গোবর্ধন (চিত্রশিল্পী)

মুঘল আমলের ভারতীয় চিত্রশিল্পী

গোবর্দ্ধন (১৫৯৫–১৬৪০)[১] মুঘল চিত্রকলার একজন বিখ্যাত ভারতীয় চিত্রকার ছিলেন। তাঁর পিতা ভবানী দাসও কর্মসূত্রে ছিলেন একজন চিত্রকার। অন্যান্য মুঘল চিত্রকারদের মতোই তাঁরা ছিলেন হিন্দুআকবরের আমলে তিনি সার্বভৌম শিল্পকলায় যোগদান করেন ও শাহজাহানের রাজত্বকাল পর্যন্ত তিনি তাঁর চিত্রকর্ম অব্যাহত রাখেন। তাঁর চিত্রগুলি দেখে বোঝা যায় যে তিনি ধনী,ইন্দ্রিয়গত রং এবং নরম অনুকরণীয় চিত্র পছন্দ করতেন।

এক সিংহ ও এক বাছুরের সাথে আকবর . গোবর্দ্ধন (১৬৩০ সালের দিকে, মেটমিউজিয়ম)

বাবরনামার (বর্তমানে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে অবস্থিত) প্রচ্ছদ অলঙ্কারকদের মধ্যে গোবর্দ্ধন অন্যতম। জাহাঙ্গীর অব-পাশি পালন করছেন (১৬১৫),চিত্রটি বর্তমানে ভারতের রামপুরের রাজা লাইব্রেরীতে সুরক্ষিত রয়েছে, এই চিত্রটি গোবর্দ্ধন অঙ্কিত তাৎপর্যপূর্ণ চিত্রগুলির মধ্যে অন্যতম। তাঁর অঙ্কিত জাহাঙ্গীরের চিত্রগুলির বেশিরভাগ বর্তমানে আমেরিকাইউরোপের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি অত্যন্ত সঠিকতার সঙ্গে ভারতীয়দের শারীরিক গঠনের চিত্র বর্ণনা করেছেন। সমসাময়িক আর একজন চিত্রকর দৌলত গোবর্দ্ধনের একটি অসাধারণ চিত্র প্রস্তুত করেছেন।

চিত্রসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা