সাগরখালী নদী

কুষ্টিয়া জেলার নদী

সাগরখালী নদী কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি ছোট নদী।[২][১][৩]

সাগরখালী নদী
মিরপুর উপজেলার আমলাসদরপুর ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত সাগরখালী নদী
মাজিহাটে সাগরখালী নদীতে পানি কম থাকায় স্থানীয় ব্যক্তিরা মাছ ধরছেন
ব্যুৎপত্তিহিশনা-ঝাঞ্চা নদী
অবস্থান
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা
জেলাকুষ্টিয়া
উপজেলা
ইউনিয়ন
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎসপদ্মা নদী
মোহনামাথাভাঙ্গা নদী
দৈর্ঘ্য১৫ কিলোমিটার (৯.৩ মা)[১]

এই নদীটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষ দেয়। প্যারীসুন্দরী দেবী এই ব্রিটিশ বিরোধীন আন্দোলন করেন। তিনি প্রায় দুই শতাধিক ব্রিটিশকে জমিদার বাড়িতে বলি দেন এবং সেই ব্রিটিশদের রক্ত সাগরখালী নদীতে বয়ে যায়।[৪]

প্রবাহ

সম্পাদনা

নদীটি কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার পদ্মা নদীর অংশ থেকে উৎপত্তি হয়ে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন, চিথলিয়া ইউনিয়ন, আমলা ইউনিয়নসদরপুর ইউনিয়ন হয়ে দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়ন মাথাভাঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়েছে।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এস.এম. আলী আহসান পান্না, কুষ্টিয়া (২০১৯-০২-২৬)। "কুষ্টিয়ায় নদী দখলের মহোৎসব"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫ 
  2. "নদীসমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-মিরপুর উপজেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫ 
  3. এ.এইচ.এম আরিফ, কুষ্টিয়া (২০২২-০১-২২)। "অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার আট নদী"আলোকিত বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫ 
  4. "সাগরখালী নদী ও সদরপুর বাজার"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-সদরপুর ইউনিয়ন, মিরপুর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা