংখ্যা ২২টি। এতে রয়েছে পাঠাগার, বিজ্ঞান কক্ষ ও কম্পিউটার কক্ষ। ২নং ভবনটি দক্ষিণমুখী এর কক্ষ সংখ্যা ৩টি। আর ৩নং ভবনটি পূর্বমুখী। []

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ - ফরিদগঞ্জ উপজেলা তথ্যবাতায়ন"। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮