গ্রীন লাইন পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। এটি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনারাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতের কলকাতায়ও পরিবহন সুবিধা প্রদান করে।

গ্রীন লাইন পরিবহন
logo
image
গ্রীন লাইন পরিবহনের একটি বাস
স্লোগান"অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস"
সংস্থাপিত১৯৯০; ৩৪ বছর আগে (1990)
প্রধান কার্যালয়৯/২, আউটার সার্কুলার রোড, মোমেনবাগ, রাজারবাগ, ঢাকা-১২১৭
পরিসেবিত এলাকা
পরিসেবার ধরনযাত্রী পরিবহন
গন্তব্যস্থল
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালকআলহাজ মোহাম্মদ আলাউদ্দিন[১]
ওয়েবসাইটwww.greenlinebd.com

ইতিহাস সম্পাদনা

১৯৯০ সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রীন লাইন পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন।[১] ঢাকা-চট্টগ্রাম রুটে হিনো এসি বাস চালানোর মাধ্যমে পরিবহন ব্যবসা শুরু করে গ্রীন লাইন। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, বেনাপোল, রংপুর, রাজশাহীসিলেট রুটে বাস চলচল শুরু করে।[২] গ্রীন লাইন পরিবহনই বাংলাদেশের সড়কপথে সর্বপ্রথম এসি বাস পরিসেবা চালু করে।[১] এরপর সুইডেন থেকে ২০০৩ সালে ভলভো ও ২০০৫ সালে স্ক্যানিয়ার এসি বাস আমদানী করে গ্রীন লাইন। ২০১৩ সালে যাত্রীদের স্লিপার কোচে পরিসেবা প্রদান শুরু করে। ২০১৪ সালে গ্রীন লাইন ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে।[২] সম্প্রতি ২০১৮ সালে গ্রীন লাইন ঢাকা থেকে সিলেট ও কক্সবাজার রুটে জার্মানি থেকে আমদানী করা ম্যান কোম্পানির ডাবল ডেকার বাস চালু করে।[৩][৪]

যাত্রী পরিসেবা সম্পাদনা

শুরুতে গ্রীন লাইন শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন করলেও বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, টেকনাফ, খুলনা, বেনাপোল ও রাজশাহী রুটে এবং চট্টগ্রাম থেকে সরাসরি সিলেট ও বেনাপোলে যাত্রী পরিবহন করে।[১] এছাড়াও ঢাকা-খুলনা-কলকাতা রুটে "সৌহার্দ পরিবহন" পরিচালনা করে গ্রীন লাইন।[৫]

গ্রীন লাইন ওয়াটারওয়েজ সম্পাদনা

গ্রীন লাইন ২০১৪ সাল থেকে “গ্রীন লাইন ওয়াটারওয়েজ” নামে টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে এমভি গ্রীন লাইন-১ নামে লঞ্চ ছাড়ে। পরবর্তীতে ২০১৫ সালে ঢাকা-বরিশাল নৌপথে এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ নামে শীতাতপ নিয়ন্ত্রিত দুইটি জলযান যাত্রী পরিসেবায় যোগ করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About us"গ্রীন লাইন পরিবহন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  2. "গ্রীন লাইন এবার ঢাকা-বরিশাল সড়ক পথে"দি বাংলাদেশ টুডে। ২০ মে ২০১৮। ৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  3. "গ্রীন লাইন পরিবহনের নতুন এসি ডাবল ডেকার বাস সার্ভিস উদ্বোধন"। বাংলাদেশ প্রতিদিন। ১৮ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  4. "ঢাকা-চট্টগ্রাম রুটে গ্রীন লাইনের এসি দ্বিতল বাস"। যুগান্তর। ২৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "New Dhaka and Kolkata bus service starts tomorrow" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা