চরসেনসাস ইউনিয়ন
চরসেনসাস ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
চরসেনসাস | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে চরসেনসাস ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′৪″ উত্তর ৯০°২৭′১০″ পূর্ব / ২৩.১৬৭৭৮° উত্তর ৯০.৪৫২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | ভেদরগঞ্জ উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
সম্পাদনাশরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পূর্ব প্রান্তে চাঁদপুর সীমানা ঘেষে চরসেনসাস ইউনিয়ন। এ ইউনিয়নের মাঝ দিয়ে চট্রগ্রাম-খুলনা মহাসড়কের কারণে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। খুলনা থেকে পন্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস চট্রগ্রাম যাতায়াত করে থাকে চরসেনসাস ইউনিয়ের উপর দিয়ে। ঢাকা থেকে লঞ্চ যোগে নরসিংহপুর ফেরীঘাট চরসেনসাস ইউনিয়নে আসা যায় এবং ঢাকা থেকে সড়ক পথে শরীয়তপুর হয়ে ও চরসেনসাস ইউনিয়নে আসা যায়।
ইতিহাস
সম্পাদনাকালের স্বাক্ষী বহনকারী পদ্মা নদী বেষ্টিত শরীয়তপুর জেলার পূর্ব প্রান্তে ভেদরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চরসেনসাস ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ চরসেনসাস ইউনিয়ন। প্রবাদ আছে ব্রিটিশ শাসনামলে রানী এই চরে প্রথম গণনা কাজ শুরু করেন তাই এই মৌজার নাম চরসেনসাস মৌজা নামে পরিচিতি লাভ করে এবং মৌজার নামানুসারে এর নাম চরসেনসাস ইউনিয়ন রাখা হয়। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাশিক্ষার হার – ৪৯% (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)।
- সরকারী প্রাথমিক বিদ্যালয় – ০৮টি।
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় – ০৩টি।
- উচ্চ বিদ্যালয় – ০১টি।
- মাদ্রাসা – ০২টি।
শিক্ষা প্রতিষ্ঠান
- তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়।
- ৮নং চরসেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- ইব্রাহীম খলিল – তৎকালীন ফরিদপুর-১৭ আসনের সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-বি এম আনোয়ার হোসেন।[৩]
ক্রম নং | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জনাব জিতু মিয়া বেপারী | ১৯৯৭ – ২০০৩ |
০২ | জনাব রফিকুল ইসলাম বালা | ২০০৩ – ২০১১ |
০৩ | বি এম আনোয়ার হোসেন | ২০১১ – ২০১৬ |
০৪ | জনাব জিতু মিয়া বেপারী | ২০১৬ – ২০২২ |
০৫ | বি এম আনোয়ার হোসেন | ২০২২ – বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চরসেনসাস ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
- ↑ "ভেদরগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
- ↑ "ইউপি চেয়ারম্যান"। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |