গোয়ালদি মসজিদ

বাংলাদেশের মসজিদ
(গোয়ালদী হুসেন শাহর মসজিদ থেকে পুনর্নির্দেশিত)

গোয়ালদীর গায়েবী মসজিদ বাংলাদেশের সোনারগাঁও এ অবস্থিত একটি প্রাচীন মসজিদ। সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আমলে মোল্লা হিজাবর খান ১৫১৯ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ করেন।[১]

গোয়ালদী শাহী মসজিদ
(হুসেন শাহর মসজিদ)
(গায়েবী মসজিদ)
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানবাংলাদেশনারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীপ্রাক মুঘল স্থাপত্য

অবস্থান সম্পাদনা

গোয়ালদীর গায়েবী মসজিদটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও-এ অবস্থিত।

বিবরণ সম্পাদনা

মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. দীপংকর চন্দ, চলতি পথে:গোয়ালদিহির গায়েবী মসজিদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৭।

বহিঃসংযোগ সম্পাদনা