গোলাপি-পা রাজহাঁস

পাখির প্রজাতি

গোলাপি-পা রাজহাঁস (বৈজ্ঞানিক নাম: Anser brachyrhynchus) (ইংরেজি: Pink-footed goose) হচ্ছে Anatidae পরিবারের Anser গণের একটি পাখি।

গোলাপি-পা রাজহাঁস
Pink-footed goose
Calls of a flock recorded in Scotland
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Anseriformes
পরিবার: Anatidae
উপপরিবার: Anserinae
গোত্র: Anserini
গণ: Anser
প্রজাতি: A. brachyrhynchus
দ্বিপদী নাম
Anser brachyrhynchus
Baillon, 1834
Range of A. brachyrhynchus     Summer      Winter
Anser brachyrhynchus

এই পাখি মধ্যম আকারের হয়ে থাকে, ৬০ থেকে ৭৫ সেমি পর্যন্ত। শরীরটি মাঝারি আকারের ধূসর-বাদামী, মাথা এবং ঘাড়টি আরও ধনী, গাঢ় বাদামী, সাদা ঢালু এবং একটি বিস্তৃত সাদা টিপ দিয়ে প্রস্থ ধূসর।

বিস্তৃতি

সম্পাদনা

এই পাখি বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, রুমানিয়া, সুইডেন, যুক্তরাজ্য সহ ইত্যাদি দেশে বিচরণ করে।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

সম্পাদনা

এই পাখির বৈশ্বিক অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত, অনিশ্চিত ও অনুমান নির্ভর। বাংলাদেশে এর অবস্থান অনিশ্চিত ও অনুমান নির্ভর।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Anser brachyrhynchus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩