গোল্ড (I) ক্লোরাইড

রাসায়নিক যৌগ

গোল্ড (I) ক্লোরাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত AuCl। গোল্ড(I) ক্লোরাইড হলো গোল্ড অর্থাৎ সোনা এবং ক্লোরিনের একটি যৌগ। গোল্ড(I) ক্লোরাইডকে অরাস ক্লোরাইড বলে। এছাড়া এই লবণটিকে গোল্ড মনোক্লোরাইডও বলে।

গোল্ড (I) ক্লোরাইড
নামসমূহ
ইউপ্যাক নাম
গোল্ড (I) ক্লোরাইড
অন্যান্য নাম
Aurous chloride
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
সিএইচইবিআই
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০৩০.৫৮৩
ইসি-নম্বর
ইউএনআইআই
  • InChI=1S/Au.ClH/h;1H/q+1;/p-1 YesY
    চাবি: FDWREHZXQUYJFJ-UHFFFAOYSA-M YesY
  • InChI=1/Au.ClH/h;1H/q+1;/p-1
    চাবি: FDWREHZXQUYJFJ-REWHXWOFAM
বৈশিষ্ট্য
AuCl
আণবিক ভর 232.423 g/mol
বর্ণ yellow solid
ঘনত্ব 7.6 g/cm3 [১]
গলনাঙ্ক ১৭০ °সে (৩৩৮ °ফা; ৪৪৩ K)
স্ফুটনাঙ্ক ২৯৮ °সে (৫৬৮ °ফা; ৫৭১ K) (decomposes)
very slightly soluble
দ্রাব্যতা soluble in HCl, HBr organic solvents
−67.0·10−6 cm3/mol
গঠন
স্ফটিক গঠন Tetragonal, tI16
Space group I41/amd, No. 141
ঝুঁকি প্রবণতা
নিরাপত্তা তথ্য শীট MSDS
এনএফপিএ ৭০৪
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
☒না যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

প্রস্তুতি সম্পাদনা

অরাস ক্লোরাইড ছাড়া সোনার আরও একটি ক্লোরাইড যৌগ হলো অরিক ক্লোরাইড যাকে গোল্ড (III) ক্লোরাইডও বলে। এই গোল্ড(III) ক্লোরাইডকে তাপ বিয়োজন করে গোল্ড(I) ক্লোরাইড প্রস্তুত করা হয়।

AuCl3 → AuCl + Cl2

ধর্ম সম্পাদনা

এটি হলুদ রঙের কঠিন পদার্থ। জলের থেকে ৭.৬ গুণ বেশি ভারী। এর ঘনত্ব ৭.৬ গ্রাম/সিসি। এই লবণটির গলনাঙ্ক ১৭০ ডিগ্রি সেলসিয়াস। এটি জলে খুবই অল্প দ্রবণীয়।

রাসায়নিক বিক্রিয়া সম্পাদনা

গোল্ড মনোক্লোরাইডকে জল দিয়ে উত্তপ্ত করলে যৌগটি ভেঙ্গে গিয়ে ধাতব সোনা এবং গোল্ড (III) ক্লোরাইডে পরিণত হয়। বিক্রিয়াটি এই রকম:

3 AuCl → 2 Au + AuCl3

পটাশিয়াম ব্রোমাইডের সাথে গোল্ড মনোক্লোরাইডের বিক্রিয়ায় পটাশিয়াম অরিক ব্রোমাইড এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সেইসঙ্গে ধাতব সোনা আলাদা হয়ে যায়। বিক্রিয়াটি এই রকম:

3 AuCl + 4 KBr → KAuBr4 + 2 Au + 3 KCl

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, আইএসবিএন ০-০৭-০৪৯৪৩৯-৮