গোবর্ধনা (কবি)
গোবর্ধন বা গোবর্ধনচার্য ছিলেন দ্বাদশ শতাব্দীর সেন রাজা লক্ষ্মণ সেনের রাজসভার কবি। তিনি জয়দেবের সমসাময়িক ছিলেন এবং তাঁর আর্যসপ্তশতি (আইএএসটি: āryasaptaśatī), আর্য মিটারের অনুসরণে ৭০০টি কামোত্তেজক কবিতার একটি সংকলনের জন্য পরিচিত। [১] [২] এটি প্রায় এক হাজার বছর আগে রচিত রাজা হালাকে ঐতিহ্যগতভাবে আরোপিত আরও গণতান্ত্রিক প্রাকৃত ভাষায় ৭০০টি শ্লোকের প্রতিক্রিয়া। কবিতার দুটি সেটই আর্য মিটারে রচিত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bhattacharji, Sukumari (১ জানুয়ারি ১৯৮০)। "A Survey of Sataka Poetry": 33। জেস্টোর 23339416।
- ↑ Lal, Mohan (১৯৯২)। Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot (ইংরেজি ভাষায়)। Sahitya Akademi। পৃষ্ঠা 3865। আইএসবিএন 9788126012213। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।
একজন ভারতীয় লেখক বা কবি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |