গোগোল

বাংলা গোয়েন্দা চরিত্র

গোগোল একটি কাল্পনিক শিশু-বালক গোয়েন্দা চরিত্র যার স্রষ্টা সাহিত্যিক সমরেশ বসু। গোগোলের কাহিনী বাঙালী কিশোরদের নিকট অতীব জনপ্রিয়। তার ভাল নাম গোগোল চ্যাটার্জী।

গোগোল
গোগোল সমগ্র-এর প্রচ্ছদ (প্রকাশক: আনন্দ পাবলিশার্স)
প্রথম উপস্থিতিইঁদুরের খুটখুট
শেষ উপস্থিতিটেলিফোনে আড়িপাতার বিপদ
স্রষ্টাসমরেশ বসু
তথ্য
ডাকনামগোগোল
লিঙ্গপুরুষ
পদবিগোগোল
পরিবারমা, বাবা
জাতীয়তাভারতীয়
বাসস্থানকলকাতা

চরিত্র

সম্পাদনা

গোগোল একটি কল্পনাবিলাসী শিশু বা বালক চরিত্র যে কলকাতায় থাকে। ফ্ল্যাটবাড়িতে নিঃসঙ্গ এই গোগোলের প্রধান বৈশিষ্ট্য তার দুর্লঙ্ঘ কৌতূহল। এই কৌতূহলের ফলে সে ডেকে আনে নানা বিপদ, আবার বুদ্ধিবলে সেখান থেকে বেরিয়েও আসে। রহস্যের সমাধান করে। তার বাবা সমীরেশ চ্যাটার্জী বড় চাকুরে। তিনি রাশিয়ান সাহিত্যিক নিকোলাই গোগোলের ভক্ত হওয়ায় ছেলের নাম রাখেন গোগোল। যদিও গোগোলের স্রষ্টা সমরেশ বসু ওরফে কালকূট অমৃত কুম্ভের সন্ধানে লেখার সময় নামটি পান। কুম্ভমেলায় গিয়ে যার বাড়িতে অতিথি হন লেখক তার পুত্রের নাম ছিল গোগোল। ছোট্ট গোগোলের মা সুনীতি দেবী ও বাড়ির পরিচারক বঙ্কিমদার কড়া শাসনের মধ্যেও গোগোল নিজের গোয়েন্দাগিরি চালিয়ে যায়। সে এডভেঞ্চার প্রিয়। বহু ক্ষেত্রে সে মা বাবার সাথে বাইরে বেড়াতে গিয়েও অযাচিতভাবে রহস্যে জড়িয়ে পড়েছে। অনেক সময় খুনে, অপরাধীদের হাতে বন্দী হয়ে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত হতে হয়েছে তাকে। রহস্যভেদের কাজে তাকে প্রায়ই সাহায্য করেন নৈহাটির বিখ্যাত গোয়েন্দা অশোক ঠাকুর। বন্ধু ও আত্মীয় মহলে সে ক্ষুদে গোয়েন্দা নামে পরিচিত।[]

গল্প ও উপন্যাস

সম্পাদনা

গোগোলের উপন্যাস ও গল্পগুলোর তালিকা গোগোল সমগ্র ১ ও ২ এর ক্রমানুসারে দেওয়া হলো।

উপন্যাস:-

  • বন্ধ ঘরের আওয়াজ
  • রাজধানী এক্সপ্রেসের হত্যা রহস্য
  • জোনাকি ভূতের বাড়ি
  • গোগোল চিক্কুস নাগাল্যান্ডে
  • সেই গাড়ির খোঁজে
  • শিমুলগড়ের খুনে ভূত
  • ভুল বাড়িতে ঢুকে
  • জঙ্গলমহলে গোগোল
  • বিদেশি গাড়িতে বিপদ

গল্প:-

  • ইঁদুরের খুট খুট
  • সোনালী পাড়ের রহস্য
  • আয়না নিয়ে খেলতে খেলতে
  • কাইরং মঠে গোগোলের কাণ্ড
  • হারানো বুদ্ধগুপ্তি
  • দুর্গের গড়খাইয়ের দুর্ঘটনা
  • বুনো হাতির বন্ধুত্ব
  • গোয়ায় গোগোলের প্রথম কীর্তি
  • মহিষমর্দিনী উদ্ধার
  • চোরা হাতি শিকারি
  • বাতাসীবুড়ির সোনার হার
  • গোগোল কোথায়
  • গোগোলের রায়রাজা উদ্ধার
  • গোগোলের কেরামতি
  • রত্নরহস্য ও গোগোল
  • গরাদহীন জানলায় রাক্ষস
  • টেলিফোনে আড়ি পাতার বিপদ
  • পশ্চিমের ব্যালকনি থেকে
  • অদৃশ্য মানুষের হাতছানি
  • জ্বরের ঘোরে শোনা

চলচ্চিত্র

সম্পাদনা

গোগোলের কয়েকটি কাহিনী নিয়ে এযাবৎ দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। গোগোলের কীর্তিগোয়েন্দা গোগোল। গোগোলের চরিত্রে শিশুশিল্পী অহিজিত ঘোষ এবং গোয়েন্দা অশোক ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সমরেশ বসু (১৩৯৪ বঙ্গাব্দ)। গোগোল অমনিবাস। কলকাতা: জগদ্ধাত্রী পাবলিশার্স। পৃষ্ঠা ৫।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "এ বার আসছে গোগোল"। আনন্দবাজার পত্রিকা। ৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  3. "গোয়েন্দা গোগোল নয়, এবার গোগোলের কীর্তি"। কলকাতা ২৪*৭। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]