চাঁদপুর সরকারি মহিলা কলেজ
চাঁদপুর সরকারি মহিলা কলেজ বাংলাদেশের চাঁদপুর জেলার একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এককভাবে নারী শিক্ষায় জেলার প্রথম কলেজ হিসেবে এটি পরিচিত। এ কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
অন্যান্য নাম | চাঁদপুর মহিলা কলেজ |
---|---|
নীতিবাক্য | শিক্ষা ইমান সেবা |
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৪ আগষ্ট,১৯৬৪ |
প্রতিষ্ঠাতা | হোসেন শহীদ সোহরাওয়ার্দী |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | প্রফেসর মো: মাসুদুর রহমান আবুল খায়ের খান (উপাধ্যক্ষ) [১] |
শিক্ষার্থী | ১৪,০০০+ |
স্নাতক | B.A, B.S.S, B.B.A, B.Sc |
স্নাতকোত্তর | M.A, M.S.S, M.B.A, M.Sc |
ঠিকানা | কলেজ রোড, নাজিরপাড়া , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা ও ইংরেজি |
সংক্ষিপ্ত নাম | CGMC |
ওয়েবসাইট | [১] |
প্রতিষ্ঠার পটভূমিসম্পাদনা
সরকারি করণসম্পাদনা
ক্যাম্পাসসম্পাদনা
কলেজে ২৮ জন শিক্ষকসহ মোট ২৪০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। নারীদের কলেজ হিসেবে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তাসহ কলেজ আঙ্গিনায় ২৫০ জন শিক্ষার্থী বসবাসের উপযোগী করে তিনটি হোস্টেল রয়েছে।
অনুষদ ও বিভাগসমুহসম্পাদনা
১৯৬৯ সালে বিএ এবং বিবিএস কোর্স চালু করা হয়। ১৯৮৪ সালে, কলেজ জাতীয়করণ এবং এইভাবে একটি সরকারি কলেজ হয়ে ওঠে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে বাংলা ও ইতিহাসে এবং ২০০৯ -১০ সালে ইংরেজী ও সমাজকল্যাণে সম্মাননা কোর্স শুরু হয়। একই বছরে (২০০৯-১০) এইচএসসি স্তরের বিজনেস স্টাডিজও চালু করা হয়।
উচ্চ মাধ্যমিক শ্রেণিসম্পাদনা
স্নাতক (পাস) শ্রেণিসম্পাদনা
স্নাতক (সম্মান) শ্রেণিসম্পাদনা
কলেজটিতে মোট ১৭টি বিষয়ে অনার্স ও ১৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। সেগুলো হলো -
একাডেমিক সুযোগ সুবিধাসম্পাদনা
কলেজটিতে বিভিন্ন ধরনের একাডেমিক সুযোগ সুবিধা রয়েছে। যেমন একাডেমিক ভবন, গ্রন্থাগার ইত্যাদি। এছাড়া এখানে পড়াশুনার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা।
একাডেমিক ভবনসম্পাদনা
কলেজটিতে মোট পাঁচটি ভবন রয়েছে।
- মূল ভবন
- একাডেমিক ভবন
- ভবন -২
- ভবন -৩
- রাজু ভবন
লাইব্রেরিসম্পাদনা
মূল ভবনে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত। এখানে ছাত্র এবং ছাত্রীদের আলাদা রুমে পড়ার সুযোগ রয়েছে। ১৫০ (প্রায়) শিক্ষার্থী একসাথে পড়তে ও বই সংগ্রহ করতে পারে। গ্রন্থাগারে ২০০০+ বই সংগৃহীত আছে। নিয়মিত জাতীয় ও স্থানীয় দৈনিক সমূহ সংগ্রহ করা হয়।
বোটানিক্যাল গার্ডেনসম্পাদনা
কলেজের সুযোগ সুবিধাসম্পাদনা
কলেজটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে হোস্টেল এবং ছাত্রছাত্রীদের খেলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ।
হোস্টেলসম্পাদনা
কলেজটিতে ছাত্রদের জন্য রয়েছে দুটি হল।
- শেরে-বাংলা হল।
- শহীদ জিয়া হল।
ছাত্রীদের জন্য রয়েছে দুটি হল।
- শেখ হাসিনা ছাত্রীনিবাস।
- নির্মাণাধীন হল যার নাম এখনও ঠিক হয়নি।
খেলার মাঠসম্পাদনা
কলেজের নিজস্ব একটি মাঠ রয়েছে।
মসজিদসম্পাদনা
সহশিক্ষা কার্যক্রমসম্পাদনা
চাঁদপুর সরকারি মহিলা কলেজে বর্তমানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে:
- বি. এন. সি. সি. - ময়নামতি রেজিমেন্ট এর অধীনে এই কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর একটি পুরুষ প্লাটুন রয়েছে।
- রোভার স্কাউট - বাংলাদেশ স্কাউটস-এর অধীনে এই কলেজে একটি রোভার স্কাউট ইউনিট রয়েছে।
- রেড ক্রিসেন্ট - বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর অধীনে এই কলেজে একটি রেড ক্রিসেন্ট ইউনিট রয়েছে।
সাংস্কৃতিক কার্যক্রমসম্পাদনা
প্রাক্তন শিক্ষার্থীসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "পদোন্নতির আদেশ" (PDF)। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল সাইট। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯।
- ↑ চাঁদপুর সরকারি মহিল কলেজ