গোবরা ইউনিয়ন
গোবরা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
গোবরা | |
---|---|
ইউনিয়ন | |
গোবরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গোবরা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৮৯°৪৯′৫৭″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৮৯.৮৩২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | গোপালগঞ্জ সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাগোপালগঞ্জ সদর থানার সর্বদক্ষিণের ইউনিয়নই গোবরা ইউনিয়ন। এর উত্তরে গোপালগঞ্জ পৌরসভা ও বোড়াশী ইউনিয়ন, পূর্বে টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন, দক্ষিণে মধুমতি নদী, পশ্চিমে মধুমতি নদী। গোপালগঞ্জের বিখ্যাত শপিংমল 'জামান ট্রেড সেন্টার' গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া মোড়ে অবস্থিত। এছাড়াও এসেন্সিয়াল ড্রাগস-EDCL, চক্ষুহাসপাতাল, ট্রমা হাসপাতাল, BSMRSTU, গোবরা রেলস্টেশন এই ইউনিয়নেই অবস্থিত।
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কে ৫ কিলোমিটার দক্ষিণে। গোপালগঞ্জ শহর থেকে বাস, ইজিবাইকযোগে গোবরা ইউনিয়েনের যোকোন জায়গা যাওয়া যায়। ইউনিয়নের প্রধান বাসস্ট্যান্ড ঘোনাপাড়া। ইউনিয়নের মধ্য দিয়ে মধুমতি নদী প্রবাহিত তাই নৌপথে ইউনিয়নে যাওয়া যায়। বর্তমান ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যলয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে আব্দুল সোবাহান সড়কে অবস্থিত। ইউনিয়নের মধ্যে কাঁচা রাস্তা ৬০ কিলোমিটার পাকা রাস্তা- ৪৫ কিলোমিটার
ইতিহাস
সম্পাদনাএকসময়ের বোড়াশী ইউনিয়ন ভেঙ্গে আজকের গোবরা ইউনিয়ন হয়। বর্তমানে আবার গোবরা ইউনিয়নের বেশকিছু অংশ গোপালগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত হচ্ছে।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা১.ভাটিয়াপাড়া
২.চরগোবরা,
৩.চরবয়রা,
৪.ঘোনাপাড়া,
৫.চাপাইলপাড়া,
৬.গোবরা,
৭.দক্ষিণ গোবরা,
৮.কাপালীপাড়া,
৯.পোদ্দারের চর,
১০.মালোপাড়া।
১১.উত্তর গোবরা
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাজনসংখ্যা: ১০৮৪৪+[৩]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার:
শিক্ষা প্রতিষ্ঠান:
১.ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
২.শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয়,
৩.চরগোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৪.ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৫.চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৬.চরবয়রা-ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়,
৭.গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
৯.ভাটিয়াপাড়া-চরগোবরা ফয়জুল উলুম মাদ্রাসা,
১০.চরবয়রা মাদ্রাসা,
১১.ঘোনাপাড়া মাদ্রাসা,
১২.গোবরা মাদ্রাসা,
১৩.দক্ষিণ গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
১৪.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৫. শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৬. মদিনাতুল উলুম নীলারমাঠ মাদ্রাসা
দর্শনীয় স্থান
সম্পাদনা১.গোবরা রেলওয়ে স্টেশন,
২.মধুমতি নদী,
৩.ভাটিয়াপাড়া স্কুল মাঠ,
৪.ঘোনাপাড়া মোড়,
৫.উত্তর গোবরা (নীলারমাঠ), কোনো এক সময় এখানে নীল চাষ হতো।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
সফিকুর রহমান চৌধুরী
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | শেখ রুহুল আমীন | |
০২ | মুন্সী জালাল উদ্দিন আহমদ | |
০৩ | শেখ রুহুল আমীন | |
০৪ | মুন্সী আলী আশরাফ খোকন | |
০৫ | শেখ রুহুল আমীন | |
০৬ | বদরউদ্দিন চৌধূরী | |
০৭ | মোঃ আরিফুজ্জামান টুটুল | |
০৮ | ফয়সাল কবির |
২০নং গোবরা ইউনিয়ন এর বর্তমান পরিষদ
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের মেম্বারগনের নাম এর তালিকা-
১। সফিকুর রহমান চৌধুরী ইউপি চেয়ারম্যান ও আপিল কর্মকর্তা ২। কিশলয় মজুমদার ইউনিয়ন পরিষদের ০৩নং ওয়ার্ডের মেম্বার, ৩। কাজী সালাহ উদ্দিন (নাঈম) ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ডের মেম্বার, ৪। মতিয়ার রহমান ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ডের মেম্বার, ৫। সাগর মোল্লা ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের মেম্বার, ৬। মো: ওলিয়ার রহমান সিকদার ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ডের মেম্বার, ৭। মো: কামরুল ইসলাম খান ইউনিয়ন পরিষদের ০৪নং ওয়ার্ডের মেম্বার, ৮। মো. মুর্শিদ মোল্লা ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ডের মেম্বার, ৯। জাহাঙ্গির শেখ ইউনিয়ন পরিষদের ০৫নং ওয়ার্ডের মেম্বার, ১০। হাবিবা আক্তার ডলি ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের মেম্বার, ১১। হ্যাপীনূর বেগম ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মেম্বার, ১২। মনোয়ারা বেগম ইউনিয়ন পরিষদের ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ডের মেম্বার, ১৩। মো: বাদশা খান ইউনিয়ন পরিষদের ০৮নং ওয়ার্ডের মেম্বার,
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গোবরা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "গোপালগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ http://gobraup.gopalganj.gov.bd ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মার্চ ২০২০ তারিখে)
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |