চাঁপাইগাছির বিল

কুষ্টিয়া জেলার বিল

চাঁপাইগাছির বিল বা নান্দিয়ার বিল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি বিল[১][২] বিলটি কুষ্টিয়া জেলার জনগণের মাছের চাহিদা পূরণ করে এবং এই বিলের মাছ আশেপাশের জেলাগুলোতে বাজারজাত হয়ে থাকে। সেই সাথে বিলটি কুষ্টিয়া জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান।[৩][৪] সাগরখালী নদীর একটি অংশ এই বিলের সাথে মিশে গিয়েছে।

চাঁপাইগাছির বিল
নান্দিয়ার বিল
অবস্থাননান্দিয়া, পাটিকাবাড়ী, কুষ্টিয়া-৭০০০, খুলনা বিভাগ,  বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৭′২৩″ উত্তর ৮৯°০২′২৮″ পূর্ব / ২৩.৭৮৯৬৮১০° উত্তর ৮৯.০৪১০৩৪২° পূর্ব / 23.7896810; 89.0410342
সর্বাধিক দৈর্ঘ্য৯,০০০ মি.
সর্বাধিক প্রস্থ১,২০০ মি.

অবস্থান সম্পাদনা

এই এই বিলের সাথে কুষ্টিয়া জেলার ০৪টি ইউনিয়নের বেশকিছু গ্রামের সাথে সংযোগ রয়েছে। এগুলো হলো-

মাছচাষ সম্পাদনা

বিলটিতে মাছ চাষ করা হয়ে থাকে‌। মাছ চাষ ও বাজারজাতকরণের জন্য নান্দিয়া গ্রামছ একটি সমিতি রয়েছে, এর নাম “নান্দিয়া মাছের সেন্টার”। বিলটি প্রতি ০৫ বছর পরপর ইজারা প্রদান করা হয়।

চিত্রশালা সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. তারিকুল হক তারিক, কুষ্টিয়া (২০১৭-০৯-০৯)। "৪৬ বছর ধরে চলছে দুই গ্রুপের হানাহানি"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩ 
  2. "দর্শনীয় স্থান"জাতীয় তথ্য বাতায়ন-পাটিকাবাড়ী ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩ 
  3. "চাঁপাইগাছির বিল"জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১৩ 
  4. Hossain, Feda Al (২০২২-০৯-২৮)। "5 amazing places to visit in Kushtia"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭