চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত ফরিদগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[১]
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ | |
---|---|
ঠিকানা | |
১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন, চান্দ্রা বাজার | |
তথ্য | |
ধরন | আধাসরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯১৮ |
প্রতিষ্ঠাতা | করিমবক্স পাটওয়ারী |
বিদ্যালয় জেলা | চাঁদপুর |
অধ্যক্ষ | মকবুল আহম্মেদ |
শ্রেণি | ষষ্ঠ — দ্বাদশ |
অবস্থান
সম্পাদনাএই বিদ্যালয়টি ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের চান্দ্রা বাজারের দক্ষিণ পাশের প্রবেশমুখে মদনেরগাঁও গ্রামে অবস্থিত।[১]
ইতিহাস
সম্পাদনাএটি উচ্চ বিদ্যালয় ও কলেজ হিসেবে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হলেও মূলত ১৮৮২ সালে বর্তমান ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের করিমবক্স পাটওয়ারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নিজের জমি দান করেন এবং পিতার নামে ঐ বিদ্যালয়ের নাম ইমাম আলী প্রাথমিক বিদ্যালয় রাখেন। পরবর্তীতে ইংরেজি স্কুল হিসেবে এটি ১৯০২ সালে উন্নিত হয়। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে এটি ১৯২৫ সালে মেট্রিক পর্যন্ত অন্তর্ভুক্ত হয়।[১]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাএখানে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাধারণ, কমার্স ও বিজ্ঞান বিভাগ রয়েছে।
বিদ্যালয়ের অবকাঠামো
সম্পাদনাবিদ্যালয়টি প্রায় ১.৫২ একর জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির তিনটি ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে ১নং ভবনটি উত্তরমুখী এবং কক্ষ সংখ্যা ২২টি। এতে রয়েছে পাঠাগার, বিজ্ঞান কক্ষ ও কম্পিউটার কক্ষ। ২নং ভবনটি দক্ষিণমুখী এর কক্ষ সংখ্যা ৩টি। আর ৩নং ভবনটি পূর্বমুখী।[১]
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- লে. কর্নেল আবু ওসমান চৌধুরী — মুক্তিযোদ্ধা, ৮নং সেক্টর কমান্ডার
- হাশেম খান — খ্যাতিমান ও বরেণ্য চিত্র শিল্পী
- মাক্ছুদুর রহমান পাটওয়ারী — ভূমি মন্ত্রণালয়ের সচিব