চকরিয়া আবাসিক মহিলা কলেজ

চকরিয়া আবাসিক মহিলা কলেজ বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

চকরিয়া আবাসিক মহিলা কলেজ
অবস্থান

,
৪৭৪১
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৯৪
অবস্থাসক্রিয়
বিদ্যালয় জেলাকক্সবাজার জেলা
কলেজ কোড৪৪১৩
ইআইআইএন১৩২২০৪
অধ্যক্ষমঞ্জু দেব (ভারপ্রাপ্ত)
শ্রেণীএকাদশ-দ্বাদশ, স্নাতক
লিঙ্গনারী পুরুষ
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

চকরিয়া আবাসিক মহিলা কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও অনার্স পর্যায়ের কোর্স চালু রয়েছে।[১]

ডিগ্রি কোর্স
  1. বিএ
  2. বিএসএস
  3. বিবিএস
অনার্স কোর্স
  1. বাংলা
  2. একাউন্টিং
  3. রাজনৈতিক বিজ্ঞান

শিক্ষকবৃন্দ সম্পাদনা

চকরিয়া আবাসিক মহিলা কলেজের বর্তমান ভারপ্রাপ্ত মঞ্জু দেব।

ব্যবস্থাপনা সম্পাদনা

কলেজ পরিচালনার সুবিধার্থে কলেজটিতে একটি পরিচালনা পর্ষদ রয়েছে।

অবস্থান সম্পাদনা

চকরিয়া আবাসিক মহিলা কলেজ কক্সবাজার জেলার চকরিয়া চিরিঙ্গা ইউনিয়নে তে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

চকরিয়া আবাসিক মহিলা কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. honoursadmission.com। "Honours Admission - Destination After HSC & Equivalent"Honours Admission (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৭ 
  2. "National University :: College Details"nubd.info। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৭