আইলচারা ইউনিয়ন

কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন

আইলচারা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৫৫.৬১ কিমি (২১.৪৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারির হিসেব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৬,৮১৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ২টি।[২]

আইলচারা ইউনিয়ন
ইউনিয়ন
আইলচারা ইউনিয়ন
আইলচারা ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
আইলচারা ইউনিয়ন
আইলচারা ইউনিয়ন
আইলচারা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
আইলচারা ইউনিয়ন
আইলচারা ইউনিয়ন
বাংলাদেশে আইলচারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫১′৩০.৬″ উত্তর ৮৯°২′৮.৯″ পূর্ব / ২৩.৮৫৮৫০০° উত্তর ৮৯.০৩৫৮০৬° পূর্ব / 23.858500; 89.035806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুষ্টিয়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৭৪
আয়তন
 • মোট৫৫.৬১ বর্গকিমি (২১.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট১৬,৮১৭
 • জনঘনত্ব৩০০/বর্গকিমি (৭৮০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সাংগঠনিক কাঠামো সম্পাদনা

 
ইউনিয়নের সাংগঠনিক কাঠামো

বর্তমান পরিষদ সম্পাদনা

  • মোঃ সিদ্দিকুর রহমান, (ইউপি চেয়ারম্যান সমগ্র) ০১৭১৬-৮৩০৬৪৫
  • মোঃ আব্দুল মালেক, (সচিব ইউপি সমগ্র ) ০১৭৪৫-০৩২৩৯১
  • মোছাঃ রেহেনা পারভীন, (সদস্য ইউপি সংরক্ষিত আসন-১) ০১৭১০২৮৩৮২৫
  • মোছাঃ চায়না খাতুন, (সদস্য ইউপি সংরক্ষিত আসন-২) ০১৭৯৩৪৫৬৫৬৪
  • মোছাঃ আলেয়া বেগম, (সদস্য ইউপি সংরক্ষিত আসন-৩) ০১৭২৭১২৮৪৬২
  • মোঃ ইছাহক আলী, (সদস্য ইউপি সাধারন আসন-১) ০১৭১৬৬৮৩১৪৩
  • সাদ আহমেদ, (সদস্য ইউপি সাধারন আসন-২) ০১৭২৯৩৭৬২৮৪
  • মোঃ রজব আলী, (সদস্যইউপি সাধারন আসন-৩) ০১৭১৮-৮৬০৩৫৭
  • মোঃ বাবুল আক্তার, (সদস্য ইউপি সাধারন আসন-৪) ০১৯১৯৮৯৫৮০২
  • মোঃ জুয়েল রানা, (সদস্য ইউপি সাধারন আসন-৫) ০১৭১২-৪৬৯২৩৬
  • মোঃ জসিদ উদ্দিন, (সদস্য ইউপি সাধারন আসন-৬) ০১৭৩২৫৯৮৩৯৬
  • মোঃ রবিউল ইসলাম, (সদস্য ইউপি সাধারন আসন-৭) ০১৭১১-২৩৭১০৫
  • মোঃ সিরাজুল ইসলাম, (সদস্য ইউপি সাধারন আসন-৮) ০১৭৩২-০০৪৬০৬
  • মোঃ আব্দুল মজিদ মোল্লা, (সদস্য ইউপি সাধারন আসন-৯)

পূর্বতন চেয়ারম্যান বৃন্দ সম্পাদনা

কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৭নং আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের তালিকা পূর্বতন ও বর্তমান

  1. মোঃ আছানুর রহমান
  2. মোঃ বিমল বিম্বাস
  3. মোঃ মোতালেব হোসেন
  4. মোঃ ছিদ্দিকুর রহমান (বর্তমান)

গ্রাম সমূহ সম্পাদনা

বড় আইলচারা, বল্লভপুর, সন্তেষপুর, আমানতপুর, বাগডাঙ্গা, খোর্দ আইলচারা, সওড়াতলা, নাজিরপুর, গোয়ালবাড়ী, কৃষ্ণপুর।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • আইলচারা মহাবিদ্যালয়
  • আইলচারা মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৪)
  • ৪৩ নং বড়আইলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ৪৫ নং বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ১১৩ নং আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলেয়া বেগম মাদ্রাসা, আইলচারা

পেশাজীবি সংগঠন সম্পাদনা

  • আইলচারা চাউল মালিক সমিতি
  • আইলচারা উল্কা ক্লাব
  • খোর্দ আইলচারা রেনেসা ক্লাব

একটি দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে পেশাজীবীদের অবদান অনস্বীকার্য। তাঁরা দেশের উন্নয়ন, কৃষি, যোগাযোগ, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য, জনকল্যাণ, প্রশাসন, নিরাপত্তা ইত্যাদি খাতে নিরলস কাজ করে যাচ্ছেন। পেশাজীবীরা তাঁদের পেশার স্বার্থে এবং নিজেদের কল্যাণে সংগঠন করবেন, যা তাঁদের গণতান্ত্রিক অধিকার। আমাদের দেশে চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আমলা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক—প্রত্যেক পেশাজীবীর পৃথক সংগঠন আছে। এ ধরনের সংগঠনগুলো সম্পূর্ণ অরাজনৈতিক।

সাংস্কৃতিক সংগঠন সম্পাদনা

  • বড় আইলচারা উল্কা ক্লাব
  • আমানতপুর ক্লাব

আইলচারা ইউনিয়ন পরিষদের বাউল শিল্পের তালিকা সম্পাদনা

  • মোঃ আসান ফকির (বাউল সম্রাট)
  • মোছাঃ শিল্পী আক্তার (বাউল সম্রাট) স্বাধক

ক্রীড়া সংগঠন সম্পাদনা

  • বড় আইলচারা উল্কা ক্লাব
  • আমানতপুর ক্লাব
  • বাগডাঙ্গা যুব উন্নয়ন ক্লাব
  • রেনেসা ক্লাব খোর্দ আইলচারা

ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদনা

মসজিদ সম্পাদনা

বড় আইলচারা পশুহাটের জামে মসজিদ, বড় আইলচারা জোয়াদ্দার পাড়া জামে মসজিদ, বড় আইলচারা বাঘপাড়া জামে মসজিদ, বড় আইলচারা মাদ্রাসা পাড়া জামে মসজিদ, বল্লভপুর মোড় জামে মসজিদ, বল্লভপুর মধ্যপাড়া জামে মসজিদ, বল্লভপুর ক্যানাল পাড়া জামে মসজিদ, আমানতপুর উত্তর পাড়া ওয়াক্তিয়া মসজিদ, বাগডাঙ্গা গোরস্থান ওয়াক্তিয়া মসজিদ, বাগডাঙ্গা শেখ পাড়া জামে মসজিদ, বাগডাঙ্গা দক্ষিন পাড়া জামে মসজিদ, খোর্দ আইলচারা হাটপাড়া জামে মসজিদ, খোর্দ আইলচারা মন্ডলপাড়া জামে মসজিদ, নাজিরপুর জামে মসজিদ, গোয়ালবাড়ী জামে মসজিদ, সওড়াতলা জামে মসজিদ, কৃষ্ণপুর জামে মসজিদ, বল্লভপুর মাঠপাড়া জামে মসজিদ।

গোরস্থান সম্পাদনা

বড় আইলচারা পশ্চিম পাড়া গোরস্থান, মন্ডলপাড়া গোরস্থান, বাগডাঙ্গা গোরস্থান, খোর্দ আইলচারা গোরস্থান, বল্লভপুর গোরস্থান, আমানতপুর গোরস্থান, গোয়ালবাড়ী গোরস্থান, নাজিরপুর গোরস্থান।

ব্যাংক সম্পাদনা

আইলচারা কৃষি ব্যাংক সম্পাদনা

অত্র আইলচারা ইউনিয়ন পরিষদ এলাকায় একটি মাত্র ব্যংক আছে আইলচারা বাজার কৃষি ব্যাংক শাখায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।

  • কৃষি ঋন প্রদান
  • গরু মোটাতাজাকরন এর উপর লোন।
  • সিসি লোন
  • বিভিন্ন ধরনরে ঋন প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের একাউন্ট খোলা হয় যেমন মাসিক সঞ্চয়ী হিসাব খোলা হয় ইত্যাদি ।

এনজিও সম্পাদনা

অত্র ৭নং আইলচারা ইউনিয়ন পরিষদ এলাকায় এনজিও এর কোন প্রতিষ্ঠান নেই।বিভিন এনজিও গ্রামে গিয়ে অসহায় মানুষের মাঝে ঋন কার্যক্রম প্রদান করে থাকে । যেমনঃ- আশা, ব্র্যাক, জাগরনী, গ্রামীন ব্যাংক ইত্যাদি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আইলচারা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০